![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আজও বিকেলের মিষ্টি রোদে আমি খুজি তাঁকে
আজও দুপুরের তপ্ত রোদে আমি খুজি তাঁকে
আজও বিকেলের সূর্য চলে যাওয়ার পর আমি খুজি তাঁকে
খুজি তোমার সেই কষ্টে মাখা মুখ
খুজি তোমার সেই ক্লান্ত মিষ্টি হাসি
চেয়ে থাকি কখন তুমি এসে বলবে
ভাইয়া ১০ টাকা দেন বিস্কুট খামু...............
হাঁ আপনারা অনেকেই মনে করছিলেন ছেলে তো প্রেমে সাঁতার কাটছে
কিন্তু আসলে তা নয়
আমি আগে প্রায় ফ্রামগেট যেতাম সেখানে একটা পার্ক আছে আপনারা হয়তো জানেন আমি প্রতি সময় সেখানে বসতাম তখন একটা বাচ্চা মেয়ে আসতো আর দেখলেই বলতো "ভাইয়া ১০টা টাকা দেন বিস্কুট খামু" প্রথম প্রথম দিতাম না কিন্তু পড়ে অনেক মায়া হতো যখনই ওইখানে যেতাম আর পিচ্চি মেয়েটা কে পেতাম আর সে আগের মতোই একই কথা বলতো কিন্তু তখন আমি আর মানা করি নাই।
সে ছিল টোকাই সাথে একটা বস্তা থাকতোই সব সময়
কিন্তু এখন আর সেখানে গেলে মেয়েটা আসে না আর শোনাও হয় না
"ভাইয়া ১০ টাকা দেন বিস্কুট খামু"
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: টাকা দিমু না বিস্কুট কিন্না দিমু খাবেন
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
নাসরিন চৌধুরী বলেছেন: হুম এটাই জীবনের চিত্র। আসা যাওয়ার মাঝেই জীবন । ভাল থাকুক সেই মেয়েটি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: "ভাইয়া ১০ টাকা দেন বিস্কুট খামু"