![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আমাদের বাপ জীবনে বিরাট কিছু করতে পারেননি, ৭১ এ যুদ্ধের বাজারে দাদা সম্পত্তির পাহাড় বানিয়ে যাননি। আমরা থাকি ভাড়া বাসায়। ঢাকায় থাকতে পারা আমাদের জীবনের বড় সার্থকতা। আপোষ করে বেঁচে থাকতে পারা আমাদের বড় বৈশিষ্ট্য।
আমাদের প্রেম, ভালোবাসা ইত্যাদি আবেগ সম্পর্কিত ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামালে চলে না। যারা ঘামায় তারা কেউ ইতিহাস হতে পারেনি, তারা হেরে গিয়েছে। বাবা-মায়েরা তাই আতংকিত থাকেন আমাদের জীবনে প্রেমের গন্ধ পেলে।
জীবনসঙ্গী হিসেবে আমাদের আশা থাকে একটি রাজকন্যা পাওয়ার, এবং পাই মফঃস্বলের উচ্চ মাধ্যমিক পাশ, মোটামুটি ধরনের মেয়ে। আমাদের বিয়েগুলো পারিবারিক পছন্দে হয়। আমরা বিবাহ বিচ্ছেদের ঝামেলায় জড়াতে চাই না সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। স্বামী-স্ত্রী একে অপরকে পছন্দ না হলেও দিনের পর দিন আমরা সুখী দাম্পত্য জীবনের অভিনয় করে কাটিয়ে দেই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলি।
টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে সমাজে বাস করা আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আপনাকেও ভাই
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
আবু শাকিল বলেছেন: মধ্যবিত্তের সাধারন চিত্র গুলো খুব গুছিয়ে বলতে পেরেছেন।
"টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে সমাজে বাস করা আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা।"
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩
তিথীডোর বলেছেন: সত্য বলেছেন, তবে জীবনকে খুব কাছ থেকে প্রচন্ডভাবে মধ্যবিত্তরাই সবচাইতে বুঝতে পারে বেশী..যেটার মূল্যও কম নয় একেবারে! হাল ছেড়োনা বন্ধু..
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আল্লাহ সকল মধ্যবিত্তদের ধৈর্য দান করুক
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫
মিজভী বাপ্পা বলেছেন: মনের কথাগুলো খুব সহজে ও প্রাঞ্জল ভাবে গুছিয়ে লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই +++++++++++