নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

বিদেশী মনা

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

একটা কথা বলি কিছু মনে করবেন না :)



হাঁ একটা কথার ভিতরে অনেক কথা থাকবে

তবুও কিছু মনে করবেন না :)



হাঁ এইবার কথায় আসি

সামনে ঈদ মানে এই তো কয়েকদিন পর :D

আমাদের দেশে একটা নিয়ম তাহলো বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় উৎসবে ঘটা করে রাস্তায় গান বাজানো, এইটা একটা আনন্দের বিষয় :)



কিন্তু দুখের বিষয় এই জায়গায় যখন বিদেশী সংস্কিতি মানে বিদেশী গান এতো পরিমানে বাজানো হয় যে এমনও মানুষ আছে যারা পরবর্তী ১ বছর আর কোন দেশীয় গান শুনতে এবং মনে রাখতে পারে না।



হাঁ আমরা অনেকেই না বেশিরভাগ মানুষ বিদেশী গান শুনি না বুঝে মানে এই সব গানের অর্থ আমরা জানি না কিন্তু অপর দিকে আমরা দেশীয় গান বুঝি কিন্তু সেইটা ক্ষেত পর্যায় চলে যায় আমাদের মতে...



কেন এই জিনিষটা হবে কেউ বলতে পারবেন?

আমিই বলি এইটার মূল কারণ হলো প্রচারনা

আমরা আমাদের সংস্কিতি প্রচার করতে পারি না (প্রয়োজনের তুলনায় অনেক কম)

কিন্তু এইটা এখন নাই

তাঁর ছোট্ট একটা উদাহরণ দেইঃ

এই তো কিছুদিন আগে Tahsan এর অ্যালবাম উদ্দেশ্য নেই- "Uddeshsho Nei" The Album by Tahsan বের হলো :D

এইটার যথেষ্ট পরিমাণ প্রচার ছিল এখনো আছে বর্তমানে #জি_সিরিজের এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বিক্রিত অ্যালবাম যা এই রোজার ঈদে বের হয়েছিল কিন্তু আমরা কিছু মানুষ জানিই না তাহসান কে o.O !! ঐ যে বিদেশীমনা মনভাব।



একটা জিনিষ খেয়াল করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু তাঁদের উৎসবে তাঁদের সংস্কিতি তুলে ধরে আর আমরা তাঁদের সংস্কিতি তুলে ধরি :(



অনেকের কাছে শুনি "ধুর বেটা ঈদেরদিন এডি কি গান বাজাস হিন্দি ছাড় একন ছাড়...... কেউ কিন্তু বলে না আরে বেটা আইয়ুব বাচ্চু ছাড়,সাফিন ছাড়,হাবিব ছাড়, শুন্য ছাড়, পেন্টাগন ছাড়, অর্থহীন ছাড়>>>>> কেন ছাড়বে বলেন এইগুলা তো ক্ষেত স্মার্ট হল #মধু_শিং, মিকা শিং >:(



ভাই আমার কথায় কেউ ঈদের দিন আর ঈদের আগের দিন সারারাত বাংলা গান শুনবে না তাও যদি একজন শুনে, রাস্তায় বের হয়ে যদি শুনি গান চলছে উদ্দেশ্য নেই... আমি আর আমার এ চোখ, তুমি আমার পাশে বন্ধু হে , তুমি আমার ঘুম...

যদি চলে শান্তির একটা সেল তো কিছুটা হলেও পরিপূর্ণ হবে।



তাই আপনারা এবার চেষ্টা করবেন বাংলা গান শোনার জন্য :)

বাংলা গান শুনেন পেট না ভরলেও মন ভরবে

আর বিদেশী গান শুনে গ্যাসটিক বাধায়েন না :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.