![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
এখন আর সেই গিটারের যুগ নেই যে আপনি দুটো গান গেয়ে আপনার মনের মানুষের প্রাণ ভরাবেন
এখন সেই যুগ যদি আপনি তাকে ভালো ফাস্টফুডে সেরা বার্গারটা খাওয়াতে পারেন।।
এখন আর সেই যুগ নেই যে পাপড়িতে দুফোটা জল লেগে থাকা গোলাপ দিয়ে আপনার মনের মানুষের প্রাণ ভরাবেন
এখন সেই যুগ যদি আপনি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ডের রিং কিনে দিতে পারেন।।
এখন আর সেই যুগ নেই যে রাস্তার পাশে ৫০০ টাকা দিয়ে একটা শাল কিনে আপনার মনের মানুষের প্রাণ ভরাবেন
এখন সেই যুগ যদি আপনি কারিনা ক্যাটরিনা ড্রেস কিনে দিতে পারেন।।
এখন আর সেই যুগ নেই যে বৃষ্টি ভেজা অর্ধ তপ্ত দুপুরে টি এস সির রাস্তা ধরে হাত ধরে হেটে আপনার মনের মানুষের প্রাণ ভরাবেন
এখন সেই যুগ যদি আপনি তাকে নিয়ে গুলশান বারিধারা রাস্তা দিয়ে হেটে না গাড়িতে করে নিয়ে যেয়ে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্তারে মুভি দেখান।।
আসলেই এখন সেই যুগ না যে এই কথা গুলো কারো বিশ্বাস হবে সকলেই বলবে আরে নাহ এখন অনেক মানুষ এমন আছে সবাই এক না।। কিন্তু জনতা এইটা তো জানেন যে একটি ঝুড়িতে একটি আম নষ্ট থাকলেই বাকি আম গুলো নষ্ট হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার।।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
সময়ের গ্যাঁড়াকল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
জনাব মাহাবুব বলেছেন: একটি ঝুড়িতে একটি আম নষ্ট থাকলেই বাকি আম গুলো নষ্ট হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার।।
পুেরাপুির একমত।