![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আজ যদি ভালোবাসা দিবস মানে "ভালোবাসা বাসির দিন" হয়, তাহলে ভালবাসা দিবসে আমার কিছু কথা।
..... এই দিনে প্রকৃত ভালবাসার যতটা না প্রসার হচ্ছে, তার বেশী খোলাসা হচ্ছে নোংরামি। আমাদের মত আমজনতাও এখন কিছু বলতে পারছেনা।
অবচেতন মনে মেনে নিচ্ছে, আজ তো ভালবাসা দিবস। আজ একটু নাহয় বেহায়াপনা হোক। তাঁতে কিইবা যায় আসে?এটা নিয়ে নানান বিতর্ক হয়েছে, হচ্ছে আরো হবে। চিরাচরিত রাজনীতির মত এখানেও পক্ষ - বিপক্ষ আছে।
কিছু অতি উত্সাহী মানুষ তো এটা ভেবেই বসে আছেন, 'আজকের দিনে ভালবাসা দেখাতেই হবে। ' হবে না কেন, নাহলে যে মহাভারতটা অশুদ্ধ রয়ে যাবে! আমি আদৌ জানিনা, মহাভারতে কি লেখা আছে। কেবল উপমা বা রূপক অর্থেই কি এটার ব্যবহার?আজকের দিনে কিছু ব্যাবসায়ী নিজেদের মত করে পণ্যের পসরা সাজিয়ে যার যার ইচ্ছে মত ব্যাবসা করছেন। উনাদের নিজেদের মত করে তৈরী করা কবিতার পংক্তিটিই আপনাকে আপনার ভালবাসার মানুষকে দিতে হয়, হচ্ছে।
তাঁতে আমার খুব বেশী যে আপত্তি আছে, তা নয়। আমার ভাবনা টা হল এখানে, এই যে আমি আপনি কিছু রেডি করা ভালবাসার কথা ( যেকোন গিফট ও হতে পারে ) পণ্য হিসেবে কিনে ভালবাসার মানুষকে দিচ্ছি। এতে কি আমার আপনার ভালবাসা রেডিমেট হয়ে যাচ্ছে না?
এতে আপনার যতটা আবেগ প্রকাশ পেয়েছে, তার চেয়ে কি একটু বেশী আবেগ প্রকাশ পেত না, যদি আপনি নিজের হাতে লেখা দু'লাইন কবিতার চরণ আপনার প্রেয়সী কে শোনাতেন? সবাই কবিতা লিখতে পারেন না, কিছু না কিছু অবশ্যই করতে পারেন, যেটা আপনার মৌলিক স্বকীয়তায় উদ্ভাসিত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাবে।
পারে কিন্তু! একটু ভেবে দেখুন, আপনি কি পারেন?
সেটাই প্রকৃত ভালবাসা হতে বাধ্য।
অনেক তো সমালোচনা করলাম, এবার একটু ভালবাসার জয়গান শুনি।
ভুবন ভোলানো গল্প "রোমিও জুলিয়েট" অনেকেই পড়েছেন। কিন্তু কতজন সেরকম ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন?
হয়ত অনেকেই, যেটা আমার গোচরীভূত নয়। আজকের দিনে তাদের সেলুট জানাই। কারন প্রকৃত ভালোবাসাটা তোমাদের জন্যই বেঁচে আছে। তোমাদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম শিখবে, "ভালবাসা কারে কয়?"
একটা আকুতি, ভালোবাসাটা যেন একটি দিনের উপর নির্ভরশীল না হয়। এটা ছড়িয়ে পড়বে দূর হতে দূরান্তরে, যুগ হতে যুগান্তরে। বছরের প্রতিটি দিন।
পণ্য নির্ভর রেডিমেট আর ব্যাবসায়িক ভালবাসা চাই না। ভালবাসা হয়ে উঠুক প্রাণের স্পন্দন আর অতৃপ্ত অনুভূতি। তাহলেই সম্ভব।
"ভালো থাকুক আপনার ভালোবাসা।"
"হ্যাপি ভালোবাসা বাসি।" <3
©somewhere in net ltd.