![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
জীবনের মোড়
পাড় হতে হয়ে যাই আফিম খোর।
জীবনের পথ
অতিক্রম করতে হয়ে যাই অজস্র কান্নার প্রোপাত।
জীবনের গান
গাইতে গিয়ে হয়ে যাই গঞ্জিকার শিরোনাম।
জীবনের বুলি
বলতে গিয়ে দেখি খালি মোর কথার ঝুলি।
জীবনের ভোর
দেখতে গিয়ে হিমশিম খাই রাতভর।
জীবনের শেষ
দেখা হলো না মোর অন্তিম অশেষ।
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭
প্রামানিক বলেছেন: চমৎকার