![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
একটা কবিতা লিখো আমার জন্য
সেই কবিতার শিরোনাম
না হয় যেন কষ্ট ।।
পূর্ণতার কষ্ট অপূর্ণতার কষ্ট
পাওয়ার কষ্ট না পাওয়ার কষ্ট
আশা করে নিরাশ হবার কষ্ট।।
লাশ কাটা ঘরে ডোমের কষ্ট
ডাস্টবিনে পড়ে থাকা
সদ্য জন্ম নেওয়া নবজাতকের
পিতৃ পরিচয়হীন কষ্ট
বেশ্যাবাড়ীতে ক্ষুধার কাছে
লজ্জা বেচার কষ্ট।।
এমন কবিতার শিরোনাম
কোন মানুষেরই যেন
পরিণাম না হয়।।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: সর্বদা এই কামনাই করি কিন্তু যখন চোখের সামনে এমন কষ্ট নিয়ে অনেক মানুষ ঘুড়ে বেড়ায় তখন দেখা ছাড়া কি বা করার থাকে
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: এমন কবিতার শিরোনাম
কোন মানুষেরই যেন
পরিণাম না হয়।।
এটাই কামনা...