![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আমি আমার কষ্টগুলোকে হাসি মুখেই মেনে নেই, বলি মনে হয় জীবন এমনি। কারো কাছ থেকে বেশি কিছু আশা করিনা – সে হোক আপন বা পর। এলোমেলো স্বপ্নকে তারার মত গুনে দেখি কয়টা হল সে হিসাব আর মেলেনা। জীবনে ব্যস্ততা থাকার কিছু সুবিধা আছে, এর মধ্যে একটি হচ্ছে নিজেকে অনেক কষ্ট থেকে ভুলিয়ে রাখা যায়। কিন্তু বসন্ত যখন আসে তখন নিজেকে আর ভুলিয়ে রাখা সহজ হয়না
ধৈর্য!!!
আমি তো ধৈর্য্য ধরেই আছি, কিন্তু এভাবে আর কত! আমার স্বপ্নগুলোর কি হবে?
আমার যে সময় চলে যাচ্ছে, তা তো আর ফিরে পাবনা।।
জীবন অথবা বাস্তবতা বড়ই কঠিন।
আবার কিছুই না – কেননা আমার উপর আমার কোন কন্ট্রোল নাই, তিনি আমাকে কন্ট্রোল করেন তিনি সব ঠিক করে রাখছেন, তার অনুমতি ছাড়া আমার এক ইঞ্চি ও কিছু করার নাই।।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হতাশ তো হতেই চাই না ভাই!! কিন্তু হতাশা তো চেপে ধরে!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এত হতাশ কেন? ধৈর্য্য হারা হবেন না, সু সময় আসবেই।