নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

জীবনের ভার বহন করা দুঃসাধ্য

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

জীবনের ভার বহন সত্যিই দুঃসাধ্য সংসার বড় জটিল জায়গা এখানে মন যুগিয়ে চলতে হয়। সামান্যতম এদিক সেদিক হলে চোখ উল্টাতে দেরি হয়না! সংসার আজ অসার মৃত আর জীবতদের প্রার্থক্য শুধুই বেঁচে থাকার । হাড় খাটানো শ্রমেও মুখে হাসি ফুটেনা অবাক হয়ে তাকিয়ে দেখি।

প্রিয় মুখগুলোর না পাওয়ার বেদনা কষ্টের রংয়ে জীবন ছুটে চলে অনবরত সামান্য একটু স্বস্তির জন্য! মূল্যায়ন বড় অদ্ভুদ চোখ বন্ধ করে খাতায় অংক কষে। দিন রাত্রির ঘানি টানার মূল্য চাওয়া পাওয়ার দোলায় দুলে ছিড়ে ফেলতে চেয়েছি পারিনি এই স্বাভাবিকতা ভাঙতে পারিনি প্রথা ভালো আর মন্দের সংঘর্ষে ক্ষয়ে যাচ্ছে পার্থিব পৃথিবী!

আমি সেই মানুষ এখনো দানব পুষি হিংস্রতাই আমার চরিত্র! আদর করে কেউ কাছে ডাকলে পিছন থেকে আঘাত করি বিশ্বাসের ঘরে আগুন জ্বালাই মহুর্তে আনন্দে উল্লাস করি জীবনের পরাজয়ে ধ্বংস লীলায় সুখ খুঁজি অদ্ভুত আমি অদ্ভুত আমার মনুষ্যত্ব ক্ষমা করো পৃথিবী! ক্ষমা করো আমায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.