নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

শেষ হয়নি অপেক্ষার

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫



চোখের আড়াল হয়েছ যদিও মনের আড়াল নয়,
এত যারে ভালোবাসি সে কিভাবে মনের আড়াল হয়?
মাটির গন্ধ ভরা সেই পথে বুনো ফুল ফোটে যেথা,
হাঁসের ছানারা হেঁটে যায় যেই পথ ধরে আজও সেথা;
ধীর পায়ে কেউ হাঁটে আর শুধু খুঁজে ফেরে দিনমান,
প্রিয় মুখটিকে; ব্যাকুল হৃদয়ে পেতে স্পর্শের ঘ্রাণ।
সকাল, দুপুর, বিকেল গড়িয়ে গোধূলির রঙে যবে,
চরাচরে নামে ক্লান্ত সন্ধ্যা তখনো বসে নীরবে;
উৎসুক চোখে এদিক-সেদিক চেয়ে চেয়ে ভাবে হায়!
আরাধ্য সেই অপরূপা আজ দেখা দিক নিরালায়!
এভাবে কি কেউ হারায় কখনও জানি না কেমন করে,
এত নিষ্ঠুর হয়েছিল; কেন এত দূরে গেল সরে?
দিন-মাস গেল, বছর ফুরোলো একটি ক্ষণের তরে,
ভুলতে পারিনি তার সেই মুখ হৃদয়ে রেখেছি ধরে।

শুভ্রা নামের সেই অপরূপা কোন এক শুভক্ষণে,
দিয়েছিল দেখা, বিস্ময়ে মন নেচেছিল শিহরণে!
ব্যস্ত পায়ে সে এসেছিল তাই আমাকে হঠাৎ দেখে,
লজ্জিত স্বরে উঠেছিল বলে কন্ঠে মাধুরি মেখে;
মাফ করবেন- পথ গেছি ভুলে রায় বাড়ি যাবো বলে,
সকালে হাঁটতে বেরিয়ে এতটা পথ যে এসেছি চলে।
শুনেছি এদিকে কোন এক স্থানে বিরাট দিঘিতে নাকি,
বছরের এই সময়টাতেই আবীরের মাখামাখি?
দেখাবেন আমায় সেই দিঘি, লোকে বলে শুনি ঘটা করে;
পুরো দিঘি নাকি গোলাপি রঙের শাপলায় ওঠে ভরে?
যদি চেনা থাকে সেই দিঘি তবে চলুন আমায় নিয়ে,
রায় বাড়ি আর যাবো না এখন দিঘিটাই দেখি গিয়ে।

মুগ্ধ নয়নে চেয়ে দেখেছিনু অপরূপা সেই মুখ,
সলাজ হাসিতে ভীরু চাহনি; তা দেখে ভরেছিল বুক।
ভোরের প্রথম সোনালি কিরণে লাগছিল যেন তারে,
অপ্সরা নেমে এসেছে; স্বর্গ হতে মর্ত্যের দ্বারে।
সচকিত হই হঠাৎ, এ মুখ কোথায় দেখেছি যেন;
এত পরিচিত, এতটা আপন মনে হয় তারে কেন?
বিস্ময়ে উঠি চমকে, স্বপ্নে প্রতিদিন দেখি যারে;
আমার স্বপ্নে প্রতিটি রাত্রে হানা দেয় চুপিসারে,
এ তো সেই মুখ; কপালের পাশে কাটা দাগ দেখে বুঝি,
দিনরাত যারে শয়নে-স্বপনে অবচেতনেই খুঁজি।
পৃথিবীটা যেন সেজেছিল রঙে শুধু তার আগমনে;
আহ্, সে কী রূপ! গড়েছেন বুঝি প্রভু তারে সযতনে।
বিহবল আমি তার পানে চেয়ে নির্বাক-নিশ্চুপ;
অপার্থিব এক খুশিতে চেতনা পাচ্ছিল যেন লোপ।

প্রথম দেখায় ভালোবাসা বুঝি একেই বলে; কী জানি?
শুধু জানি, মনে ছিল না সে ছাড়া স্বস্তি একটুখানি।
কত কথা আর কতনা সময় কাটিয়েছি একসাথে,
চিরতরে তার হাত দুটি ধরে রাখতে চেয়েছি হাতে।
একদিন বলে- চাইলেই কেউ পারেনা কখনও জেনো,
যাকে ভালো লাগে তার সাথে ঘর বাঁধতে; কথাটি মেনো।
আমি আজ চলে যাব চিরতরে তোমার পৃথিবী হতে,
অনেককিছুই চাইলেই পাওয়া যায় না তো এ জগতে।
ভালো থেকো তুমি, শুধু মনে রেখো হয়েছে তোমার জয়;
তোমার শুভ্রা তোমাকে কখনও ভুলবে না নিশ্চয়।

সে গিয়েছে চলে রাখতে পারিনি ধরে তাকে চিরতরে,
তার পথ চেয়ে আজও হাঁটি আমি মেঠো সে পথটি ধরে।
জানি না আবার পাবো কি না দেখা সেই সে অপরূপার,
তবুও আশায় বুক বেঁধে; শেষ হয়নি অপেক্ষার।

ইতি- অরণ্য।

উৎসর্গঃ ব্লগার 'নীল মনি'কে; যার একটি লেখার (Click This Link) অনুপ্রেরণায় এই ক্ষুদ্র প্রয়াস।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
আমি এক গ্রামে দেখেছিলাম পুরো দীঘি শাপলা দিয়ে ভরা।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আপনি ফটোগ্রাফি করতে গিয়ে আরও অনেককিছুই হয়ত দেখে থাকবেন। আপনার অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ এটা অনস্বীকার্য।

ভালো থাকুন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। আপনার কবিতার বিশাল কালেকশনের তুলনায় আমারটা নস্যি। প্রশংসা ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

নজসু বলেছেন:


মনটা ছুঁয়ে গেলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন। মন্তব্য অনুপ্রেরণা হয়ে রইল।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

করুণাধারা বলেছেন: আপনার কবিতা পড়লাম, তারপর নীলমণির লেখা, তারপর আবার আপনার কবিতা। দুজনেই লেখাই খুব ভালো হয়েছে!

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বরাবরই আমার লেখার সহৃদয় পাঠক। যাদের মন্তব্য পাওয়া মানে অন্যরকম কিছু পাওয়া। দুটো লেখাই পড়েছেন জেনে খুবই আনন্দিত হলাম। শুভকামনা সবসময়।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




যে চলে যেতে চায় তাকে কেউ ধরে রাখতে পারে না ।

সুন্দর ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হয়ত কারো কারো অপারগতা থাকে, যে কারণে চলে যেতে বাধ্য হয়। তবুও কেউ চলে গেলে মনে যে হাহাকারের সৃষ্টি হয় সেটা কখনও পূরণ হয় না।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাইলেই কেউ পারেনা কখনও জেনো,
যাকে ভালো লাগে তার সাথে ঘর বাঁধতে; কথাটি মেনো।

................................................................................
মানতেই যে চাই তবুও মন যে মানে না মানা
.................................................................................

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! সত্যিই বলেছেন। মনকে মানানো অনেকসময় অসম্ভব হয়ে যায়। তবুও মেনে নিতেই হয়।

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখায় লাইক। আমাদের অরন্য ও শুভ্রার জন্য শুভকামনা।


নিলমনি তো লক্ষী মেয়ে। সে কোথায় ডুব দিলো?? :(


২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী খবর ভাই? কেমন আছেন? পড়েছেন ও লাইক দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা। নীল মনি হয়ত ব্যস্ত। তা আপনার খবর কী? হিরোইন হান্ট কি এখনও চলছে? :)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভায়া।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা !! দারুন নিবেদন। কবিতায় মুগ্ধতা ++++


শুভ কামনা প্রিয় সম্রাট ভাইকে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপ্লুত হলাম প্রিয় পদাতিক ভাইকে দেখে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতাটি আবার পড়লাম.... এক কথায় কবিতাটি অসাধারণ!!!

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বলেন ভাই? অসাধারণ কবিতা আপনিও কম লিখেননি। আপনার কবিতাগুলোও একেকটা মাস্টারপিস। আবার পড়েছেন জেনে খুবই ভালো লাগল। ভালো থাকুন।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট,




সুন্দর একটি কাহিনী কাব্য। বেশ আবেগী ঢংয়ে লেখা ।
এ যেন এক শোকের কবিতা....................
বিচ্ছেদের করুন হোমবহ্নি হতে
শুভ্র এক মুরতি ধরি , জানি একদিন
দেখা দিয়ে যাবে লাল শাপলা ফোটা প্রাতে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বরাবরের মতই অসাধারণ আপনার মন্তব্য! এত সুন্দর করে মন্তব্য করাটা আপনাকেই মানায়। আপনার মন্তব্যে বুকটা ভরে গেল।

লাল শাপলা ফোটা প্রাতে যদি সে দেখা দেয় তাহলে অবশ্যই বিচ্ছেদের সমাপ্তি হবে।

আপনার জন্য শুভকামনা অফুরান।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আবার এলাম । কি একটা মনে হলো ফেলে এসেছি । এসে দেখলাম পোস্টে লাইকটা করা হয়নি । এবার অবশ্য আর কোনো ভুল হয়নি। হা হা হা।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। আপনি সত্যিই খুব আন্তরিক পদাতিক ভাই। ফিরে এসে নতুন করে লাইক দেয়ার জন্য একরাশ শুভকামনা।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

জাহিদ অনিক বলেছেন: আহা শুভ্রা- আহা অরণ্য !


আমার মনে মানে না- ওগো সজনী।
দিনও রজনী- আমার মন মানে না।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সবসময়।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: হায় !! হায়!!!


আজকাল আমার কথা পাবলিক বিশ্বাস করে না! :(


এখন থেকে কবিতার সমালোচনা করা লাগবে, আজ যদি তাইও করি তারপরে বলবো, মনে ধরার মত একখানা কবিতা লিখেছেন।


ছেঁকা খেয়ে বেঁকা হয়েছেন, যে বীর তার নাম- “শাহরিয়ার কবীর”। তার কবিতা একেকটা মাস্টারপিস --- কথাটা চরম বিনোদন ! X((

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। ভাই আপনার কথা মেনে নিলাম। আমার কবিতা যদি মনে ধরার মত হয়ে থাকে তাহলে তার সবটুকু কৃতিত্ব আপনাদের মত মনোযোগী পাঠকদের। আপনার জন্য ২০১৯ সালের শুভকামনা। :)

আপনার চরম বিনোদনের কথায় হঠাৎ মনে পড়ল আমাদের সকলের বিনোদনবন্ধু দার্শনিক কুঁড়ের বাদশাকে অনেকদিন ধরে দেখছি না। :) কোথায় যে ডুব দিলেন বাদশা ভাই। তাঁর ওস্তাদ অয়ন ভাইকেও অনেকদিন থেকে মিস করছি। আর তাঁর বন্ধু হাফসা আপুকেও খুব মিস করছি। তাঁরা তিনজনই ফিরে আসুন এই কামনাই করি।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

শিখা রহমান বলেছেন: সম্রাট কত্তোদিন পরে আপনার কবিতা পেলাম। কি দুর্দান্ত একটা কবিতা!! এমন সুন্দরের জন্য অপেক্ষাও সার্থক।

পুরো কবিতাটা অনেকগুলো দৃশ্যকল্প তৈরী করেছে। কবিতায় এমন গল্প বলা সহজ নয় মোটেও। দ্বিতীয় আর শেষ স্তবকটা বেশী ভালো লেগেছে।

শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন কবিতায় আর ভালোবাসায়। আরো কবিতার অপেক্ষায় থাকলাম কবিসম্রাট।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কয়েকদিন আপনাকে দেখলাম না। ভালো আছেন তো? আমার এই হাবিজাবি লেখাকে দুর্দান্ত কবিতা বলে আমাকে সত্যিই লজ্জায় ফেলে দিলেন। আপনার কবিতাগুলোর তুলনায় এটা আগাছা ছাড়া আর কিছুই না। তারপরও আপনার অকপট প্রশংসা মাথা পেতে নিলাম।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন সবসময়।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব বলেছেন: অসাধারন কবিতা............++

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার। আপনার কবিতাগুলোও দারুণ হয়। বিশেষ করে কুরআনের ভাবানুবাদের সনেটগুলো। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখকবলেছেন: কী খবর ভাই? কেমন আছেন? পড়েছেন ও লাইক দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা। নীল মনি হয়ত ব্যস্ত। তা আপনার খবর কী? হিরোইন হান্ট কি এখনও চলছে?



খবর ভালো। আছি ভালো। (বাস্তবে কিছুটা চাপে আছি):(
সামনে নির্বাচন, হিরোইন টপিক আপাতত স্টপ।



[আপনারা কবি সমাজ খালি প্রেম নিয়ে পড়ে থাকেন। কাজী নজরুলের মত দু-একটা প্রতিবাদি কবিতা লিখতে পারেন না?]

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথমত- এখন প্রেমেরই বয়স তাই প্রেমের কবিতাই প্রাধান্য পাবে। :P দ্বিতীয়ত- বিদ্রোহী কবিতার পাঠক আপনার মত হাতেগোনা দু'একজন থাকলেও খুব বেশি নেই। তাই আপাতত সেটা বাদ। তৃতীয়ত- বিদ্রোহী কবিতা লিখে কখন আবার কার রোষানলে পড়ে
যাই আর সরকারের অতিথি হতে চৌদ্দশিকের ভিসা এসে যায় কে বলতে পারে? :P জাস্ট ফান।



১৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

* ১টি প্রশ্ন: কবিতাটি লিখতে কত দিন লাগল?

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ সুমনদা। আর কবিতাটা লিখতে তিনটি সেশন লেগেছে। এই ধরুন ঘন্টা ছয়েক। একটানা লিখলে সময় কম লাগে।

শুভকামনা রইল।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

ঝিগাতলা বলেছেন: অসাধারন..........

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল । পড়ে তৃপ্ত পেলাম। :)

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে পেয়ে আমারও খুবই ভালো লাগল। পড়ে তৃপ্তি পেয়েছেন জেনে উৎসাহিত হলাম।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

জুন বলেছেন: ভালোবাসার আকুতি পুরো কবিতার শরীর জুড়ে সম্রাট ইজ বেষ্ট।
অনেক ভালোলাগা রইলো
+

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর করে মন্তব্য করেছেন আপু। আপনার মন্তব্যটা আমার জন্য অনেক পাওয়া। উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সবসময়। ভালো থাকুন।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা জানিয়ে গেলুম....

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম! আপনার কিছু লেখা আমি পড়েছি; হয়ত সময়াভাবে তেমন করে মন্তব্য করা হয়নি। আপনি নতুন হলেও খুব ভালো লিখেন। কবিতা পড়ে প্রতিক্রিয়া দিয়েছেন এ আমার পরম পাওয়া। আপনার প্রশংসাপূর্ণ মন্তব্যের জন্য আমার পক্ষ থেকেও মুগ্ধতা ও একরাশ শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবসময়।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: বেশকিছুদিন পর আপনার কবিতা পড়লাম । খুব ভালো লিখেছেন । +++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। কবিদের প্রশংসা সবসময়ই অনেক বেশি উপভোগ্য। আর আপনার প্রশংসাপূর্ণ মন্তব্য তাতে নতুন মাত্রা যোগ করেছে। খুঁজে বের করে পড়েছেন জেনে গর্বে বুক আধহাত ফুলে উঠল।

অশেষ শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন সবসময়।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

রাকু হাসান বলেছেন:

কবিতায় জসীম উদ্দিনের আলতো ছোঁয়া পেলাম। আরও কিছু বলার ছিলো । দুঃখ প্রকাশ করছি ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বলেন! আমার মত অপদার্থের কবিতায় পল্লীকবির ছোঁয়া!! ঘোর লেগে গেল!!! একটু বেশি হয়ে গেছে ভাই। খুবই লজ্জিত হলাম।
তবে আপনার প্রশংসাটাও মাথা পেতে নিলাম। এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস্‌।

আরও কিছু বলার ছিলো । দুঃখ প্রকাশ করছি ।

এই অংশটুকু বুঝতে পারিনি। কী বলার ছিল? বলতে কি কোনরকম বাধা বা প্রতিবন্ধকতা ছিল? আর দুঃখ প্রকাশ করার কী আছে? আমি সত্যিই বুঝতে পারিনি। যদি সম্ভব হয় বিস্তারিত বলার জন্য অনুরোধ রইল।

আপনার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

নজসু বলেছেন:


আপনাকে অনেকদিন দেখছিনা। :(
আশা করি ভালো আছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন। আপনি আমাকে খুঁজেছেন জেনে যারপরনাই খুশি লাগছে। আপনার আন্তরিকতা সবসময় মনে থাকবে। আসলে পুরো এক হপ্তা ছুটিতে ছিলাম। লোনাপানিতে গোসল করে এলাম। তাই আপনাদের সাথে থাকতে পারিনি। এখনও বেশ বিজি। মনে রেখেছেন সেজন্য আবারও ধন্যবাদ ও শুভকামনা।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

বলেছেন: অনেক অনেক ভালো লাগলো --------

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। শুভকামনা সবসময়।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৩

কালীদাস বলেছেন: ইয়ো সম্রাট!! খবর কি?
কবিতা মাশাল্লাহ মুঘল সালতানাদের প্রেম কাহিনীর মত হয়েছে B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেমন আছেন আপনি? মাঝখানে মনে হয় অনেকদিন ছিলেন না। অবশ্য আমিও অনিয়মিত ছিলাম। আবারও আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আফটারঅল আপনার মত একজন আন্তরিক মানুষকে খুবই মিস করছিলাম। আশা করি ভালো আছেন!

ভাই কবিতা কেমন হয়েছে সেটা আপনাদের মত বিদগ্ধ পাঠকরাই বিচার করবেন; তবে আমার কাছেও অতটা খারাপ লাগেনি। হা হা হা।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

উৎসর্গ যার জন্যে তার জন্য শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি! আপনার জন্যও শুভকামনা সতত। ভালো থাকুন।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমরা কি আন্দোলনে নামবো?
পুরো একমাস হয়ে গেলো আপনার কোন লেখা নেই! ;(

ভাল আছেন তো?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে নাহ্! আন্দোলন করার আর সময় কই? নির্বাচন একেবারে মাথার ওপর এসে গেছে। :)

হ্যাঁ ভাই। একমাসের বেশি হয়ে গেছে। আসলে আমি একটু ব্যস্ত, উপরন্তু অলসতা তো আছেই। তাই পোস্ট আসছে না। আশা করি তাড়াতাড়িই পাবেন। আর আমার মত অধমকে স্মরণে রেখেছেন আর খোঁজখবর নিচ্ছেন দেখে আনন্দে বুক ভরে গেল।

আলহামদুলিল্লাহ্! আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি ভালো আছেন তো?

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই তো আলহামদুলিল্লাহ চমৎকার আছি। ব্লগার পুনর্মিলনী অনুষ্ঠানে আসলেন না যে?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগল। আসলে আমি ঢাকার বাইরে থাকি আর একটু ব্যস্তও ছিলাম। তাই ব্লগার পুনর্মিলনী অনুষ্ঠানে আসা সম্ভব হয়নি। আশা করি সামনের এ ধরনের যে কোন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারব।

শুভকামনা রইল।

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভালো লাগল। ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখিত প্রামানিক ভাই! উত্তর দিতে দেরি হয়ে গেল। পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

নীল মনি বলেছেন: অনেক এবং অনেক দেরি হয়ে গেল আপনার পোস্টে মন্তব্য করতে। আমার লেখার চেয়েও হাজার গুণে সুন্দর হয়েছে আপনার রচিত কবিতা। আমাকে লেখাটি উৎসর্গ করেছেন আলহামদুলিল্লাহ্‌ । কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে অনেক দোয়া।

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দেরি হলেও আপনার আন্তরিকতাপূর্ণ সুন্দর মন্তব্য পেয়ে মনটা খুশিতে ভরে গেল। আপনার লেখার তুলনায় আমার ছাইপাঁশ এলোমেলো লাইনগুলো কিছুই না। তারপরও প্রশংসা করেছেন সেজন্য কৃতজ্ঞতা। অনেকদিন পর ব্লগে আপনাকে দেখলাম। আশা করি ভালো আছেন! আপনার লেখা অনেকদিন থেকে মিস করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.