নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সায়েন্স, টেকনোলোজী, দেশ, জাতি নিয়ে আমাদের যা জ্ঞান, চাঁদে যাওয়া হবে না

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৬



মানুষ এখন চাঁদ সম্পর্কে মোটামুটি সবই জানে; তারপরও কেন এখনো কিছু কিছু জাতি চাঁদে যাচ্ছে? এসব জাতি ইউনিভার্স সম্পর্কে আরো জানতে চাচ্ছে, সায়েন্স ও টেকনোলোজীকে আরো উঁচু লেভেলে নিতে চাচ্ছে। সায়েন্স, টেকনোলোজী ও ইন্জিনিয়ারিং'এ যেসব জাতি উৎকর্ষ লাভ করেছে, তারা নিজেদের জ্ঞানের সন্মিলিত প্রয়োগ ক্ষমতাকে আরো উঁচু লেভেলে নেয়ার জন্য, উহাকে অর্গেনাইজ করার জন্য ও পরীক্ষা করে দেখার জন্য চাঁদে অভিযান।

ভারত চাঁদে যাবার পর, গতকাল বাংগালীরাও আশা প্রকাশ করেছেন যে, তারাও একদিন চাঁদে যাবেন। জাতির অবস্হা এখন যেমন আছে, এই অবস্হা থাকলে জাতি চাঁদে যাবার দরকার হবে না; যদি এর থেকে খারাপের দিকে যায়, জাতি চাইলেও যেতে পারবে না; জাতির অবস্হা এর থেকে ভালোর দিকে গেলে, চাঁদে যাবার মতো অবস্হানে পৌঁছতে যত বছর সময় লাগবে, তখন চাঁদে গেলে, সবাই হাসবে।

আমি মানুষকে "প্রশ্নফাঁস জেনারেশন"এর সদস্য বলায় অনেকেই আমার উপর ভয়ংকরভাবে ক্ষিপ্ত; এডমিন সাহেবের পোষ্টের (গতকালের ) শেষের দিকে ২ জন ব্লগার আমাকে ব্যান করে রাখার পক্ষে মতামত দিয়ে ২টি বড় কমেন্ট করেছেন। কিন্তু "প্রশ্নফাঁস" ডাক্তার, ইন্জিনিয়ার ও রাজনীতিবিদরা ইতিমধ্যেই জাতির জন্য বিশাল সমস্যায় পরিণত হয়েছে, তা আপনারা বুঝতেছেন, নাকি বুঝতেছেন না? সেই ২ জনের মন্তব্যের বপু দেখলেই বুঝা যায় যে, এঁরা নিজকে সহজে প্রকাশ করতে জানেন না; কিছু বলতে অনেক বাক্যের দরকার হয়, দক্ষতার লেভেল খুবই নীচু।

গত ২০ বছর, গ্রামের স্কুল ও কলেজগুলোতে সায়েন্স বিভাগে ছাত্র কমে আসছিলো; সায়েন্সের প্রতি জাতির টান কম; সায়েন্স পড়তে কষ্ট আছে: ফিজিক্স, কেমেষ্ট্রি, অংক, বায়োলোজী একটু অপেক্ষাকৃতভাবে কঠিন বিষয়। কিশোর ছেলেরা যখন এগুলো পড়ে, তাদের জ্ঞান বাড়ে; কিন্তু দেশের ও সমাজের এমন অবস্হা, কিশোরেরা এগুলো পড়ার জন্য উৎসাহী হয়নি।

এডমিন সাহেবের পোষ্টে যেই ২ জন আমার বিপক্ষে আধা পৃষ্টা লম্বা মন্তব্য করেছেন, ওঁরা ২ জন সায়েন্সের ছাত্র নন। ১ হয়তো সায়েন্সের ছাত্র হতেও পারেন; তবে, তিনি পড়ালেখায় ভালো ছিলেন না; মনে হচ্ছে যে, ধারণাশক্তি খুবই দুর্বল। সায়েন্সের ছাত্ররা চাঁদে যেতে চাইবেন; মাদ্রাসার ছাত্র, কমার্সের ছাত্র কিংবা রাজনীতির ক্যাডারেরা চাঁদে যাবার কথা ভাববে না কোন সময়।


মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৩

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশ বহু বছর আগেই চাঁদের মাটিতে পা রেখেছে ২০১২/১৩ সালে। সারাদেশের মানুষ সাক্ষী। ;)

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা শিক্ষা, জামাত-হেফাজত টাইপের জনসংখ্যা জাতিকে কম-জ্ঞানের জাতিতে পরিণত করছে।

২| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ১। যারা চায় না আপনি কমেন্ট ব্যান মুক্ত থাকুন তাদের সমস্যা হলো- তাঁরা রাজাকার মানসিকতার মানুষ।

২। আমরা চাঁদে যেতে না পারলেও আমরা মসজিদ আর মাদ্রাসা এবং দূর্নীতি দিয়ে বিশ্বে এক নম্বরে থাকিব।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:




আমার চোখের সামনে ভারতের ছেলেমেয়েরা লেখাপড়ার দিকে গেলো; আর, আমাদের সরকার প্রাইভেট ইউনিভার্সিটি ও মাদ্রাসা করার অনুমতি দিলো।

৩| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৭

আমি নই বলেছেন: গাজী সাহেব, চাদে যাওয়া নাকি জনগনের জীবন মান উন্নয়ন কোনটা বেশি জরুরী মনে করেন? (প্রশ্ন করার কারন প্রচুর অর্থের ব্যাপার থাকে)

আমার কাছে তৃতীয় বিশ্বের দেশের জন্য এটা ঘোড়ারোগ মনে হয়।

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



জনগণের জীবনের মান উন্নয়ন করাই বেশি জরুরী!
জনগণের জীবন মান উন্নয়ন কে করতে পারবেন, জ্ঞানী লোকজন, নাকি কমজ্ঞানী লোকজন?

৪| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৩

জাহিদ অনিক বলেছেন: ব্যানমুক্ত হওয়ায় শুভেচ্ছা

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ কবি।

আমার "চাঁদগাজী" নিকটাকে ব্যান করা হয়েছে, সেটাকে ব্যানমুক্ত করেনি। এই নিকটাকে কমেন্টব্যান করা হয়েছে, ইহা কমেন্টব্যানে আছে।

৫| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৫

আমি নই বলেছেন: জনগণের জীবন মান উন্নয়ন কে করতে পারবেন, জ্ঞানী লোকজন, নাকি কমজ্ঞানী লোকজন?

দেশপ্রেম থাকলে কমজ্ঞানীও ধিরে ধিরে হলেও জীবন মান উন্নয়ন করতে পারবে কিন্তু দেশপ্রেম না থাকলে জ্ঞানীরা আরো বেশি চুরির খাত বের করবে (প্রমানিত)।

২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



শুধুমাত্র জ্ঞানীদের দেশপ্রেম কাজ দেবে, অজ্ঞানীর দেশপ্রেম একটা গুণ, তবে উহা সাহায্য করবে না।

৬| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: জ্ঞান বিজ্ঞান নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই। যাদের পয়সা আছে তারা টাকা দিয়ে নিজেদের মতো করে প্রাইভেটে পোলাপান মানুষ করার চেষ্টা করছে।
বর্তমানে মানুষ করা মানে যেটা চলছে সেটা হল টিকটক টাইপ কাজ দিয়ে পয়সা কামানো, কিংবা ইউটিউব ফেইসবুক ইউজ করে পয়সা কামানো, কিংবা সেলোয়ার কামিজ অনলাইনে সেইল করা টাইপ কাজকারবার
রাজনীতির সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্য হল ৫বছর মেয়াদি লুটপাট করা
যার ফলে হিরো আলমরা সেইল ইর বেটি হয়ে বুদ্ধিজীবি হবার দাড়প্রান্তে
এসব করেতো আর চাঁদে যাবার টেকনলজি আয়ত্ব হবেনা, বড়জোর ছাদে যেতে পারবে।

২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



জাতির জ্ঞানের লেভেল, শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নীচু মানের শিক্ষা, প্রশ্নফাঁস, নবীনদের ব্যক্তিত্বের অভাব, ইত্যাদি আমাদের উন্নয়নের পক্ষে বড় বাধা; এরপরআছে ব্যুরোক্রেটদের ষড়যন্ত্র।

৭| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মোগল সম্রাট বলেছেন:


গত পঞ্চাশ বছরে জাতি যাদের পয়শা খরচ করে মেধাবী বানায়েছে তারা দেশ থেকে পলায়েছে বিলাসি জীবনের টানে আর বেশি বেশি মাল-পানি কামানোর ধান্দায়। অথচ তাদের নুন্যতম কৃতজ্ঞতা থাকলে এটা হতো না। বঙ্গবন্ধু বলেছিলো "তোমরা যাদের টাকায় আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা আমার দেশের কৃষক, মজুর। অথচ সে কথা কেউ মনে রাখেনি। প্রশাসনে, রাজনীতিতে, সবখানে আজ তারা থাকতে পারতো।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:




শিক্ষা দেয়ার পাশাপাশি চাকুরী সৃষ্টি করতে হয়।

৮| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: চট্টগ্রামের বেতবুনিয়ায় অনেক আগে একটা ভু উপগ্রহ কেন্দ্র ছিল তার কাজ কি ছিল জানেন কিছু ? জানা থাকলে জানাবেন কাইন্ডলি। সেটা এই উপমহাদেশে প্রথম ছিল কি ?
এই প্রশ্নের জন্য আবার আমাকে কোন রকম উপাধীতে ভুষিত কইরেন্না #:-S

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



ওটা টেলিকম্যুনিকেশন'এর সিগন্যাল রিসভার/জেনারেটর; মনে হয়, বিদেশী কোন স্যাটেলাইট'এর রিসিভার।

৯| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

নূর আলম হিরণ বলেছেন: আপনাকে যে ভুলে বা নীতিমালায় কমেন্ট ব্যান করে রেখেছে, ঠিক সে রকম ভুল ও নীতিমালা ভঙ্গের জন্য বাকি কয়েকজনকে ব্যান করা হয়নি। তারা নির্দ্বিধায় এখনো কমেন্ট করে যেতে পারছে, এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটু লাগে।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



এডমিন সাহেব উনার পোষ্টের (গতকালের ) শুরুতে বলেছেন যে, কিছু ব্লগার উনাকে "চাপ" দিয়েছিলো আমাকে ব্যান করার জন্য।

১০| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশে স্পারসো কাজ করে মুলত স্যাটেলাইট এবং মহাকাশ সম্পর্কিত প্রযুক্তি ও বিজ্ঞান, বেশিরভাগ কাজ শুধুমাত্র আবহাওয়া আর কৃষি ভিত্তিক।
স্পারসোর মুলকাজই আবহাওয়া ও কৃষিভিত্তিক ভু বিজ্ঞান। ১৯৭৪ এ বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র তৈরি হওয়ার কয়েক বছর পর স্পারসো শুরু হয়েছিল আমেরিকার নাসার ল্যান্ডস্যাট সেটেলাইট ও বেদবুনিয়া গ্ৰাউন্ড স্টেশন এর মাধ্যমে কৃষি মানচিত্র নির্মান ও বিনিময়ের মাধ্যমে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের কাজ করছে স্যাটেলাইট, বিমান ও ড্রোনের মাধ্যমে ডাটা তথ্য কতটুকু ফসল হবে, তার একটা এস্টিমেশন দেওয়া। এগ্রোফরেস্ট্রি বা ওশেনোগ্রাফি নিয়ে কাজ করা। রিমোট সেন্সরিং এর মাধ্যমে ভূট্টা বা ধানের রোগ টোগ হয়েছে কি না, সেইটা নির্ধারণ করার চেষ্টা করা।

চাঁদে রকেট পাঠানোর চেয়ে বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে এসব কাজ বেশি দরকার।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



জাতি কি করবে না'করবে, সেটা আপনি ঠিক করে দিয়েন সব সময়।

১১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: যে জাতির সবাই মিলে একটা নির্বাচন ব্যবস্থা ঠিক করতে পারে না তারা যাবে চাঁদে? নবী যেমন চাঁদে কে দুই খন্ড করেছিলো জাতি আজ দুই খন্ডে বিভক্ত।এক অংশ বলছে চাঁদ দুই খন্ড হয়েছিলো আরেক অংশ বলে হয় নাই।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



জাতিকে তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে দেয়নি মিলিটারী ও ব্যুরোক্রেটরা মিলে।

১২| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশ চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে।

আপনি এটুআই-এর দেওয়ান হুমায়ুন কবির স্যারের সাথে কথা বলুন, প্লিজ।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:


স্যাটেলাইট হলো, যা গ্রহ বা উপগ্রকে কেন্দ্র করে ঘুরে, তথ্য সংগ্রহ করে পাঠায়, সিগন্যাল ডিষ্ট্রিবিউট করে! চাঁদের কি ইনফরমেশন বাংলাদেশের দরকার?

১৩| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

নাসার বর্তমান চিফও কোন বিজ্ঞানী নয় এমনকি লেখাপড়ায় বিজ্ঞানের ছাত্রও নয়।
উনি ওকালতি পাশ করে ফ্লোরিডা বার এসোসিয়েশনের মেম্বার হয়ে ওকালতি করতেন। পরে রাজনীতি শুরু করেন। সিনেটর হয়েছিলেন। উনার নিয়োগও হয়েছে অন্যান্য এডমিনদের মত রাজনৈতিক বিবেচনায়।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



উনি এডমিনিষ্ট্রেটর, কাজ করছে বিজ্ঞানীরা ও ইন্জিনিয়ারেরা। সায়েন্টিফিক ও ইন্জিনিয়ারিং কাজ করার জন্য উঁচু লেভেলের টেকনিক্যাল টিম থাকতে হবে।

১৪| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:

ওকালতি পাস করে নাসার বর্তমান এডমিনিষ্ট্রেটর হতে পারলে
তাহলে বাংলাদেশে স্পারসো এডমিনিষ্ট্রেটর কৃষিবিদ হয়ে কি দোষ করলো?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



জাতির জ্ঞানের লেভেল, ইউনিভার্সিটির শিক্ষকদের রিসার্চ'এর লেভেল, এষ্ট্রোনোমির অভাব, অংকের লোকের অভাব, ইন্জিনিয়ারের অভাব, নভোযানের ইন্জিনিয়ারিং শুন্য অভিজ্ঞা হিসেবে করলে, আমরা এখনো গাড়ী বানানোর লেভেলে নেই।

১৫| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
স্যাটেলাইট হলো, যা গ্রহ বা উপগ্রকে কেন্দ্র করে ঘুরে, তথ্য সংগ্রহ করে পাঠায়, সিগন্যাল ডিষ্ট্রিবিউট করে! চাঁদের কি ইনফরমেশন বাংলাদেশের দরকার?
=============================================

বাংলাদেশের মানুষ এম,টি,এফ,ই নামক এপে ইনভেস্টমেন্ট নিয়ে ব্যস্ত, বহুত কাঁচা পয়সা ঢালছে মানুষজনে। তাদেরকে চাঁদে পাঠাতে কত খরচ লাগবে তা জানতে চাচ্ছে সরকার, হয়তো।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



পড়ালেখার খরচকে আকাশচুম্বী করে সরকার ও ব্যুরোক্রেটরা ভয়ানক অপরাধ করছে।

১৬| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১:৩৯

চারাগাছ বলেছেন:
এই ব্লগে অনেক বিজ্ঞান পড়ুয়া আছে।
যাদের কেউই আল্লাহ ছাড়া ভাবতে পারে না।

আপনার কমেন্ট বক্স এবং আমার পোষ্ট দেখলে বুঝতে পারবেন।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:


ওরা স্পেশাল, আল্লাহ ওদেরকে নিজ হাতে বানায়েছে।

১৭| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৮

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে যথেষ্ঠ প্রতিভাবান আছে তারা তাদের প্রতিভার সাক্ষর রাখছে । কিন্তু সমস্যা হলো আমাদের দেশে কোন সেই রকম জ্ঞ্যানী পৃষ্ঠপোষক নাই যারা আছে তারা হাত তালি মারা পার্টি । কিছুদিন হাত তালি আর মিষ্টি কথা বলবে তারপর এদের ভুলে যাবে এর পরেও কেউ যদি দাঁড়িয়ে যায় তাকে বিভিন্ন ভাবে হ্যারাস করে দেশ ছাড়া করবে নতুবা এমন ভাবে সাইডে ফেলে দিবে যাতে তার পক্ষে উঠে আসা সম্ভব না হয় ।

আমার মনে পরে অনেক আগে একজন সম্ভাবত চট্রগ্রামের এক ব্যাক্তি পানি দিয়ে গাড়ি চালাবার প্রযুক্তি আবিষ্কার করে ছিলেন । এটা নিয়ে অনেকেই হাত তালি দিয়ে ছিলো । কিছু আবাল শ্রেনী বাজে মন্তব্য করে ছিলো । এর পর আর সেই ব্যাক্তি বা তার আবিষ্কার নিয়ে আলোচনা হয় নাই । অথচো আজ দেখুন বিশ্বের তাবড় তাবড় অটমোবাইল কম্পানি পানি দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে এবং সফল হয়েছে কিন্তু সেই পদ্ধতি আমাদের হাতে অনেক আগেই এসেছিলো ।

এক ব্যাক্তি সাইকেল পানি তে চালিয়ে ইত্যাদি তে দেখিয়েছিলো । তারপর তার সম্পর্কে আর কোন খোঁজ নাই । অথচো দেখুন এখন বিশ্বে অনেক দেশ সাইকেল কে কি ভাবে পানিতে চালানো যায় তার এ্যাডভান্স প্রযুক্তি আনছে । অথচো প্রযুক্তি জ্ঞান আমাদের কাছে ছিলো । এমন আরো আছে।

আপনার উক্তি ওটাও ঠিক বাংলাদেশে এই মূহুর্তে বেশ বড় একটা প্রজন্ম আছে যারা প্রশ্ন ফাঁশ জেনারেশান । এর দায় কিন্তু সেই জেনারেশানের নয় দায় বিশেষ এক দলের লোকের যারা বিভিন্ন কোচিং সেন্টারের নামে গোপনে প্রশ্ন ফাঁশ করে তাদের নিজেদের অকম্মা অপদার্থ জাতির জন্য বোঝা ব্যাক্তিদের জাতে তুলেছে (আমার নিজের চোখে দেখা সারাদিন বিশেষ এক রাজনৈতিক ছাত্র গ্রুপের মিছিল আর মিটিং নিয়ে ব্যাস্ত থাকতো কিন্তু পরিক্ষার সময় এদের হাতে আগে থেকেই প্রশ্নের বান্ডিল ও উত্তর থাকতো । আর শিক্ষকদের উপর কড়া আদেশ কোন ভাবেই এদের বিরক্ত করা যাবে না। অথচো আমরা সাধারন ছাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পড়তে মাথার চুল ছিড়ে ফেলে পাশ করেছি) । তো সেই আবাল শ্রেনী তাদের প্রভুদের পা চাটাচাটি তো একটু করবেই তাই প্রশ্ন ফাশ শব্দ শুনলেই নিজের হাড়ির তলানিতে তাদের হাত চলে যায় । গাধার ও বিবেক আছে তো এদের ও সেই বিবেক নাড়া দেয় । তখন না পারে সইতে না পারে কইতে । পারে কাঠাল পাতার জাবড় কাটতে ।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:




আপনার ভাবনাচিন্তা সঠিক আছে।

বিএনপি টাইপের লোকজন ও ছাত্রলীগ পড়ালেখার মুল্য বুঝে না, ইহাতে শেখ সাহেবর নামও আছে। শেখ হাসিনা চাইলে উহা ঠিক করতে পারতেন, কিন্তু তিনিও পড়ালেখের মুল্য বুঝলেন না।

১৮| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে জাতির মাথায়, বেশ কিছু
অল্প বুদ্ধি আর অশিক্ষিত এলিয়েনরা সারা দিন ছড়ি ঘুরায়
আর দিন শেষে পি.এস কে বলে,
আজ কত আয় হলো রে ................................................

...............................................................................
সে জাতির মেরুদন্ড সহজে সোজা হবার নয় ।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার এডমিনিষ্ট্রেশন শেষে বেগম জিয়ার মতো হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.