নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সদস্যপদ না দেয়ার জন্য BRICS\'কে ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৭



বিশ্বের এই ভয়ংকর মেরুকরণের সময়, অন্যদের ঘাঁড়ে চড়ে বাংলাদেশ সরকারের ১৪ ঘাঁটের পানি খাওয়ার চেষ্টা করা সঠিক হচ্ছে না; বাংলাদেশের দরকার নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। BRICS'এ এখন যারা আছে, সবাই মোটামুটি নিজ পায়ে দাঁড়ায়েছে; ধনীর বাড়ীতে মেঝবান খেয়ে নিজের পরিবার চালানো সম্ভব হয় না।

ইউক্রেনের যুদ্ধর ফলে বিশ্বে ক্ষতিকর মেরুকরণ হয়েছে, এই মেরুকরণের কারণে তাইওয়ান নিয়ে নতুনভাবে কিছু ঘটবে; সেটা বিশ্ব পরিস্হিতিকে আরো উত্তপ্ত করবে; বাজারে মারামারি লাগলে মাটির হাঁড়ির বেপারীর কপাল ভাংগে।

শি জিনপিং, পুটিন, কিম, আয়াতোল্লাহ, এরদেগান, মোদী, প্রমুখ ভালো মানুষ নন, এখন এদের বাড়ীতে মেঝবান খাওয়াও সঠিক নয়।

আমাদের প্রাইম মিনিষ্টার বেড়ানোর যায়গা পাচ্ছেন না, মনে হয়; তিনি বেড়াতে চলে গিয়েছিলেন সাউথ আফ্রিকা, BRICS 'এর মিটিংয়ে ( ২২-২৪ আগষ্ট )। ওখানে পুটিন আসেনি গ্রেফতারের ভয়ে; পুটিন এলে, মিটিং'এর সবাই উহাকে হয়তো প্রশ্ন করে বসতো, ইয়েভগিনি প্রিগোজিনের বিমান কিভাবে বিধ্বস্ত হলো? ইথিওপিয়ার লোকজন এসেছিলো ১ বেলা পেট ভরে সি-ফুড খেতে। এসব মানুষের সাথে আমাদের প্রাইম মিনিষ্টারের কি কাজ, উহা বুঝা বেশ কঠিন।।

BRICS বাংলাদেশকে সদস্যপদ দেয়নি, ইহার জন্য তাদেরকে ধন্যবাদ। BRICS'এর মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে নতুন ৬টি দেশকে মেম্বার করা হবে; দেশগুলো হচ্ছে: সৌদী, ইথিওপিয়া, ইরান, আমিরাত, মিশর ও আর্জেন্টিনা। সৌদী এখনো জানে না, তারা জয়েন করবে কিনা! বাংলাদেশও নাকি মেম্বারশীপ চাচ্ছে; উদ্দেশ্য, আদর্শ একেবারেই অন্ধকারে। বিশ্বের এই ভয়ংকর সময়ে, ওখানে প্রাইম মিনিষ্টার না'গেলে বাংলাদেশের জন্য মংগল হতো।

আমরা সবাই বুঝতে পারছি যে, BRICS, STONE, NATO, PETO, এরা আমাদেরকে কিছুই দিতে পারবে না; আমাদের যথেষ্ট সম্পদ আছে; সেই সম্পদকে কাজে লাগায়ে নিজ পায়ে দাঁড়াতে হবে। আমাদের কাছে সম্পদ না'থাকলে আলাম ব্রাদার্স, সামিট, খুলনা পাওয়ার, বসুন্ধরা, বেক্সিমকো, শিকদার ব্রাদার্স কিভাবে বিলিওনিয়ার হচ্ছে? কি করে ১৫০ হাজার ছাত্রের মা-বাবারা প্রাইভেট ইউনিভার্সিটির উচ্চ ফি দিচ্ছে?

আমি জা্নি না, ভারতের চন্দ্রাভিযান দেখে, বাংগালীদের হা-হুতাশ কি প্রাইম মিনিষ্টারের চোখে পড়েনি? উনি মানুষের সাথে নেই, যারা দেশের জন্য হার্ডকারেন্সী আয় করেন, তিনি তাদের সাথেও নেই; যারা চুরি করে (ব্যুরোক্রেট, ঋণখেলাফী ব্যবসায়ী, সিন্ডিকেটের লোকজন ) তিনি তাদের সাথে চলছেন; সেজন্য তিনি সাধারণ মানুষকে বুঝতে পারছেন না।

উনার বাবা প্রাইম মিনিষ্টার হওয়ার পর, মানুষ থেকে দুরে সরে গিয়েছিলেন; উনিও উনার পিতার মতো মানুষ থেকে দুরে আছেন; নিজ ঘরের খবর নেই, খালি বড়লোকদের মিটিং'এ গিয়ে বসে থাকেন; ইহা ভুল প্রচেষ্টা।


মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: পিএম আমেরিকাকে শিক্ষা দিতে চাইছেন নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করার মতো কাজ করে, এতো কোন লাভতো হবেইনা, দেশের ক্ষতির পরিমাণ বাড়াবে

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



পিএম বেকুবী করছেন, উনি বাংলাদেশকে ভুল যায়গায় নেয়ার চেষ্টা করছেন; আমেরিকার সাথে উনার কি আলাপ হচ্ছে সেটা উনার কথা থেকে কখনো জানা যাবে না।

২| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩২

অরণি বলেছেন: সদস্য পদ পেলে আরো আমেরিকার রোষানলে পড়তে হতো; তাছাড়া ওখানে কোন লাভ হবে বলে আমি মনে করিনা।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



কারো মাথায় ২ পয়সার বুদ্ধি থাকলে, বিশ্বের এই অবস্হায়, পুটিন, শি জিনপিং, আয়াতোল্লাহ, এরদেগান ও মোদীর আশেপাশেও যাবে না।

৩| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৫

শাহ আজিজ বলেছেন: খুব জিদ্দি ।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



এখন যোগ বিয়োগ করলে বুঝা যাবে, উনি জাতিকে সঠিভাবে চালাননি; মানুষের থেকে উনি অনেক দুরে, সাধারণ মানুষের জন্য উনার কোন ভাবনাচিন্তা ছিলো না।

৪| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৩

রানার ব্লগ বলেছেন: ইথপিয়া কি নিজ পায়ে দাড়িয়েছে ?

BRICS এ সদস্য পদ না পাওয়াতে বিএনপিএর আনন্দ মিছিল দেখে মনে হলো উহারা ক্ষমতা পেয়ে গেছে ।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



জেনারেল জিয়া যখন বিএনপি করেছিলো, তখন তিনি ইডিয়টদের দিয়ে শুরুটা করেছিলেন, উহা তার ঐতিহ্য বজায় রেখেছে। ইথিপিয়া, সোমালিয়া, নাইজের, সেন্ট্রাল আফ্রিকা ও সুদানের সবচেয়ে জ্ঞানীরা বাংলাদেশের ১০ম শ্রেণীর বাচ্চাদের চেয়ে কম বুঝে; আমাদের পিএম ওদের সাহায্য নিয়ে বাংলাদেশ গড়বেন!

আমাদের সম্পদ আছে, উনি সম্পদকে কাজে লাগাতে জানেন না।

৫| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৩

আমি ব্লগার হইছি! বলেছেন: এই ফালতু জোটে যোগ না দিয়ে আসলেই খুব ভালো হয়েছে।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



এই জোটে যাওয়ার কথা কি করে সরকারের লোকদের মাথায় আসলো? এরা আসলেই অপদার্থ

৬| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৫

তানভির জুমার বলেছেন: আওয়ামীপন্থি ব্লগাররা তো ব্রিকসে জয়েন উপলক্ষে সামুতে অগ্রিম মিষ্টি খেয়ে ফেলেছে। ইন্ডিয়া যে আমাদের অপমান করেছে এটা এরা বুঝবে না। নিজের পায়ে দাড়াতে না পারলে ব্রিকস-ম্রিক্স দিয়া কিছু হবে না।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



আওয়ামীরাই যদি এসব বিষয় না বুঝে, ভেবে দেখেন। বিএনপি-জামাতের অবস্হা কি?

৭| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

গেঁয়ো ভূত বলেছেন:
শি জিনপিং, পুটিন, কিম, আয়াতোল্লাহ, এরদেগান, মোদী, প্রমুখ ভালো মানুষ নন

মানলাম, এবার কয়েকজন ভালো মানুষের নাম বলুন, জেনে রাখি।

২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:


ওবামা, এজেলা মার্কেল, ট্রুডো, ক্রিসটেনসন, আপনি ও আমি।

৮| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

কামাল১৮ বলেছেন: ব্রিক্স কোন সামরিক জোট না।অর্থনৈতিক জোট।আমরা ব্রিকসের অর্থনীতির সাথে জড়িত।আমাদের আমদানি চীন ভারতের সাথে বেশি।ব্রিকস ব্যাঙ্কের আমরা শেয়ারহোল্ডার।
পশ্চিমাদের নিষেধাজ্ঞা নীতির কারনে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত।আমাদের উপরেও আসছে নীষেধাজ্ঞা।এর থেকে বিশ্ব বের হবার চেষ্টা করছে।সময় লাগবে কিন্তু শুরু হয়ে গেছে।

২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



অর্থনীতিতে আমাদের আমদানী চীন ও ভারত থেকে বেশী; আমাদের রপ্তানী কোন কোন দেশে বেশী? যেসব দেশে রপ্তানী বেশী ও যেসব দেশ থেকে আয় বেশী ওদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার।

৯| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

ফেনা বলেছেন: আসলেই এইটা এখন সঠিক সময় নয় সদস্য পদ পাওয়ার জন্য। যদি এই সদস্য পদ এখন পেয়ে যায় তাহলে বাংলাদেশ বিশ্ব রাজনীতির রোষানলে পড়ে যাবে। যা আমাদের জন্য বিন্দু মাত্র কল্যাণকর নয়।

২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



পুটিন, মোদী, আয়াতোল্লাহ ইত্যাদিকে শয়তানও ভয় পায়

১০| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

কামাল১৮ বলেছেন: এই জন্যইতো আমাদের নীতি হলো সবার সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রুতা নয়।সবার আগে আমাদের নিজেদের সার্থ।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



এই ভয়ংকর মেরুকরণের সময় কিছু করা ভুল হবে; অপেক্ষা করার দরকার।

১১| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৮

কামাল১৮ বলেছেন: ৪৭ দেশ আবেদন করেছিলো।৪১ দেশের সাথে আমরা আছি।তবে বিএনপি যেভাবে প্রচার করছে এটা ঠিক না।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশকে কেহ সাহায্য করে নিজ পায়ে দাঁড়া করাতে পারবে না; শেখ হাসিনা দেশকে নিজ পায়ে দাঁড়া করানোর জন্য জাতিকে সাথে চাহেনি। বিএনপি'তে বেকুব ও চোর ছাড়া ভালো মানুষ নেই।

১২| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: সবাই বলছে মোদী চায়নি বলেই আমরা সদস্যপদ পাইনি।
মোদি কি আমাদের উপকার করলো না?

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:



মোদী যদি ইহা করে থাকে, ২য় ভালো কাজ করলো বাংলাদেশের জন্য।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: মোদি আসলে আমাদের একজন ভালো বন্ধু।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:


ভারতের কিছু মানুষ বাংলাদেশের দুরাবস্হা দেখে চিন্তিত; মোদী অবশ্যই বুঝতে পারছে যে, শেখ হাসিনা, ব্যুরোক্রেটরা ও আওয়ামী লীগ সঠিকভাবে দেশ চালাছ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.