নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা আরো নোবেল প্রাইজ পাবার সম্ভাবনা আছে? ( মন্তব্য )

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৫৫



ইহা আসলে কোন পোষ্ট নয়, ইহা ব্লগার নুর আলম হিরণের পোষ্টের জন্য মন্তব্য। দেখা যাচ্ছে যে, ড: ইউনুস সাহেব উনার নোবেল প্রাইজের উপর বাংলাদেশ সরকারকে কর দেননি; সরকার মামলা করেছে, এখন সেই মামলাকে কেন্দ্র করে বিদেশীরা কিছু অনুরোধ ( মামলা বন্ধ করার জন্য, কিংবা সুবিচার করার জন্য ) জানাচ্ছে!

নোবেল প্রাইজ তো বাংগালীরা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর পান না! ইহা ১টি বিরল ঘটনা ঘটেছে; এখন যেভাবে প্রশ্নফাঁস হচ্ছে, যেভাবে মাদ্রাসা ও প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে, যেভাবে পড়ালেখা হচ্ছে, ভবিষ্যতে আর নোবেল প্রাইজ বাংলাদেশে এসে বাংগালী জাতিকে বিপদে ফেলার সম্ভাবনা নেই। আমি দেখেছি, ড: ইউনুস সাহেব বারবার অনেক ভুল করেছেন; কিন্তু নোবেল পাওয়াটা ভুল নয়; ইহার ব্যাপারে সরকার ও দেশবাসীকে অন্যভাবে ভাবতে হবে!

উনি যদি ৫ লাখ ডলারের উপর ট্যাক্স না'দিতে চান, সরকার উনাকে কোর্টে নিচ্ছে কেন? আরেকটা প্রশ্ন: উনি ব্যতিত আর কোন কোন বাংগালীর জন্য বিদেশীরা সুবিচার চাইতে পারেন?


নীচে নোবেল/সায়েন্স পুরস্কার পাওয়া আমেরিকানদের জন্য ট্যাক্সের নিয়ম:

Are science awards taxable?
A special tax rule provides that a person who receives a prize in recognition of accomplishments in scientific, educational, literary, religious, artistic, or civic fields need not include the money in his or her income if: the award was unsolicited.




মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:৪৯

কামাল১৮ বলেছেন: অনের খারাপ লোক নোবেল পেয়েছে,অনেক ভালো লোক যারা নোবেল পাওয়ার যোগ্য তারা নোবেল পায় নাই।বিজ্ঞানের নোবেলগুলো মোটা মুটি ঠিক আছে।শান্তিতে নোবেল পায় রাজনৈতিক কারনে।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:



রাজনৈতিক কারণে বেগম জিয়া কিংবা জয়নাল হাজারী তো পায়নি; এবং বাংলাদেশ থেকে আর কেহ পাবে না

২| ২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:

আয়কর ফাকির মামলাতে আইন সারা পৃথিবীতে সবচেয়ে কঠিনতম আইন।
পৃথিবীর অনেক সনামধন্য খেলয়াড়, জনপ্রীয় কন্ঠশিল্পি কেউই আয়কর আইনের হাত থেকে বাচতে পারে নাই।
প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউই আদালতের রায়ে হস্তক্ষেপ করতে পারে না । এখতিয়ারই নেই।

২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৫২

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের কোন নেতা কোন এখতয়ার মেনে চলেছে কোনকালে?

৩| ২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:৪০

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখার শেষ অংশটুকু পড়ে আপনার প্রতি আরেকটু শ্রদ্ধা বেড়ে গেল সোনাগাজী ভাই।

কানাডার মত দেশে যেখানে রেস্টুরেন্টে কাজ করলে টিপসের টাকার উপরেও ট্যাক্স দিতে হয় এবং গ্লোবাল ইনকামের উপরে ট্যাক্স দিতে হয়, সেখানে নোবেল প্রাইজের উপর ট্যাক্স দিতে হয় না।

বাংলাদেশের আয়কর আইন অনুসারে দেশের বাইরে অর্জিত ইনকামের উপরে ট্যাক্স দিতে হয় না, এমনটা আগে ছিল। ডঃ ইউনুস কে ফাসানোর জন্য নতুন করে আয়কর আইন পরিমার্জন করা হয়েছে কিনা আমার জানা নেই।

২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৫১

সোনাগাজী বলেছেন:



উনাকে ফাঁসাতে চাইলে, অনেক কিছুর জন্য ফাঁসানো যাবে; নোবেল পুরস্কারের সাথে জতিত কিছু দিয়ে উনাকে ফাঁসানোটা ব্যুমেরাং হবে।

৪| ২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:

মার্কিন আয়কর আইনে ১৯৮৬ সালের পর সকল এওয়ার্ড ও প্রাইজ ট্যাক্সএবল। লটারি টিকেটও।
তবে কোন ব্যাজ বা মেডেল যে ধাতুরই তৈরি হোক সেটা নন ট্যাক্সেবল। শুধু এওয়ার্ডের ক্যাশ অংশটি ট্যাক্সএবল।

২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো, ওদের নোবেল পুরস্কার বিজয়ীর অভাব নেই; আমাদের দেশে মাত্র ১ জন। আপনি উনার পক্ষে কথা বলুন, এ্তোদিন তো অনেক চোর-ডাকাতের পক্ষে কথা বলেছেন। আমাদের আর কেহ সহসা নোবেল পাবে না।

৫| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫২

কামাল১৮ বলেছেন: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যায্য।

২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:



বসুন্ধরা, আলাম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, খুলনা পাওয়ার্স, সামিট, ইত্যাদি জাতির সবকিছু দখল করেও তো পরিত্যাজ্য হয়নি!

৬| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৫৫

কামাল১৮ বলেছেন: এই মামলাও তার সাজা হবে।সে শ্রমিকদের ঠকিয়েছে।
অমর্ত্য সেন ভারতের হয়েও তার নোবল জয়ের টাকার একটা অংশ বাংলাদেশের জন্য দান করেছে।আর এই টাউট্ দানতো করেই নাই আরো ট্যাক্স ফাঁকি দিয়েছে।
সে গ্রামিন টেলিকমের কোটি কোটি ডলার ফাঁকি দিয়ে নিজের করে নিয়েছে।তার দুর্নীতির কোন শেষ নাই।সেই অর্থে সে খালেদা জিয়ার থেকেও খারাপ।

২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



উনাকে নিস্পত্তি করার জন্য সুযোগ দেয়ার দরকার।

৭| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫০

নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজী ভাই, উনি নোবেল পুরস্কার এর উপর ট্যাক্স মওকুফ করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। আমার কথা হচ্ছে সরকার যদি মওকুফ করে দিত তাহলে সমস্যা ছিল না যেহেতু করেনি এই সামান্য অংশটুকুর জন্য উনার আদালতে যাওয়ার ঠিক হয়নি। নোবেল প্রাইজের ট্যাক্স এর ব্যাপারে উনি আদালতে গিয়েছেন।
সরকার উনাকে যেটার জন্য ধরেছে এবং জরিমানা করেছে সেটা হলো গ্রামীণ ব্যাংক ও উনার আরো যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে আয় হতো তার বৃহৎ একটি অংশ উনার ও উনার পরিবারের তিনজনের নামে তিনটি ফাউন্ডেশন খুলে সেখানে দান করতেন। সেখান থেকে আবার উনি নিজেকে দান করতেন। বাংলাদেশের ট্যাক্স আইনের একটি লুফল হল দানকৃত অর্থের উপর ট্যাক্স দিতে হয় না। বিচারক তার রায়ের অবজারভেশনে এই লুফলটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। নোবেল প্রাইজের উপর ট্যাক্স এর সমস্যা বড় সমস্যা ছিল না, এটা সমাধানযোগ্য ছিল। উনি ফাউন্ডেশন খুলে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা আদালতে আসার কারণে উনার প্রাইজমানির ট্যাক্সের বিষয়টিও চলে আসে।
হ্যাঁ বাংলাদেশে নোবেল প্রাইজ পাওয়ার বিষয়টি বিরল কিন্তু ডক্টর ইউনুসও নোবেল পেয়েও গড় বাঙালির যে চরিত্র, সেটা থেকে বের হতে পেরেছেন?

২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬

সোনাগাজী বলেছেন:



উনার ফাউন্ডেশন মাউন্ডেশন ঠিক করতে বলা হউক; দেশের একমাত্র নোবেল বিজয়ী কোর্টে আনলে জাতি কাকে নিয়ে গর্ব করবে?

৮| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৬

নূর আলম হিরণ বলেছেন: এই ধরনের ফাঁকিবাজি যে ডক্টর ইউনুস করে তা শুধু নয়, বেক্সিমকোর মালিক তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কোন লভ্যাংশ নেয় না। কিন্তু উনার এবং উনার পরিবারের সকল খরচ এই কোম্পানি থেকে দেওয়া হয় এবং সেটাকে কোম্পানির ব্যয় হিসেবে দেখানো হয়। আদালত আইনের এই ফাঁক যেহেতু বন্ধ করার নির্দেশ দিয়েছে সেহেতু এই সমস্যা গুলো সমাধান হওয়ার কথা।
উনি তো আর সালমান এফ রহমান নয়, উনি এই টেকনিক অবলম্বন করতে গিয়েছেন কেনো? উনি তো নোবেল লরিয়েট!

২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৭

সোনাগাজী বলেছেন:



সালমান রহমানকে কলা ভাগের দায়িত্বে রেখেছেন শেখ হাসিনা।

৯| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: আমি একটু কম বুঝি সে অনেক বিষয়েই । আমাকে একটু পরিষ্কার করে বলবেন নোবেল কে পেয়েছে গ্রামীন ব্যাংক না ইউনুস ?

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুসই গ্রামীন ব্যাংকের ( ১৯৮৩ ) প্রতিষ্ঠাতা; প্রাইজ পেয়েছিলো ব্যাংক ও ড: ইউনুস সাহেব।

১০| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: তা জানিনা, কিন্তু দেশের সবকিছুতেই বিদেশীদের অযাচিত হস্তক্ষেপ ন্যক্বারজনক বলে মনে করি। ইউরোপিয়ানরা শত শত বছরে ধরে আফ্রিকার দেশগুলোকে কলোনী বানিয়ে রেখেছে, বাংলাদেশেরও কি সে অবস্থা হতে যাচ্ছে?

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



বিএনপি দেশের প্রেসিডেন্ট'এর সাথে দেখা না'করে, সব সময় দেখা করে আসছে বিদেশী দুতাবাসগুলোর সাথে। আফ্রিকার লোকেরা নিজেদের লোকদের ধরে প্রথমে বিক্রয় করেছিলো ইউরোপের দুষ্টলোকদের কাছে।

১১| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪

অরণি বলেছেন: শুধুমাত্র আক্রোশে বসবতি হয়ে উনি অপদস্ত হচ্ছে; ওনাকে ব্যবহার করে আমরা অনেক সুবিধা আদায় করতে পারতোম।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



উনি শেখ হাসিনার সংগ্রামের সময় ( মিলিটারী ও বিএনপি-জামাতের সাথে ) শেখ হাসিনার পক্ষে ছিলেন না; ইহার ফলে, উনি আওয়ামী লীগের কুনজরে পড়েন; এরপর উনি উনি কয়েকটি মারাত্মক ভুল করেছিলেন ( আধিক সময় গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ইহা নিয়ে কোর্টে গিয়েছিলেন, ইত্যাদি )।

১২| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: নোবেল প্রাইজ ওওলারা আমাদের সাথে বেঈমানি করেছে।
আমাদের শেখ হাসিনার অবশ্যই নোবেল পাওয়া দরকার ছিলো। লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়া হয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো। এর মূল্য কেউ দিলো না। আজ আমরা দরিদ্র দেশ বলে।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



রোহিংগাদের জন্য নোবেল দেয়া হলে, বাংলাদেশ পাবার কথা।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: আমরা যারা রেমিটেন্স পাঠাই, সরকার উল্টো প্রনোদনা দিচ্ছে। ইউনুস নোবেল এর টাকা দেশে আনলে তাকেও না দিয়ে উল্টো ট্যাক্স ধার্য করা উচিত হচ্ছেনা

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:


বাড়ীঘর বিক্রয় করে, বউ'এর স্বর্ণ বিক্রয় করে, শ্বশুরের গলা টিপে ধরে টাকা আদায় করে, সেই টাকায় বিদেশ গিয়ে, সামান্য ২/৪ টাকা প্রনোদনা! দরকার ছিলো বেকারভাতা ও পেনশন চালু করা।




১৪| ২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৭

শোভ বলেছেন: এই পর্যন্ত ইউনুছস সাহেব শুধু নিয়েছেন কিন্তু কাউ কে কিছু দেননি বিনা লাভে । অত্যন্ত পক্ষে আয় কর দিতে পারতেন তাহলে আমরা বলতে পারতাম হাফ নোবেল বিজয়ী দেশকে কিছু দিয়েছেন ।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



উনি ক্যাপিটেলিজমে বিশ্বাসী মানুষ; মিলিটারী-বিএনপি-জামাত, আওয়ামী-জাপারা বাংলাদেশে গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছে; উনি সেটার সুযোগ নিয়েছে; কিন্তু নোবেল উনি পেয়েছেন, অন্য কোন বাংগালী পাবে না।

১৫| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: তাদেরকে কেউ বিদ্বান মনে করে না।তাদেরকে কেউ নোবেল দেয় না।তারা এমনিতেই পরিত্যাজ্য।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



নোবেল পাবার কারণে উনাকে কিছু ছাড় দেয়ার দরকার।

১৬| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১০

শাহিন-৯৯ বলেছেন:

উনার প্রায় ৬০টি সম্মাজনক ডক্টরেট ডিগ্রীর বিষয়ে আপনার মন্তব্য কি?
লীগের লোকজন বলে সব নাকি টাকা দিয়ে কেনা?

এবার শেখ হাসিনা ক্ষমতায় এলে তিনি নোবেল পাবেন।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার নোবেল পাবার সম্ভাবনা আমি দেখছি না; সম্মাজনক ডক্টরেট ডিগ্রী পেতে অনেক ইউনিভার্সিতে অনুদান দিতে হয়; ব্যুরোক্রেটরা উনাকে পরোক্ষভাবে অপমান করছে।

তবে, অনুদান দিলেও সবাইকে দেয়া হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.