নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দায়িত্বশীল মানুষের লিষ্ট তৈরি প্রসংগে ( মন্তব্য )

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩



ব্লগার জাদিদ সাহেব ব্লগারদের অনুরোধ করেছেন, '৫ জন দায়িত্বশীল ব্লগারের নাম' দিতে; এ'যাবত ২৬টি কমেন্ট এসেছে; সবাই ৫ জন বা অধিক ব্লগারের নাম দিয়েছেন; কিন্তু নিজের নাম যোগ করেননি; ইহা আমার পছন্দ হচ্ছে না; ব্লগারেরা নিজের থেকে অধিক দায়িত্বশীল লোকজনের নাম দিচ্ছেন?

যাঁরা ইহাতে অংশ নিয়েছেন ( মন্তব্য করেছেন ) তাঁদের নিজের নামটা প্রথমে দেয়ার দরকার ছিলো বলে আমি মনে করি! নিজে দায়িত্বশীল না'হয়ে, অন্যজন যে, দায়িত্বশীল উহা কিভাবে বুঝতে পারছেন?

আপনি নিজের কথা বলতে পারেন মাত্র; অন্য যাদের নাম দেয়া হচ্ছে, তারা ঐ দায়িত্ব নিবে কিনা, সেটা কি আপনি জানেন?




মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

কামাল১৮ বলেছেন: বিশেষ কাজের জন্য আমার থেকে উত্তম ব্যক্তিকে যদি আমি বুঝতে না পারি, তবে আমি আমাকেই বুঝতে পরি নাই।এখানে বলা হয়েছে দায়িত্বশীল ব্লগার,দায়িত্বশীল লোক নয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



ভালো।

ওখানে তো বলা হয়নি যে, শ্রে্ষ্ট দায়িত্বশীলদের নাম দিতে? আপনি যদি দায়িত্বশীল হয়ে থাকেন, আপনার নাম দেয়ার দরকার ছিলো।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


জাদিদ দায়িত্বশীল ব্লগারদের কাজে লাগাবেন বোধহয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:




ইহা ১টি প্রাইভেট ব্যবসা, উনাদের কি প্ল্যান, তা' আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার মতে, প্রত্যেক ব্লগারই দায়িত্বশীল, ৫টি নামের মাঝে নিজের নাম দেয়া উচিত।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

চারাগাছ বলেছেন:
ব্লগার হিসেবে আমি দ্বায়িত্ববান নই।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



তা'হলে ব্লগের কোন ব্যাপারে দায়িত্ব নিয়েন না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




আমার মতে, প্রত্যেক ব্লগারই দায়িত্বশীল,

নাহ খেলাঘর, এটা সঠিক না।
ব্লগার হিসেবে একজন ব্লগারের কিছু দায়িত্ব থাকে, যারা সেটা করছে তারাই শুধু দায়িত্বশীল ব্লগার।

আমার মতো এমন অনেক মানুষ আছে যারা ব্লগে আসে টাইম পাস করতে বা আড্ডা দিতে।
অনেকে আসে শুধুই পড়তে, কেউ আসে ক্যাচাল করতে, এরকম নানা কারণে সাইন ইন করে আসে।

দায়িত্বশীলতো অনেক পরের কথা, ব্লগার বললেও ভুল হবে।






০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



ীনি লিষ্ট দিয়েছেন, তিনি নিজের নাম যোগ না'করাতে বুঝা যাচ্ছে যে, উনি দায়িত্বশীল নন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

মিরোরডডল বলেছেন:




দায়িত্বশীল ব্লগার রেগুলার পোষ্ট করবে, সেটা নিয়ম মেনে করবে।
তথ্যপূর্ণ লেখা লিখে মানুষকে সচেতন করবে, বিভিন্ন বিষয়ে নতুন তথ্য দিবে, অনেকসময় মজার পোষ্ট লিখে আনন্দ দিবে।
ব্লগে তার একটা ভুমিকা থাকবে। ব্লগের প্রচার প্রসারের জন্য কাজ করবে। নিজে জানবে, শিখবে, অন্যদেরকেও শিখাবে।

যেহেতু কমিউনিটি ব্লগ, তাই ব্লগাররা একসাথে হয়ে সমাজের ভালো কোন কাজে অংশ নিবে।
মন্তব্য প্রতিমন্তব্যের মাধ্যমে অনেক কিছু আলোচনায় অংশ নেবে।
মেইনলি, যাই করুক একে অপরের প্রতি রেস্পেক্টফুলই হয়ে করবে।

কয়জন ব্লগার এগুলো করে, আদৌ করে কি?
যদি করে থাকে তারা কারা? এটাই জানতে চেয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



এ'পর্যন্ত যাঁরা মন্তব্য করে লিষ্ট দিয়েছেন, তাঁদের প্রায় সবাই পোষ্ট দেন, কমেন্ট করেন, আলোচনা করেনন। শুধু জিকো ব্লগ ও কামাল১৮ পোষ্ট দেন না।

যাঁরা কমেন্ট করেছেন, তারা "দায়িত্বশীল" নন? দায়িত্বশীল হলে নিজের নাম দেয়ার দরকার ছিলো

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় না আপনি এভাবে মডারেটেরদের বিরুদ্ধে পোস্ট করলে ব্যনমুক্ত হবেন।

আর কোন দায়িত্বশীল ব্যক্তি কখনো নিজের ঢোল নিজে পিটায় না, সে জন্য কেউই নিজের নাম উল্লেখ করেন নি।

আমার ধারণা আপনি যদি আগামী এক মাস একদম চুপচাপ থাকেন মানে আপনার ব্যান নিয়ে কোন উচ্চবাচ্য না করেন তাহলে মডারেটেরগণ আপনাকে ব্যনমুক্ত করে দিবেন, এবং এই কাজটি যদি আরও আগে করতেন তাহলে আরও আগেই ব্যন মুক্ত হতেন। কিন্তু আপনি যদি ক্রমান্বয়ে মডারেটেরদের সমালোচনা করতেই থাকেন তাহলে তারা আপনাকে ব্যনমুক্ত করবে না।

ধরে নেই আপনি কোন ভুল করেন নি, কিন্তু তবুও আপনি যদি আপনার বিরুদ্ধে অভিযোগুলো সব স্বীকার করে নিয়ে একটি পোস্ট দেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আর উক্ত ভুলগুলো করবেন না তাহলে আমার ধারণা আগামী ৭ দিনের মধ্যেই আপনি ব্যানমুক্ত হবেন।

আচ্ছা, যেহেতু আপনি কোন ভুলই করেননি তাই অভিযোগ স্বীকার করার দরকার নেই তবে শুধু এতটুকু "এখন থেকে আমি অন্যের পোস্টে সংযত হয়ে কমেন্ট করবো" এতটুকু লিখে একটা পোস্ট দেন আশা করি আগামী ৭ দিনের মধ্যে আপনি ব্যান মুক্ত হবেন। তবুও যদি আপনি ব্যান মুক্ত না হন তাহলে আমিও কলাবাগন১ এর মত আপনার জন্য অনির্দিষ্ট কালের জন্য অনশনে যাবো যতদিন পর্যন্ত আপনি ব্যানমুক্ত না হন ততদিন পর্যন্ত আমিও আর এই ব্লগে ফিরবো না।

আপনার বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করলে যদি ব্যনমুক্ত হন তাহলে সমস্যা কি?

আমি আপনার ভালোর জন্যই এই বুদ্ধিটি দিলাম বিষয়টা ভেবে দেখতে পারেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



ইহা মডারেটরের বিপক্ষে যাওয়ার কথা নয়; উনি লিষ্ট চেয়েছেন, ব্লগারেরা লিষ্ট দিচ্ছেন; আমি বলছি, যাঁরা লিষ্ট দিচ্ছেন, তাঁরা দায়িত্বশীল ব্লগার, উনাদের নিজের নাম যোগ করার দরকার ছিলো; নিজের নাম যোগ না'করায়, মনে হচ্ছে যে, উনি নিজে দায়িত্বশীল নন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



আপনার পরামর্ষহের জন্য ধন্যবাদ; আমি এই ধরণের কিছু করার চেষ্টা করবো।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:




তিনি নিজের নাম যোগ না'করাতে বুঝা যাচ্ছে যে, উনি দায়িত্বশীল নন।

এখানে সামান্য কারেকশন হবে।
কথাটা উনি দায়িত্বশীল নন হবে না, উনি দায়িত্বশীল ব্লগার নন হবে।

সেই একই মানুষ হয়তো অন্যত্র যথেষ্ট দায়িত্ববান কিন্তু ব্লগার হিসেবে না।
এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না।

কেউ চাইলেই তার নিজের নাম সেই পাঁচজনের মাঝে দিতেই পারে।
যদি না দেয় তার মানে এই না যে সে অযোগ্য, হয়তো সে অন্য পাঁচজনকে তার নিজের চেয়েও বেশি যোগ্য এবং দায়িত্ববান মনে করে।

খেলাঘর সেই পোষ্টের মন্তব্য করে একটা পোষ্ট দিতে পারে।
সেখানে পাঁচজনের মাঝে নিজের নামটাও দিতে পারে।
If you think so.

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


ব্লগে, ব্লগার, লেখক, মানুষ, পোষ্টদাতা, ইত্যাদিকে সমার্থক হিসেবে আমি ব্যবহার করি।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

জ্যাক স্মিথ বলেছেন: ও আচ্ছা আমি ভেবেছিলাম আপনি মডারেটের জাদিদ সাহেবকে দায়িত্বশীল নন বলছেন। বিষয়টা এখন বুঝতে পেরেছি আপনি মূলত মডারেটেরকে না ব্লগারদের বলেছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:


সেটাই।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

মিরোরডডল বলেছেন:




যাঁরা কমেন্ট করেছেন, তারা "দায়িত্বশীল" নন?

এর উত্তর কিন্তু একটু আগেই দিয়েছি।
তারা কেনো দায়িত্বশীল হবে না!!!
তাদের মাঝে সবাই না হলেও কেউ কেউ অবশ্যই আছে যাদেরকে আবার অন্যরা নমিনেইট করছে।

নিজের নাম দেবার অপশনতো খোলা আছে।
যদি কেউ না দেয় সেটা হতে পারে তাদের বিনয়, বদান্যতা অথবা অন্যদেরকে নিজের চেয়ে বেশি যোগ্য মনে করে বিধায় তাদের নাম দিয়েছে। So all good man, nothing wrong.


০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:


নিজের নাম দেয়ার অপশন আছে; কিন্তু দেননি, আমি সেটাই বলছি।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




পয়েন্টটা ভালো। আসল জায়গায় ধরেছেন!

তবে, আমার মনে হয়, মিডিয়াকে ফেস করতে ভয় পাচ্ছেন অনেকে!

সেজন্যেই, নিজের নাম বলছেন না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



যারা নিজেরা দায়িত্ব নিতে চাচ্ছেন না, তাঁরা অন্যের নাম কোন ভরসায় দিচ্ছেন? অন্যের যে, মিডিয়ায় যাবে, বা কোন দায়িত্ব নিবে, সেটা কি বলা সম্ভব?

যাঁরা এই ধরণের দায়িত্ব নিতে চান, তাঁরা নিজের নাম দিলে, সামুটিম সেখান থেকে চয়েস করতে পারবে।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৫

ডার্ক ম্যান বলেছেন: মাঝে মধ্যে এমন পোস্ট দেওয়া ভালো। ব্লগে উত্তেজনা বাড়ার পাশাপাশি ব্লগও কিছুটা চাঙ্গা হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



জাদিদ সাহেব সেজন্য পোষ্ট দিলেন নাকি?

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্য করার ক্ষমতা থাকলে আপনি কার কার নাম দিতেন? আপনার নিজের নাম লিস্টে রাখতেন হয়তো। বাকি কয়েকজনের নাম বলেন। ব্লগ কর্তৃপক্ষ আপনাকে ব্লক করে রাখলেও আপনার কথার গুরুত্ব দেয় বলে আমি মনে করি।

আমার চেয়ে অনেক যোগ্য লোক এই কাজে পাওয়া যাবে তাই নিজের নাম দেই নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



আমি শুধু নিজের নাম দিতাম; বাকীরা সামুর কোন কাজে ভলনটিয়ার হবে কিনা, আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.