নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

এই আন্দোলনের মাষ্টার-মাইন্ড হচ্ছে পাকিস্তান মিলিটারীর ইন্টেলিজেন্স, আইএসআই

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫১



১৯৭১ সালে বাংগালীদের বিজয়ের ফলে পাকিস্তান যা হারায়েছে, সেটা হলো তাদের গর্বের মুসলিম বাহিনীর বিজয়ের সুনাম; সাথে সাথে বাংগালীদের কাছে পরাজয় ও ভারতীয় হিন্দুদের কাছে ৯০ হাজার সৈন্যের সারেন্ডার। তাদের পুর্ব পাকিস্তান কমান্ড ভয়ে ও ভুল করে সারেন্ডার করেছিলো আন্তর্জাতিকভাবে ( জেনেভা-কনভেনশনের সদস্য ) স্বীকৃত ভারতীয় বাহিনীর হাতে, হিন্দু বাহিনীর হাতে; ইহা তাদের জাতীর জন্য চিরজীবনের অপমানের টিকা হয়ে আছে তাদের জাতীয় ইতিহাসে।

তারা ইহার প্রতিশোধ নিয়েছে ১৯৭৫ সালে ও ২০২৪ সালে; আমাদেরকে পুরোপুরি আফগানিস্তান বানানোই তাদের লক্ষ্য।

পাকিস্তান সেনাবাহিনী ১৯৬৫ সালের যুদ্ধ ভারতকে বেশ বিপাকে ফেলেছিলো; সংখ্যার দিক থেকে পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনীর তুলনায় বেশ ছোট ছিলো; আইয়ুব খান অতর্কিতে আক্রমণ করে কাশ্মীর ও লাহোর সেক্টরে কিছু পবিমাণ ভারতীয় এলাকা দখল করেছিলো, এবং তার চেয়ে চেশী এলাকা হারিয়েছিলো অন্য এলাকায়; লাল বাহাদুর শাস্ত্রী যোদ্ধা ছিকেন না; তিনি ইয়োগা করতেন, নিজের প্রশ্রাব নিজে পান করতেন প্রতিসকালে ও শান্তির বাণী প্রচার করতেন। যাক, ততকালীন সোভিয়েতে ছিলো বিশ্বের সেরা এক আন্তর্জাতিক রাজনীতিবিদ, আন্দ্রে গ্রোমিকো; তিনি পাকভারতকে এই আত্ঘাতি যুদ্ধ থেকে বিরত করেন; তিনি "তাসকন্দ চুক্তি" নামে চুক্তি করে, উভয় দেশকে থামিয়ে দেন।

পাকিস্তানী বাহিনী ইহাকে নিজেদের "বিজয়" হিসেবে ঘোষণা দিয়ে নিজেদের যোদ্ধা জাতিকে আমেরিকার দেয়া রিলিফের দুধ ও ওটস বিতরণ চালু রাখে, ভারত নিজ বাহিনীকে আধুনিক করতে থাকে।

১৯৭১ সালে, ইন্দিরা যখন বাংলাদেশের মুক্তিবাহিনীকে ট্রেনি দিয়ে ও অস্ত্র দিয়ে সাহায্য করতে লাগলো, পাকিস্তানের মাথা খারাপ হয়ে গেলো। সেই বছর নভেম্বরে পুর্ব পাকিস্তান বাহিনী জানালো যে, পাকি বাহিনীর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো মরাল নেই, বাহিনী পরাস্ত হতে পারে। তখন ইয়াহিয়া খান পশ্চিম সীমান্তে ভারত আক্রমণ করে। উহারা বুঝতে পারেনি যে, তখন ভারতের বাহিনী কিন্তু ১৯৬৫ সালের বাহিনী নয়; পাকিস্তান কিসিন্জারের সাহায্য চাইলো; কিসিন্জার যুদ্ধ থামালো ও পুর্বান্চলে পাকিদের জীব রক্ষার জন্য ৯০ হাজার পাকিদের সারেন্ডারের ব্যবস্হা করেছিলো।

ভারত থেকে সেই ৯০ হাজারকে যখন ছাড়লে, একজন সৈনিককেও পাকিস্তানে ফেরত নেয়া হয়নি, প্লেইনযোগে সবাইকে সরাসরি বিবিধ আরব দেশে উট চরাানোর চাকুরীতে নিয়োগ দেয়া হয়েছিলো।

পাকিদের আইএসআই বেশ দক্ষ, তারা ১৯৭৫ সালে ১ম বার প্রতিষোধ নিয়েছিলো আমাদের বিশ্বাসঘাতক সৈন্যবাহিনীকে কিনে নিয়ে, এবার কিনেছে আমাদের ভেতরে থাকা নেকড়েদের।

পাকীরা আমেরিকার অনুমতি ব্যতিত অনেক কইছু করে না; এবার পাকীরা জানতো যে, শেখ হাসিনা আমেরিকার কথা শুনছে না, আমেরিকা এই অপরেশনে অংশ নেবে; যাক, মন্দের ভালো, আমেরিকা ড: ইউনুসকে যোগ করে দিয়েছে।


মন্তব্য ১০১ টি রেটিং +১/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

নতুন বলেছেন: অনুমানে এমন বলা কি ঠিক?

আপনার কাছে কোন প্রমান আছে? নতুবা এটা কে কেন গুজব বলবো না একটু বুঝিয়ে বলবেন কি?

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



এসেবের প্রমাণ কেহ বাজারে ছাড়ে না; মানুষকে বুঝতে হয়, কিভাবে কি ঘটছে।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



পোষ্টে বুঝিয়ে বলেছি, ১৯৭১ সালের পরাজয় পাকিস্তানের মিলিটারীকে পাগল করে দিয়েছে; ওরা বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে প্রতিশোধ নিচ্ছে; ওরা আমাদের মাঝে অবস্হিত নেকড়েদের কাজে লাগাচ্ছে।

২| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: এসেবের প্রমাণ কেহ বাজারে ছাড়ে না; মানুষকে বুঝতে হয়, কিভাবে কি ঘটছে।


এসব কথা চায়ের দোকানে আফসোসলীগেরা বলে বেড়াচ্ছে। সেটা আপনার মুখে মানাচ্ছে না।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



আমি টং দোকানের লোক নই, আওয়ামী লীগের কোন নেতা বা লেখক নই; আমি ১৯৭১ সালের জেনারেশনের একজন মাত্র।

৩| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- George Orwell এর লেখা Animal Farm বইটা পড়েন। যদিও জানি আপনাকে বই পড়তে বলা আর উলুবনে মুক্তা ছড়ানো একই কথা।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



ওটা পড়েছি।

উনার Animal Farm থেকে আমার কাছে আপনার নিজস্ব Farm নিয়ে লেখা পোষ্টগুলো অনেক ভালো লেগেছে: কালু ও লালুর সংক্ষিপ্ত জীবন, আপনার বাচ্চাদের ছবি, বন্ধুদের ফুটবল খেলার ছবি।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:




আমার পোষ্টের ছবি আপনার Farm'এর ভেঁড়াগুলোর কথা মনে করিয়ে দেয়ার কথা।

৪| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪

হাবিব ইমরান বলেছেন:

ব্লগে আপনি একজন সম্মানিত ব্লগার। সিনিয়র ব্লগারও বলা যায়। আপনি সংযত থাকুন। এসব এলোমেলো, তথ্য-প্রমাণহীন পোস্ট করেন আর ধরা খান। মাঝেমধ্যে দেখি ব্লকও খান। এসবের কী দরকার?

ভালো থাকুন।

৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



অবস্হা দেখে আমার তাই মনে হচ্ছে; আমার এসব অনুমান শেখ হাসিনা ও উনার সরকারের ডাকাতদের কিন্তু দায়মুক্তি করছে না।

৫| ৩১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬

হাবিব ইমরান বলেছেন:
লেখক বলেছেন:
অবস্হা দেখে আমার তাই মনে হচ্ছে; আমার এসব অনুমান শেখ হাসিনা ও উনার সরকারের ডাকাতদের কিন্তু দায়মুক্তি করছে না।


দায়মুক্ত করছে না ঠিক।
কিন্তু আপনি তাদের এখনো পুরোপুরি অবিশ্বাস করতে পারছেন না। দেশের জনগণও তাদের অভিনয় বিশ্বাস করেছিলো। শেষ পর্যন্ত পেয়েছিলো একেকটা মাফিয়া। কারো চেয়ে কেউ কম না। সাইজের দিকে প্রায় বিশাল বিশাল এনাকন্ডার মত। কেউ টাকা খেকো, আর কেউ রক্ত।

বাংলাদেশের সব রাজনৈতিক দলই বাটপার। কাকে রেখে কার পক্ষে যাবেন?
মানসিকতার দিক থেকে সবগুলাই ক্রিমিনাল।
বাংলাদেশের রাজনীতিতে ভারত-পাকিস্তানের প্রভাব রয়েছে। তারাও বাটপার।

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:




পাকিস্তান বাংলাদেশকে ভুলেনি, বাংলাদেশের ২০ ভাগ মানুষও "পবিত্র পাকিস্তান হারানোর বেদনা ভুলেনি"; এদের মাঝে বড় সম্পর্ক আছে। পাকিস্তান আরো খেলবে বাংলাদেশকে নিয়ে, তাদের লোকজন এখানে আছে।

শেখ হাসিনা এসেছিলো স্বাধীনতাকামীদের সমর্থন নিয়ে; কারণ, স্বাধীনতাকামীরা আইয়ুব-জিয়া-এরশাদকে ঘৃণা করতো। দু:খের বিষয়, শেখ হাসিনা রাজনীতি না'জানাতে দেশকে পুরোপুরিভাবে ঢুবায়েছে, স্বাধীনতাকামীদের অপমান করেছে; ইহা যে ঘটবে, তা আমি ১০১২ সালের পর (পদ্মা সমস্যার শুরু থেকে ) থেকে লেখেছি শত শত পোষ্টে।

৬| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

ইমরান৯২ বলেছেন: হা হা হা .।
মজার গল্প ছিল , রম্য গল্প লিখতে শুরু করেন তাহলে আপনি ভাল করবেন ।

হুদাই এইসব রাজনীতিতে ডুকলে পাগল ছাগল ভেবে কানের ঠিক দুই ইঞ্চি নিচে বসিয়ে দিতে পারে ।

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



আপনি তো ১২ বছর জোকারী করছেন ব্লগে:

পোস্ট করেছি: ২৮টি
মন্তব্য করেছি: ১০০টি
মন্তব্য পেয়েছি: ১৪৭টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৫ মাস

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:


চর্বিযুক্ত খাবার কম খাবেন, তা'হলে লিখতে পারবেন।

৭| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই লেখা সঠিক হলে প্রশ্ন থেকে যায়, আপনার দল কতবার পাকিদের "বুটের লাথি" খেল?

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ বুটের ভয়ে ৩ বার পালায়েছে।

আমি মওলানার আওয়ামী লীগের সামান্য সাপোর্টার; আপনি মওদুদীর শিষ্য; আমি বাংগালী সংস্কৃতির মানুষ, আপনি পাকি ও বেদুইন সভ্যতার অপভ্রংশ।

৮| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

ঊণকৌটী বলেছেন: তথ্যে একটু ভুল ধরিয়ে দিচ্ছি, 1965 আইয়ুব খান অতর্কিতে আক্রমণ করে কাশ্মীর ,তারপরে ভারত শুধু কাশ্মীরে আক্রমণ প্রতিহত করে, ভারতীয় বাহিনীকে লাহোর সেক্টরে এগিয়ে দেয়, লাহোরের শিয়ালকোট অব্দি ভারতের ট্যাঙ্ক বাহিনী দখল করে নিয়েছিল, পরে আপনি যেটা বললেন, "তাসকন্দ চুক্তি" অনুযায়ী দুটো বাহিনী যার যার বর্ডাররে ফিরে যায়

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



সঠিক।

৯| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনেকেই বাংলাদেশের তরুণদের শক্তিমত্তাকে খাটো করার চেষ্টা করে।

এটা ভালো কাজ নয়।

শেখ হাসিনা ভুল করেছেন, এটা মেনে নেওয়া কষ্ট হলেও অসম্ভব কিছু নয়।

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যে জাতির ক্ষতি করছে, এই ব্লগে কার মুখে শুনেছেব ১ম বার?

কোন দেশের প্রতিটি তরুণ ২০০৯ সাল থেকে ফাঁষকরা প্রশ্নপত্র ক্রয় করছে? এরা কিসের তরুণ, এরা নেকড়ে

১০| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




'র' যেদখানে থাকবে, সেখানে আই,এস,আই থাকবেই।

এটা কি মন্দ কিছু?

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



যখন মানুষ জ্ঞান আহরণ করে না, প্রশ্নপত্র কিনে, পরীক্ষা দিতে চাহে না, তখন তারা "র" ও "আইএসআই"এর ফাঁদে পড়ে।

১১| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




'র' এতো দিন বাংলাদেশে আস্তানা গেড়ে বসেছিলো।

এখন, আই,এস,আই সুযোগ নেওয়ারই কথা।

এতে অবাক হচ্ছেন কেন!!!

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:




"র", সিআইএ, মোসাদ নিয়ে আমি অবাক হচ্ছি না; আমি বরং অবাক হচ্ছি "আপনার ১০ লাখ টাকার ফান্ড নিয়ে"।



১২| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

হাবিব ইমরান বলেছেন:

হাসিনা বলেন আর খালেদা বলেন, ভারত বলেন আর পাকিস্তান, বাংলাদেশের জন্য কেউ পারফেক্ট না। এরা সবগুলাই চোর। নতুন কাউকে বসাতে হবে। আপনার মতে এই দুই দলের বিকল্প কে হতে পারে?

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



এখন তৃণ মুলের আওয়ামী সাপোর্টারদের থেকে ১টি দল করলে, উহা হবে বাংগালীদের দল; বাকীগুলো পুরো বাংগালী নয়, ওরা ইসলামিক

১৩| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

নতুন নকিব বলেছেন:



দারুন লিখেছেন! ধন্যবাদ।

তার মানে, আপনার বক্তব্যে এটাই কি প্রতীয়মান হচ্ছে না যে, আইএসআই পরিকল্পনা করেই হাসিনাকে দিয়ে "চাকরি মুক্তিযোদ্ধার নাতি পুতিরা পাবে না তো রাজাকারের নাতি পুতিরা পাবে?" কথাটা বলিয়েছিল? কারণ, হাসিনা এই কথা বলার পরেই তো ছাত্রদের আন্দোলনটা তার পতনের একদফায় চলে যায়!

সাব্বাস! আইএসআই'র হাতে তাহলে হাসিনার বাকশক্তিরও নিয়ন্ত্রণ ছিল!

অসাধারণ গবেষনা! আপনার গবেষনামূলক এই পোস্টের জন্য আপনাকে নো-বেল দেওয়া উচিত।

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের তৈরি করা হয়েছিলো ১ দফার জন্য ও বেশ পরিমাণ মৃত্যুর জন্য

১৪| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার ১০ লক্ষ টাকা আপনার পছন্দের মানুষদের না দেওয়ায় আপনি রাগ করেছেন?

৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:



না, আমি রাগ করিনি; আমার পছন্দের লোকজন কারো কাছে টাকা চাহে না।

আপনি ১০ লাখের ফান্ড রাখলে, জামাত, পাকিস্তান ও আমেরিকার ফান্ড কত বড় ছিলো? ইহাই আমার পয়েন্ট।

১৫| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

কামাল১৮ বলেছেন: ভারতিয় বাহিনী কোন হিন্দু বাহিনী না।ম্যানেকশ নিজেও হিন্দু না।হাজার হাজার অন্য ধর্মের লোক আছে।
লেখা লেখিতে সত্য নির্ধারিত হয় যুক্তি,তথ্যউপাত্তের মাধ্যমে।আপনার লেখায় যুক্তি আছে।এই আন্দোলনে আমাদের আর্মির ভূমিকা কি ছিলো।তারা কেন সরকারের পক্ষে ভূমিকা রাখলো না?

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



মিলিটারীর সাথে বুঝাপড়া করেছে আমেরিকা; মিলিটারী দেশের বড় বড় ইন্জিনিয়ারিং প্রোজেজ্ট পেয়ে আসছে ও শান্তি মিশনে কাজ করে; তাই তাদের কমান্ডার হচ্ছে আমেরিকা।

শেখ হাসিনা আমেরিকার উপদেশ না'শোনায় ও ড: ইউনুসকে উত্যক্ত করায়, সাথে সাথে উনার লোকেরা বিলিয়ন বিলিয়ন ডলার ডাকাতী করায় আমেরিকা উনাকে সরাতে চেয়েছে।

১৬| ৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

ঊণকৌটী বলেছেন: শ্যাম ম্যানেকশ ইহুদী ছিলেন

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



পাকীরা ভারতেকে হিন্দু রাজ্য হিসেবে গণ্য করে।

১৭| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২২

হাবিব ইমরান বলেছেন:

এখন তৃণ মুলের আওয়ামী সাপোর্টারদের থেকে ১টি দল করলে, উহা হবে বাংগালীদের দল; বাকীগুলো পুরো বাংগালী নয়, ওরা ইসলামিক।

৯৩-৯৪% মুসলমানদের দেশে আপনি নন ইসলামিক সরকার কিভাবে নির্ধারণ করবেন? নন ইসলামিক সরকার বসালেই আওয়ামীলীগের পরিণতি ভোগ করতে হবে।

আর তৃণমূল আওয়ামীলীগ থেকে সরকার গঠনের কথা বলেছেন। সরকার ১৬ বছরে দেশের মানুষদের যেই পরিমাণ দুর্নীতি শিখাইছে আমার মনে হয় না বাংলাদেশ এই দুর্নীতি ব্যাধি থেকে সহজে নিস্তার পাবে।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:




ইসলাম হচ্ছে ধর্ম; এখন ধর্মভিত্তিক কোন দেশ টিকবে না বিশ্বে।

১৮| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমরা বুড়ো হাবড়ারা জেনারেশন ‘জেড’দের রসায়ন এখনো বুঝতে পারিনি, না হলে এরকম পোস্ট নিয়ে আমরা অযথাই কামড়া-কামড়ি করছি ।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:




আমাদের তরুণরা "জেড জেন" নন, উহারা "এফ জেন"।

১৯| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগ বুটের ভয়ে ৩ বার পালায়েছে।

আমি মওলানার আওয়ামী লীগের সামান্য সাপোর্টার; আপনি মওদুদীর শিষ্য; আমি বাংগালী সংস্কৃতির মানুষ, আপনি পাকি ও বেদুইন সভ্যতার অপভ্রংশ।

লীগের ছ্যাচড়ারা জীবনে পারে খালি এই একটা জিনিষ! আপনাকে আপনার জীবন শুধু না, আপনার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ের জীবদ্দশার সময় দিলাম এটা প্রমান করবার জন্য; আপনি বারেবারে বিফল হয়ে ফিরে আসবেন।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:


কোনটা প্রমাণ করার জন্য, আপনি যে বেদুইন সংস্কৃতির মানউষ সেটা?

আপনি খুলনার সর্বহারাদের এলাকায় বড় হওয়া মানুষ; ঢাকায় এসে আপনি রগ-কাটাদের সাথে নিজের মিল খুঁজে পেয়েছেন, এবং একই কারণে আপনি আরবে গিয়ে আরবদের মতো জোব্বা পরেন।

২০| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

তাওহিদ হিমু বলেছেন: এইসব চেতনা-ফেতনা আর কত কপচাবেন? রুচি হয় না। '৭১ সালে আপনার পীর-কেবলারা তো ঠিকই দেশ ছেড়ে পালাইছিল। দেশ স্বাধীন করল সাধারণ জনগণ আর বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে একাত্তরের পলাতকেরা বাকশালী ফ্যাসিবাদ কায়েম করে বসলো। চেতনা বেচে খাওয়া রাক্ষসেরা এবার আবারও সেই একই ফ্যাসিবাদ, একই একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল। সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধাদের বানিয়ে দিল রাজাকার। যারা একাত্তরের প্রাণ বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, তাঁদের উত্তরসূরিরাই চব্বিশে এসে শত শত তাজা প্রাণ ঢেলে দিয়ে দেশকে মুক্ত করল দানবীয় ফ্যাসিবাদের খপ্পর থেকে। পাকিস্তান নিজে খেতে পায় না, এখানে কি ষড়যন্ত্র করবে? যত্তসব হাস্যকর সস্তা থার্ডক্লাস কন্সপিরেসি থিওরি

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:




'৭১ সালে মুক্তিযোদ্ধারা জাতিের জন্য যুদ্ধ করেছিলেন; ৫৫ হাজার বাংগালী পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন; আপনি কোন পক্ষের সাপোর্টার?

২০২৪ সালে সাধারণ ছাত্রদের রাস্তায় এনে পুলিশের রাইফেলের সামনে দাঁড়া করায়েছে রাজাকারদের উত্তরসুরীরা।


২১| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৯

ডার্ক ম্যান বলেছেন: আইএসআই এর এত ক্ষমতা এখন নাই। সিআইএ পুরো প্ল্যান করেছে।
ভারতেরও জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
টাকা এসেছে এনজিওদের মাধ্যমে। পুরস্কার হিসেবে কয়েকজন এনজিও মালিক উপদেষ্টা।

সাধারণত ছাত্রদের অনুভূতিকে কাজে লাগিয়েছে এরা। ছাত্ররা সবসময় এস্টাবলিশমেন্ট বিরোধী।
ইন্টেলিজেন্স এজেন্সি এভাবেই কাজ করে থাকে বলে এদের অতীত ইতিহাস বলে।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনি আইএসআই থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আইেসআই'এর ক্ষমতা কিছু কমেছে; ওদের মিলিটারীর সাইজ কত বড়? দেশ কে চালায়?

শেখ হাসিনা আমেরিকাকে সমীহ দেখায়নি বিবিধভাবে ও আমেরিকান দুতাবাস দেখতেছিলো যে, রেহানা, জয়, তাপস ও শেখদের লোকদের কারণে ব্যাংকের সব লোকজন পুরো টাকাই ডাকাতী করছে; ওরা বাংলাদেশে আরেকটা ইয়েমেন হিসেবে দেখতে চাহে না।

২২| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭

ঊণকৌটী বলেছেন: ডার্ক ম্যান বলেছেন: আইএসআই এর এত ক্ষমতা এখন নাই। সিআইএ পুরো প্ল্যান করেছে। আপনার অনুমান অনেকটা সঠিক হতে পারে, বিশ্ব রাজনীতিতে আরো অনেক উলট পালাট দেখতে পাবো আগামী দিনে

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:


সিআইএ কখনো আরেকটি পাকিস্তান চাহে না; ওরা ইসলামী জংগীদের চাপে বড় অশান্তিতে আছে; ফলে, জামাত ও বিএনপি ওদের জন্য সমস্যা। কিন্তু শেখ হাসিনার লোকজন, ব্যুরোক্রেটরা ও ব্যাংকের লোকজন মিলে দেশটিকে ইয়েমেন বানাচ্ছে দেখে শেখ হাসিনাকে কন্ট্রোল করতে চেয়েছে; দুতাবাসগুলো সবই দেখছে; শেখ হাসিনা অগ্রাহ্য করেছে ও আমেরিকাকে জড়ায়ে অপ্রয়োজনীয় গুজব ছড়ায়েছে; এতে আমেরিকা তাদের পুরাতন দোসর পাকিস্তানকে সাহায্য করেছে।

২৩| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: কোনটা প্রমাণ করার জন্য, আপনি যে বেদুইন সংস্কৃতির মানউষ সেটা?

আপনি খুলনার সর্বহারাদের এলাকায় বড় হওয়া মানুষ; ঢাকায় এসে আপনি রগ-কাটাদের সাথে নিজের মিল খুঁজে পেয়েছেন, এবং একই কারণে আপনি আরবে গিয়ে আরবদের মতো জোব্বা পরেন।

গাধাদের একটা শান্তি আছে। কিচ্ছু বুঝেনা ভাব নিয়ে থাকা যায়। আরে গাধা আগের কমেন্টে যেটা প্রমান করতে বলেছি সেটা বোল্ড করে দিয়েছিলাম। ব্রেইনের সাথে সাথে মনে হয় চোখটাও গেছে!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



চোখে সমস্যা অনেকদিন থেকে; ঠিক আছে, আমি দেখবো কোনটা প্রমাণ করতে হবে।

২৪| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২২

ঊণকৌটী বলেছেন: শেখ হাসিনার লোকজন, ব্যুরোক্রেটরা ও ব্যাংকের লোকজন মিলে দেশটিকে ইয়েমেন বানাচ্ছে দেখে শেখ হাসিনাকে কন্ট্রোল করতে চেয়েছে; একদম সঠিক এবং আগামীতে আরও অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন, এও বলে রাখছি, বিশ্বের মধ্যে কি হচ্ছে তা বাংলাদেশের 99% মানুষ জানেন না তবে আমার ধারনা এইটাকে ইয়েমেন হতে দেওয়া হবে না

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের মানুষদের জন্য ভারত, আমেরিকা, ইউরোপ, কানাডা ও জাপানের ভালো মনোভাব সব সময় ছিলো; মানুষগুলোর বড় অংশ খেটে খায়, অন্য জাতির প্রতি সন্মান দেখিয়ে চলে; কিন্তু জিয়া, এরশাদ, বেম জিয়া, শেখ হাসিনা ও ব্যুরোক্রেটরা জাতিকে "কলোনীর" চেয়েও খারাপভাবে চালায়েছে।

২৫| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৬

রাজীব বলেছেন: মানুষ খামাক্ষাই এতো কিছু লিখতেছে। আসলে আপনার পোষ্টের উত্তরতো আপনি নিজেই দিয়ে দিয়েছেনঃ।


৩১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



যখন মানুষ জ্ঞান আহরণ করে না, প্রশ্নপত্র কিনে, পরীক্ষা দিতে চাহে না, তখন তারা "র" ও "আইএসআই"এর ফাঁদে পড়ে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



পাকিরা প্রতিশোধ আদায়ের জন্য আসে; "র" যখন দেখে বর্ডারে জংগি জন্ম নিচ্ছে, তারা শংকিত হয়।

২৬| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩

এক্সম্যান বলেছেন: ওকে, আইএসআই এর ক্ষমতার ক্রনলজি দেখি।

জুন ৫এ আইএসআই এর নির্দেশে আদালত কোটা বাতিলের আদেশ বাতিল করে আবার কোটা প্রথা চালু করে। (আন্দোলন শুরুর কারন এটাই সুতরাং মাস্টারমাইন্ড আইএসআই এর নির্দেশ ছারা হয় নি)

আইএসআই এর নির্দেশে ছাত্ররা আন্দোলন শুরু করে।

আইএসআই এর নির্দেশে তৎকালিন সরকার ছাত্রদের আন্দোলন ইগনর করতে থাকে।

ছাত্রদের আন্দোলন ইগনর করার কারনে আইএসআই এর নির্দেশে ছাত্ররা ১লা জুলাই থেকে শাহবাগে অবস্থান কর্মসুচি পালন করতে থাকে।

সাবেক প্রধানমন্ত্রী আইএসআই এর নির্দেশে ছাত্রদের রাজাকারের নাতিপুতি উপাধি দ্যান যার ফলে ছাত্র আইএসআই এর নির্দেশে আমি রাজাকার স্লোগান দেয়। (সরকার চাইলে আলাোচনার মাধ্যমে এখানেই আন্দোলন শেষ করতে পারত, কিন্তু ঐ যে মাস্টারমাইনড আইএসআই এর কারনে করেনি)

১৫ জুলাই আইএসআই এর নির্দেশে কাদের সাহেব ছাত্রলীগকে ছাত্রদের প্রতিরোধ করতে বলেন এবং ছাত্রলীগ নিরস্ত্র ছাত্রদের উপর হানেয়ার মত ঝাপিয়ে পরে। (আবার সরকার চাইলে আলাোচনার মাধ্যমে এখানেই আন্দোলন শেষ করতে পারত, কিন্তু ঐ যে মাস্টারমাইনড আইএসআই এর কারনে করেনি)

পরদিন আইএসআই এর নির্দেশে সাধারন ছাত্ররা ছাত্রলীগের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আইএসআই এর নির্দেশে কিছু ছাত্র নিজেই হত্যার শিকার হয়।
-------- ব্লা ব্লা ব্লা
-------- ব্লা ব্লা ব্লা
-------- ব্লা ব্লা ব্লা
৫ই অগাস্ট আইএসআই এর নির্দেশে সরকার ক্লিন বোল্ড।

সরকার অন্তত ৪-৫ বার ক্লিন সুযোগ পেয়েছিল আলোচনার মাধ্যমে সমাধান করতে কিন্তু মাস্টারমাইন্ড আইএসআই এর নির্দেশের কারনে পারেনি, রাইট??

আপনার এই মাস্টারমাইন্ড আইএসআইতো বিশাল কিছু। উপরের কল্পিত মাস্টারমাইন্ড আইএসআই চরিত্রটি একমাত্র যাদের মাথায় এনাফ পরিমান গোবড় আছে তারা ছারা আর কারো পক্ষে বিলিভ করা পসিবল নয়, কারন সাবেক প্রধানমন্ত্রী আর যাইহোক আইএসআই এর কথা শুনবেনা। তাহলে কার নির্দেশে সুযোগ থাকা সত্বেও আলোচনার মাধ্যমে সমাধান না করে সহিংসতার দিকে গেল সাবেক সরকার??

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে চেষ্টা করে, মাত্র ২০১০/২০১১ সালের দিকে দেশের সেনাবাহিনীকে মোটামুটি আইএসআইমুক্ত করেছিলো; ইহার পর থেকে আইএসআই ফেরার সুযোগ খুঁজছিলো ও চেষ্টা করে গেছে জামাত, হেফাজত ও বিএনপি'র মাধ্যমে; ২০১৮ সালে তারা তাদের আইডিয়ার প্রটোটাইপ দিয়ে টেষ্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে "নুরা"কে "ডাকসু"তে বপন করে; ২০২৪ সালে তারা "আপন-ভারে পড়ন্ত" শেখ হাসিনার সরকারকে উৎখাত করে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:




আইএসআই আফগানিস্তানকে কোথায় নিয়ে গেছে?

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অনেক জটিল আলোচনা
এই জাতীয় কঠিন বিষয় আসলে বুঝা খুবই কঠিন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



জাতি ভয়ংকর সমস্যার মাঝে আছে। দেশের শিক্ষিতরা ড: ইউনুসকে সাহায্য করলে জাতি ফেইল করবে না।

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৯

তেলাপোকা রোমেন বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হইল চায়ের দোকানে বসে চা খাচ্ছি- দোকানে বসা অন্য বেকুব লোকজন তাদের স্বল্প জ্ঞান নিয়া আলাপ পাড়তেসে

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:



হার্বাড ও ক্যামব্রীজেও চা/কফি শপ আছে, ওখানে যান; তবে, শিবিরের দাঁড়িটাকে ফ্রেন্চকাট দিয়ে, ভালো শার্টপ্যান্ট ও পরিস্কার জুতা পরে যাবেন; পকেটে পাকিস্তানী জাল নোট নেবেন না; ওখানে ধরতে পারলে সোজা গুয়ানতানামো-বে!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:




কাপে আরেকটু চা দেবো? ইহা ফ্রি:

পোস্ট করেছি: ৮৩টি
মন্তব্য করেছি: ২১০টি
মন্তব্য পেয়েছি: ৪৩০টি
ব্লগ লিখেছি: ১০ বছর ৮ মাস

২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০০

তেলাপোকা রোমেন বলেছেন: কিন্তু আপনার পোস্ট হাভার্ড ক্যামব্রিজ থিকা ডেলিভারি হয়নাই এইটা ধরতে পারতেসি। পকেটে রুপি নিয়া ঘুরতে যান নাকি ভাই, মানে সিরিয়াসলি? কামাই তো ডলারে, আওয়ামিলীগের কুন নেতার মানি এক্সচেঞ্জারে এইটারে পাকিস্থানি রুপিতে কনভার্ট করা যাবে?
পোস্ট করেছি: ৮৩টি
মন্তব্য করেছি: ২১০টি
মন্তব্য পেয়েছি: ৪৩০টি
ব্লগ লিখেছি: ১০ বছর ৮ মাস
এইটা তো শোরুম ভাই, গোডাউন দেখতে চাইয়েন না। আর ট্যাগ ট্যুগ দেয়া পুরান সংস্কৃতি। এগ্লান থিকা বাইরায়া আসেন। নতুন কিছু শিখেন। আরেকটা টিপস দিয়েন- কি খাইলে দলদাস হওয়া যায়?

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



দলদাস কেন হবেন?
আপনি হলেন Generation-F'এর লোক, হবেন "সমন্বয়ক"।
,
খাবারে রেসিপি আগের মতো: খেজুর ও জমজমের পানি

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৩

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে চেষ্টা করে, মাত্র ২০১০/২০১১ সালের দিকে দেশের সেনাবাহিনীকে মোটামুটি আইএসআইমুক্ত করেছিলো; ইহার পর থেকে আইএসআই ফেরার সুযোগ খুঁজছিলো ও চেষ্টা করে গেছে জামাত, হেফাজত ও বিএনপি'র মাধ্যমে; ২০১৮ সালে তারা তাদের আইডিয়ার প্রটোটাইপ দিয়ে টেষ্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে "নুরা"কে "ডাকসু"তে বপন করে; ২০২৪ সালে তারা "আপন-ভারে পড়ন্ত" শেখ হাসিনার সরকারকে উৎখাত করে।


আপনি পিলখানা গনহত্যা সমর্থন করেন?

সাবেক প্রধানমন্ত্রী কি আইএসআই এর পরামর্শে ছাত্রদের সাথে আলোচনায় না বসে হত্যার নির্দেশ দিয়েছিলেন?




০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১১

সোনাগাজী বলেছেন:



আমি পিলখানার হত্যাকান্ড সমর্থন করি না।

শেখ হাসিনা যখন নিজের সরকারের অন্যায়ের ভারে ন্যুয়ে পড়েছিলো, সেই সময় আঘাত এসেছে; উনার জন্য কোন পথ খোলা ছিলো না; সেনাবাহিনী তখন আমােরিকার কমান্ডে।

তিনি ছাত্রদের হত্যার চেষ্টা করেছেন কিনা, সেটা ক্রমে বেরিয়ে আসবে; তবে, ছাত্রদেরকে পুলিশের সামনে এনে, হত্যা করায়ে মানুষকে রাস্তায় আনাটা আইএসআই'এর প্ল্যানের অংশ ছিলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:




পিলখানা হত্যাকান্ড ঘটেছে সীমান্তের ডাকাতির টাকার ভাগ নিয়ে।

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:২৬

আলামিন১০৪ বলেছেন: আপনি নিজেও জানেন যে এই লিখার বেশির ভাগ অংশই কল্পনা-মিশ্রিত। আপনাকে আবারো ব্যান করার সময় এসেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:০৪

সোনাগাজী বলেছেন:



২ বছর ৬ মাসের মাঝে ১১ মাস সেমিব্যানে ছিলাম; কারণ, আমি লেখি। আপনি যেসব গার্বেজকে লেখেন সেটা কেহ পড়ে না, আপনাকে কি কারণে ব্যান করবেন?


আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ১৬টি
মন্তব্য করেছি: ৪৯১টি
মন্তব্য পেয়েছি: ৬৯টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৪ মাস

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:১৩

আলামিন১০৪ বলেছেন: আপনার যুক্তি ফ্যালাসিতে পরিপূর্ণ । আপনি অনেককে এই লজিক দেখান।
আপনি হট টপিক নিয়ে সব সময় লিখেন তাই লোকজন পড়ে। আর মিথ্যার রং মেশানোর কারণে লোকজন প্রতিবাদ করে- তাই কমেন্ট বাড়ে।
আপনাকে তথ্যসুত্র যুক্ত করতে বলেছিলাম একবার কিন্তু আপনি রূপকথা লিখেই যাচ্ছেন কারণ গবেষণা করে লিখলে, খরগোসের মতো বাচ্চা বিয়োতে পারেবেন না। মিথ্যা ছাড়ুন, প্রতিটি কাজের হিসাব দিতে হবে পরপারে

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আমি মানুষের জানা বিষয়ে লিখি ও নিজের মতানুসারে ব্যাখ্যা করি; জানা ব্যাপারে কিসের তথ্যসুত্র।

শেখ সাহেবকে ১৯৭৫ সালে মিলিটারী হত্যা করেছে! ইহার তথ্যসু্ত্র কি?

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০০

নীল আকাশ বলেছেন: পাগলের সুখ মনে মনে,
দিনের বেলা তারা গোনে!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনি ১৩ পৃষ্ঠার এক ঐতিহাসিক কমেন্ট করেছিলেন করুণাধারার পোষ্টে; সেই রকম আরেকটা কমেন্ট করে সামুর ব্লগারদের বুঝিয়ে দেন, মন্তব্য কাকে বলে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনি পাগল নন, ভয়ংকর ১ জন অবাংগালী

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: 'র' আইএসআই এর কথা বাদ দিয়ে হাসিনা গং তথা রেহানা জয় সেই সংগে আওয়ামী চ্যালা চামুন্ডরা যে দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে সে বিষয়ে কিছু লেখেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের পতনের দরকার ছিলো; কিন্তু যাদের হাতে উনার পতন হয়েছে, তারা জাতির ক্ষতি করছে।

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশ নিয়ে আপনি, হাসিনা এবং ভারতের লক্ষ কি?

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৯

সোনাগাজী বলেছেন:



আমারলক্ষ্য হলো মানুষ পাকিদের লোকজনকে বুঝে, দেশকে ওদের থেকে রক্ষা করতে পারে।

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

কিরকুট বলেছেন: এই আন্দোলনের মাষ্টার-মাইন্ড হচ্ছে পাকিস্তান মিলিটারীর ইন্টেলিজেন্স, আইএসআই


খেয়াল করুন কাদের পু***কি গরম হয়ে গেছে । মনোযোগ দিয়ে খেয়াল করুন :D

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানী মিলিটারীর লোকজন এই জাতিকে যাযাবরে পরিণত করার চেষ্টা করছে।

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

নতুন বলেছেন: তিনি ছাত্রদের হত্যার চেষ্টা করেছেন কিনা, সেটা ক্রমে বেরিয়ে আসবে; তবে, ছাত্রদেরকে পুলিশের সামনে এনে, হত্যা করায়ে মানুষকে রাস্তায় আনাটা আইএসআই'এর প্ল্যানের অংশ ছিলো।

বাহ রাস্তায় ছাত্র নামতে পারবেনা? সেটা তাদের দোষ? সেটা পাকি পরিকল্পনা?

কিন্তু পুলিশ+ছাত্রলীগ+আয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করবে সেটা ঠিক আছে? গুলিকরে মানুষ হত্যার পরিকল্পনা কার?

আপনি বুঝতে পারছেন কি বলছেন?

আপনি কি পুলিশি হত্যার ভিডিও গুলি দেখেছেন?

পুলিশ ইচ্ছা করেই মানুষ হত্যা করেছে। তারা প্রথম থেকেই হত্যার নিদৃশ পেয়েছিলো।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের সময় রাস্তায় নেমে যদি পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলাফল কি হওয়ার সম্ভাবনা ছিলো বলে আপনার মনে হয়? এটার উত্তর দেন, অতপর আমি বাকীটুকু নিয়ে আলাপ করবো!

৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

দূর মিয়া বলেছেন: সুনা ভাই এই জাতি বড় ভয়ানক্ষ। এই জাতি মাথা লাতি মারে আবার টুপিকে সালাম করে। ভারত আমেরিকার নির্বাচন এর অপেক্ষায় আছে

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:




এবারের আমেরিকার নির্বাচন পুরো গ্রহকে বিশালভাবে বদলিয়ে দিতে পারে; আমরা হঠাৎ করে পুরোপুরি ইয়েমেনে পরিণত হতে পারি।

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৩

দূর মিয়া বলেছেন: সুনা ভাই এখানে দেখি সব মার্কেটার। মাঝে মাঝে ফেসবুক আর সংবাদ দেখবেন তাহলে বুজবেন কি পরিমাণ মার্কেটিং হচ্ছে

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



ঢাকা ইউনিভার্সিটি এখন থেকে ফেইসবুকে পিএইচডি দিতে পাববে

৪০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৮

নতুন বলেছেন: শেখ হাসিনার সরকারের সময় রাস্তায় নেমে যদি পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলাফল কি হওয়ার সম্ভাবনা ছিলো বলে আপনার মনে হয়? এটার উত্তর দেন, অতপর আমি বাকীটুকু নিয়ে আলাপ করবো!

পাথর ছুড়ার বিরুদ্ধে দুনিয়ার কোন দেশের পুলিশের কোডে গুলি করার নিয়ম আছে?

আশাকরি উপরের ভিডিওটা দেখেছেন। এই মানুষ গুলি পুলিশের উপরে হামলা করেনাই। রাস্তায় ছিলো, পুলিশের উপরে ঢিল ছুড়েছিলো, হাতে হয়তো লাঠি ছিলো।

তাদের হত্যা করে পুলিশ লাশ গুলি পুড়িয়ে দিয়েছে।

সেই মনমানুষিকতার সরকারের বিরুদ্ধে মানুষ বাড়ী শুয়ে শুয়ে স্বপ্নে প্রতিবাদ করবে?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

সোনাগাজী বলেছেন:



পুলিশ আক্রান্ত হওয়ার আগ অবধি, মানুষকে গুলি করতে বাংলাদেশের কেহ কি দেখেছেন?

৪১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫

নতুন বলেছেন: পুলিশ আক্রান্ত হওয়ার আগ অবধি, মানুষকে গুলি করতে বাংলাদেশের কেহ কি দেখেছেন?


তাহলে আপনি কি পুলিশের মানুষ মারার ভিডিও গুলি দেখেন নাই? :-*

পুলিশ আক্রান্ত মানে আপনি কি বলছেন?

জনগন কি ককটেল বা অন্য কোন বোমা মেরেছিলো?
জনগন কি লাঠি বা ইটা ছাড়া অন্য কোন অস্র ব্যবহার করেছিলো?

লাঠি আর ইটের বদলে গুলি করাকে আপনি সমর্থন করছেন? বেশ !

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



আমি অনেক ভিডিও দেখেছি; আমি এই আন্দোলনের আগের আন্দোলনগুলোর অনেক ভিডিও দেখেছি; বাংলাদেশের পুলিশ ঘুষ খেয়ে পরিবার নিয়ে আরামে থাকতে চায়, কিন্তু মানুষ হত্যা করে খুশী হয়নি।

পুলিশকে আক্রমণ করা আন্দোলনের অংশ হওয়া উচিত নয়। মওলানা পুলিশকে ১টা ধাক্কাও দিতেন না।

৪২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: আমি অনেক ভিডিও দেখেছি; আমি এই আন্দোলনের আগের আন্দোলনগুলোর অনেক ভিডিও দেখেছি; বাংলাদেশের পুলিশ ঘুষ খেয়ে পরিবার নিয়ে আরামে থাকতে চায়, কিন্তু মানুষ হত্যা করে খুশী হয়নি।

পুলিশকে আক্রমণ করা আন্দোলনের অংশ হওয়া উচিত নয়। মওলানা পুলিশকে ১টা ধাক্কাও দিতেন না।


আপনি কি দেখেছেন বুঝতে পারছিনা।

পুলিশের হাতে নিরস্র মানুষকে হত্যার ভিডিও আপনি দেখেন নাই। লাঠি আর পাথরের মোকাবেলায় গুলি করে মানুষ হত্যা কে আপনি জায়েজ করছেন???

ছাত্রলীগের রাজনিতি করে পুলিশে ঢুকা কর্মীদের দলীয় দায়ীত্ব আছে?





দেখেন পুলিশ কতটা আক্রন্ত ছিলো এবং তাদের কিভাবে আত্নরক্ষাত্বে মানুষের উপরে গুলি করেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:



পুলিশের হতয়াকন্ড বা ষেশ হাসিনার সরকারের মহা ডাকাতী জায়েজ করা আমার কাজ নয়; আমি বলছি। আন্দোলনের নেতৃত্বকে পুলিশের এ্যাকশন বুঝতে হবে।

আমার ধারণা, কোমলমতিরা পুলিশের রিএ্যাকশনকে ( হত্যাকান্ড ঘটানোর সম্ভাবনা ) কাজে লাগিয়েছে আন্দোলনকে সফল করার জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:



ভিডিওগুলো কাজ করছে না, "এরর" দিচ্ছে; আপনি কষ্ট করে এগুলো অকারণ যোগ করছেন; আমি বিবিধ ভিডিও দেকছি।

৪৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: Click This Link

https://www.youtube.com/watch?v=oYIFb5cDyqE&rco=1

৪৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

নতুন বলেছেন: আমার ধারণা, কোমলমতিরা পুলিশের রিএ্যাকশনকে ( হত্যাকান্ড ঘটানোর সম্ভাবনা ) কাজে লাগিয়েছে আন্দোলনকে সফল করার জন্য।

মানুষ কখন জীবনের ঝুকি জেনেও প্রতিবাদ করে?

মানুষের অধিকার হরন, দ্রব্যমূল্য, জীবন জাপনের মান, আয়ামীলীগের অত্যাচার, বাকস্বাধীনতা হরন, দিনরাত চেতনা্ বিক্রি, দেশকে বাবার সম্পত্তি মনে করা ।

আয়ামীলীগ তাদের পতনের জন্য বারুদ রেডি করেছিলো এতো বছর। ছাত্রদের উপরে হামলা, আবু সাইদ হত্যা, স্ফুলিং বিশ্ফরন ঘটিয়েছে।

আর আপনার ধারনা মতন যদি শুধুই জামাত আর পাকিরা সেই বোধ একটা প্রজন্মে যদি সৃস্টি করতে পারে, তবে সেই দেশের সরকারে তারা আসতেই পারে।
তার অর্থ প্রচলিত চেতনার মৃত্যু ঘটতে এবং নতুন আইডিওলজি মানুষ গ্রহন করেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত অসংখ্যবার চেষ্টা করেও মানুষকে রাষ্তায় আনতে পারেনি; কারণ, মানুষ জানতো যে, ওরা কোনভাবে আও্য়ামী লীগ থেকে ভালো নয়।

সেই অভিজ্ঞতাকে পুঁঝি করে পাকী আইএসআই শিবির থেকে লোকজনকে নিয়ে দীর্ঘ সময় ট্রেনিং দিয়ে "ভেঁড়ারকাজে চামড়া" পরিয়ে দিয়ে কাজটা সেরেছে; শেখ হাসিনার পতনের দরকার ছিলো; কিন্তু সেটার পর, দায়িত্ব নেয়ার মতো দল নেই; তাই ইউনুসকে একা চেষ্টা করতে হচ্ছে।

৪৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

জ্যাকেল বলেছেন: হাঃ হাঃ হাঃ লুঃখুঃগেঃ

এইসব আন্দাজি কাজ কারবার নিয়ে আর কত?

সত্য যে কত নৃশংস তা আপনার মত কানা লোক আর কোত্থেকে জানব?

https://youtu.be/ScSjkCnnS2E

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০৭

সোনাগাজী বলেছেন:




আপনার পুর্বসুরীটা ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছে; এবার আপনার সাথীরা সাধারণ ছাত্রদেরকে লাশ বানিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে শেখ হাসিনাকে সরায়েছে।

৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২২

প্রহররাজা বলেছেন: এই মেধাবী দের নেতারা বিএনপি, জামাত, জংলী, এনজিও মালিক, নারীবাদি, সুশীল, ভন্ড সবাইকে এক জোট করে পাকিদের কাজ সহজ করে দিয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এত দীর্ঘ সময় পেলেন, জাতিকে জাতির পয়সায় পড়ালেখা শেখালেন না, শেষে উনার পতন হলো পংগু বুদ্ধির জামাত ও পাকীদের হাতে।

৪৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩

জ্যাকেল বলেছেন: ৭১ সালে যারা গণহত্যা করেছিল সেটার বিচার আপনার পেয়ারি পেয়ারি ভারত করতে চাহেনি। ফাও জামাতের লোকদের অন্যায়ভাবে বিচারিক হত্যা করেছিল স্বৈরাচারি খুনি। আপনার মত পাপিষ্ট লোকের দ্বারাই এই ফ্যাসিজম সমর্থন করা পসিবল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:




আপনার মতো মনোভাবের লোকজন ১৯৭১ সালে পাকীদের মিলিশিয়া হিসেবে কাজ করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.