নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে শেখ হাসিনার মামলার ১ম দিন ছিলো; উনি উপস্হিত নেই কেন?

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০১



শেখ মুজিবের বিচার হয়েছিলো, মওলানার বিচার হয়েছিলো; রাজনীতি করলে মামলা হয়, বিচার হয়। চুরির জন্য বেগম জিয়ার বিচার হয়েছিলো শেখ হাসিনার সময়; আন্দোলনে বাধা দেয়ার জন্য সরকারী বাহিনীকে ব্যবহার করার কারণে আজকে শেখ হাসিনার মামলার ১ম দিন ছিলো। শেখ হাসিনা উপস্হিত ছিলো না; উহার আইনবিদেরা উপস্হিত ছিলো কিনা, আমি এখনো সেটা জানি না; শেখ হাসিনা মামলার মুখোমুখি হওয়ার কোন রকমের ব্যবস্হা নিয়েছে কিনা, সেটাও মিডিয়ায় নেই।

আজকের মামলায় উপস্হিত থাকার জন্য উনার দরকার ছিলো বেশ আগেই আত্মসমর্পণ করা; সেটা করা হয়নি; কেন করা হয়নি, সেটাও জানা যায়নি। শেখ হাসিনার উচিত ছিলো, নিজে মরে হলেও জাতিকে রক্ষা করা, আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করা; ভীতু হলে তো জাতি হেরে যাবে।

আমার ধারণা, ভারত সরকার যদি উনাকে আইনী সাহায্য করে, কোমলমতিরা দুরে থাকুক, আমেরকান এম্বেসীও উনাকে হত্যা করার প্ল্যান করবে না। আন্দোলনে আমেরিকান এম্বসেসী যেভাবে আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করেছিলো, তারা চাইলে শেখ হাসিনাকে হত্যা করাতে পারতো; তারা চাহেনী; এখনো চাহিবে না।

বিচারে উনার সামান্য জেল হবে মাত্র; কিন্তু ইহা স্বাধীনতাকামী ও আওয়ামী লীগকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে, জাতি পথ খুঁজে পাবে; একই সাথে কোমলমতিদের সকল কার্যক্রম আইনবিদেদের মুখ থেকে বেরিয়ে আসবে, ভেঁড়ার চামড়া খসে পড়বে সহজেই।


মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস একবার বলেন রায় হওয়ার পর শেখ হাসিনা কে চাইবেন আবার বলেন আগেই চাইবেন! একবার বলেন তিনি ৪ বছর থাকতে চান আবার বলেন সংস্কার না করে নির্বাচন চাইলে নির্বাচন দিয়ে চলে যাবেন। ভারত থেকে ২০ দেশের রাষ্ট্রদূত আসবে ইউরোপীয় ইউনিয়নের যারা ড. ইউনূসের সাথে বৈঠক করবেন। আমার কাছে মনে হচ্ছে সে মিটিংয়ে শেখ হাসিনা ও ভারত বার্তা নিয়ে আলোচনা হবে।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুস দেশ চালাতে পারার আর কোন সম্ভাবনা নেই; উহা কি বলে তাতে আমাদের কিছু আসে যায় না; সে কোমলমতিদের হাতে প্রাণ হারাতে পারে।

শেখ হাসিনার অন্যাের শিকার স্বাধীনতাকামীরা; তার প্রাণ যদি যায়ও, তাকে বিচারে উপস্হিত থাকাতে হবে।

২| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০

এম ডি মুসা বলেছেন: জনাব ১৯৭১ সালের আওয়ামীলীগ আর বর্তমান সরকারের আওয়ামীলীগ এক নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার ভিতরে খুঁজে পাইনি। শেখ হাসিনার সরকারের লোকজনের ভিতরে ও দেখিনি। এই আওয়ামীলীগ জনবান্ধব না।
এই আওয়ামীলীগ নিজের পেট ভরার আওয়ামীলীগ ‌ । আমি একটা স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য স্বাক্ষর আনতে গেছিলাম দেয়নি। আওয়ামীলীগ নেতারা দেয়নি। দেশের চাকরির বাজার লুটপাট চলছে।
সামনে বিএনপি আওয়ামীলীগ এর স্থান দখল করে ফেলছেন। এখন দেখছি আওয়ামী যে ভূমিকা রাখে
বিএনপির ও আমাদের এলাকার এক চিত্রে চিত্তরঞ্জন হয়েছেন।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



বিএনপি হচ্ছে ক্যন্টনমেন্টের দল, ওরা বর্গী; আমরা বর্গী নই, আমাদেরকে জাতি নিয়ে ভাবতে হবে।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

এম ডি মুসা বলেছেন: মুদ্রার এপিঠ ওপিঠ এক । আমি বিস্মিত হয়েছি একটি কারণে মোহাম্মদ আলী জিন্নাহ সহ পাকিস্তান সরকারের নেতার মুর্তি বানিয়ে ভেন গাড়ি দিয়ে রাস্তায় ঘুরাইছিলেন একজন লোক। কিছুদিন আগে বঙ্গবন্ধু মুর্তি ভাংচুর করে ইসলাম এর দোহাই দিয়ে। আমি ও তখন ভাবছি মুর্তি না বানিয়ে রাখলে পারতেন।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



মুদ্রার ২ পিঠ ব্যতিত সাইডও আছে; আপনি সাইডে থাকুন।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা এখন ঘোরের মধ্যে আছেন।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:




উনার লিলিপুটিয়ান মগজ কাজ করছে বলে মনে হয় না।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

কামাল১৮ বলেছেন: দেশের পরিস্থিতি এবং আইন- শৃঙ্গলার যে অবস্থা তাতে দেশে আশা ঠিক হবে না।উনি শেখ মুজিবের মতো সাহসী না, আর ঐ মাপের নেতাও না।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



উনি চাইলে ভারত উনাকে আইনী সহায়য়তা দিবে।

আমেরিকান এম্বেসী উনাকে আগে যখন হত্যা করায়নি, এখন উনার ভয় নাই। আমেরিকানরা জামাত-শিবির ও বিএনপি'কে পছন্দ করার কথা নয়।

৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শেখ হাসিনা এখন দেশে আসলে যে ভয়ংকর অবস্থা হবে, এটা সামলানোর ক্ষমতা এই সরকারের নেই। এক ঢাকায় যে জাহান্নাম চলতেছে তারা বসে বসে অমুকের ছবি খুলে রাখে, তমুকের ছবি লটকায়। হাবিজাবি করে কিন্তু আসল কাজ ঘোড়ার ডিম ও করছে না। জামায়াতে ইসলাম যেভাবে আগাচ্ছে সামনে কি হবে বুঝা যাচ্ছে না। মানুষকে ইম্প্রেস করার যত ভালো উপায় আছে তারা সবই করছে।

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:




ওদের রাজনীতি হলো, তারা ইসলামের কথা বলে ও গণহত্যা চালায়, সব আমিরের ফাঁসী হয়।

৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:২৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:


এরা কয়েক জনকে ঝুলাবে।

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৭

সোনাগাজী বলেছেন:




এরা ঠগী, এরা লিষ্ট করে চুপে চুপে বড় ধরণের হত্যাকান্ড চালাতে পারে।

১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৮

সোনাগাজী বলেছেন:




বিচার চললে, মানুষ হত্যার নীল নক্সা কিছুটা অনুমান করা সম্ভব হবে।

৮| ১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জেলের জীবন খুব কষ্টকর।

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩২

সোনাগাজী বলেছেন:



গরীবের জন্য।

৯| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যার দায়ে হাসিনার ফাঁসি না হলেও আজীবন কারাভোগের সম্ভাবনা আছে।

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৮

সোনাগাজী বলেছেন:



ইহা কি গণহত্যা, নাকি গণলাশ আন্দোলন, সেটা বের হোক; তখ আদালত ঠিক করবে কি করতে হয়।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১০

এসো চিন্তা করি বলেছেন: ক্ষমতা জিনিস টাই এমন যে চায় সে আরো চায় , কিন্তু সবকিছু দেখলে এখন উনি এতোকিছু চিন্তা করছেন না
উনার চিন্তা নিজে বাঁচি আগে ।।

আমি নতুন আমাকে সাপোর্ট দিবেন ধীরে ধীরে লেখা আসবে ।

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আইন দেখবে উনার কি হওয়া উচিত।

১১| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

আহরণ বলেছেন: শেখ হাসিনা মৃত্যুকে পরোয়া করে না। এ পর্যন্ত ১৯ তাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে। উনি বুঝেশুনে বাংলাদেশে ফিরে আসবেন, বোকার মত নয়। @ দাদা??

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



উনি বোকার মতো কাজ করেছেন, যার জন্য জাতির এই অবস্হা; উনি জ্ঞানীর মতো ফিরবেন কি করে, উনার কাছে জ্ঞান আছে বলে মনে হয়?

১২| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন, শেখ হাসিনা তার জীবন দিক। জেল খাটুক। তাহলে আওয়ামী লীগ সোজা হয়ে দাঁড়াবে? আর কোনো পথ নেই!!

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আরো অনেক পথ আছে, উনার বিচার হওয়াটা সঠিক পথ; তখন জাতি জানতে পারবে যে, এসব কোমলমতিরা কিভাবে কোথা থেকে এলো; এরা আমাদের কেহ নয়।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহা গণলাশ আন্দোলন নয়; বলা যেতে পারে গণআন্দোলনে হাসিনা গণলাশ ফেলিয়েছিল। এবার হয়তো বুঝেছেন?

১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫০

সোনাগাজী বলেছেন:



হাসিনা ভালো ছিলো না, কিন্তু যারা আন্দোলন করেছে, তারা নিজ পরিচয়ে আন্দোলন করেনি; কারণ, তাদের অতীত ইতিহাস হত্যার ইতিহাস।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০

নতুন বলেছেন: আরো অনেক পথ আছে, উনার বিচার হওয়াটা সঠিক পথ; তখন জাতি জানতে পারবে যে, এসব কোমলমতিরা কিভাবে কোথা থেকে এলো; এরা আমাদের কেহ নয়।


৩ মাসেও কোন গোয়েন্দা সংস্থারা কোমলমতিদের সাথে পাকি ট্রেনিংএর যোগাযোগ পেলো না। আপনি ও মনে হয় না এতো গুলি মানুষের মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলে মেনে নেবেন।

আপনিও হাকা ভাইয়ের মতন বলবেন কোমলমতিরা হত্যা করে শেখ হাসিনার নাম দিয়েছে।

১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



গোয়েন্দা সংস্হা তো আপনার ও আমার নয়; গোয়েন্দা আছে আছে আমেরিকার, ভারতের ও পাকিদের; ওরা বাংগালীদের চাকুরী করে না।

যারা এইবার নাম লুকিয়ে আন্দোলন করেছে, তাদের ইতিহাসটাই হত্যার ইতিহাস।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০

নান্দাইলের ইউনুছ বলেছেন: বিচার চললে, মানুষ হত্যার নীল নক্সা কিছুটা অনুমান করা সম্ভব হবে।

বিচার হবে বলে মনে হয় না।
ফাসির আয়োজন হবে মাত্র।

১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:



এবারের আন্দোলনকারীরা মিথ্যুক, এরা নিজেদের পরিচয় লুকায়েছিলো, এরা সত মানুষ নয়।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯

ক্লোন রাফা বলেছেন: আমি চাই শেখ হাসিনা এসে মামলার মোকাবেলা করুক। কিন্তু তিনি আসবেন তার বিচার হবে সেই নিরপত্তা দিতেই সক্ষম নয় বর্তমান সরকার‼️ এরা বিচার করবে কিভাবে, এরা প্রধান আইনজিবি নির্বাচিত করছে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ডিফেন্ড করা আরেক নব্য রাজাকার‼️
এখানে প্রকৃতপক্ষে আমি বিচারের কোন সম্ভাবনাই দেখতেছিনা। কোন কিছুর উপরই নিয়ন্ত্রন নেই সরকারের। ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



উনি এলে, আমেরিকান এম্বেসী ও ভারতীয় এম্বেসী সবই করবে পেছনে থেকে, তখন কোমলমতিদের হাত থাকবে না।

১৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এখানে এখন রাত না সন্ধ্যা? ইনসোমেনিয়া সমস্যা আছে নাকি? এত রাতে জেগে থাকা তাও অনলাইনে ভালো নয়।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:


আমার ঘুমের সমস্যা আছে কিছুটা; আমি সংবাদ টংবাদ দেখি রাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.