নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
মানুষ ড: ইউনুসের চড়ুইভাতী সরকারের উপর আস্হা হারায়েছে; আন্দোলনের পর, বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছে আন্দোলনকারীদের এনার্খীর কারণে; জামাতীরা মানুষকে চাকুরী থেকে তাড়ায়ে তাদের চাকুরী দখল করছে; ছাত্ররা পুরোপুরি রাস্তার মালিক হয়ে গেছে, সরকারকে চাপে রাখছে; সরকার শৃংখলা ফিরিয়ে আনতে পারেনি; এবং পারার কোন সম্ভাবনা নেই।
বিএনপি'র কর্মীরা টাকার বিনিময়ে আওয়ামী প্রতিপালন ব্যবসা করছে; মানুষ বিভ্রান্ত, দলগুলো নিজেদের কথা বলছে, মানুষের জন্য একটি শব্দও উচ্চারিত হচ্ছে না।
শুরুতে, আন্দোলনকারীদের পরিচয় মানুষ না জানাতে ও মানুষ শেখ হাসিনার সরকারের লোকজনের চুরি-ডাকাতিতে অতিষ্ঠ থাকায়, শেখ হাসিনার সরকার পতনে খুবই আশাবাদী হয়ে উঠেছছিলো। কিন্তু সাড়ে ৩ মাসে ড: ইউনুসের চড়ুইভাতী সরকার কিছুতেই দেশে শৃংখলা ফেরত আনতে না'পারায় মানুষ হতাশ হয়ে গেছেন। মানুষ বুঝতে পারছে যে, কিছু বিশৃংখলার পেছনে আও্য়ামী বেনেফিসিয়ারীরা আছে; কিন্তু মুল বিশৃংখলা সৃষ্টি করছে সাধারণ ছাত্রদের নামে প্রতারণাকারী কোমলমতিরা।
মানুষ আন্দোলনকারীদের সফলতায় হতবাক হয়েছিলো; কিন্তু তারা আরো হতবাক গেছে তাদেরক সরকারে দেখে; এদেশের মানুষ বিশ্বাস করতে পারছে না যে, ছেলেপেলেরা দেশ চালনায় কোনভাবে অংশ নিতে পারে; ইহা মানুষকে ভয়ংকরভাবে হতাশ করেছে। কয়েক লাখ মানুষ চাকুরী হারায়েছে এদের কারণে: এরা মানুষকে চাকুরীচ্যুত করে সেখানে আবর্জনা স্হাপন করেছে; গার্মেন্টেস থেকে হতাশা বেরিয়ে আসছে।
আন্দোলনকারীদের হঠকারিতার কারণে ১২ শ্রেণীর বাচ্ছারা পরিক্ষা না দেয়ায়, সাধারণ মানুষ ধরে নিয়েছে যে, ছাত্ররা কন্ট্রোলের বাহিরে চলে গেছে! আসলে, ছাত্রা কন্ট্রোলের বাহিরে চলে গেছে; এমনিতে প্রশ্নপত্র ফাঁস করে এরা পরীক্ষা দিয়ে আসছিলো; এবার একেবারেই পরীক্ষা দেয়নি। ভালো ছাত্রদের ভালো প্রতিষ্ঠানে ভর্তির কোন নিশ্চয়তা নেই; সেখানে আন্দোলনকারীদের লোকজনকে ভর্তি করাবে ।
মানুষ একটি শক্ত, নির্ভরযোগ্য একটি সরকার চেয়েছিলো, এখন তারা দেখছে, ছেলেকতগুলো জাতিকে নিয়ে ছিনিমিনি খেলছে!
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫৬
সোনাগাজী বলেছেন:
আপনার এই বেকুবী ও লম্বা মন্তব্য আমি পড়তে পারবো না।
২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: রাকু হাসান তিন মাসে ৮৭ হাজার চাকুরি দেয়া অসম্ভব! সকল নিয়োগ পরীক্ষা স্থগিত। পুলিশের পাঁচ হাজারের মতো বাদ দিয়েছে। অন্যদিকে সমন্বয়হীনতার কারণে ফুটপাতে দোকান উচ্ছেদ করছে কিন্তু এদের কাজ দিতে পারছে না। সেন্টমার্টিনের মানুষ কাজের অভাবে বিক্ষোভ করছে। কারখানা তে শ্রমিক ছাটাই হচ্ছে। কয়েকটি কারখানা পুড়ে গেছে এবং সাধারণ পাবলিক মালামাল লুট করেছে। ঋণ খেলাপির পরিমাণ বেড়ে গিয়েছে। শেয়ার বাজার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে। মহাসড়কে অটোরিকশা ধরে তা বিক্রি করে দিয়েছে সেনাবাহিনী। এতে ১/২ হাজার লোক বেকার হয়ে গেছে। ঢাকায় নাকি অটোরিকশা বন্ধ করে দিবে। ট্রাফিক পুলিশে মোটে ৩০০ জন নিয়োগ দিয়েছে। প্রাইভেট ব্যাংকে ৫০০-১০০০ লোক ছাটাই হয়েছে। সব কিছুতে সমন্বয়হীনতার অভাব। জোর করে শিক্ষক পদত্যাগ করানোর ঘটনা বাদ দিলাম।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫৮
সোনাগাজী বলেছেন:
উনাকে আমি জানি, উনি প্রশ্নফাঁসযুগের গ্রেজুয়েট। আমি আমারটা লিখছি, উনি এতে উপকৃত হলে ভালো, না'হলে সমস্যা নেই।
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫৬
রাকু হাসান বলেছেন:
সৈয়দ কুতুব সাহেব
- মন্তব্যে লাইকড । ৮৭ হাজার দিয়েছে কিনা বা কিভাবে দিয়েছে তা তথ্য জানতে পারিনি। বাট সরকার বলেছে । চাকরি হারিয়েছে এবং দিয়েছে ,দুইটাই সত্য ,সংখ্যার গড়মিল আছে দুইটাতেই । ধন্যবাদ আপনাকে প্রতি মন্তব্যে আশার জন্য।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০২
সোনাগাজী বলেছেন:
সরকার ও ছেলেরা চাকুরী দিয়েছে মানুষকে? লিলিপুটিয়ান গল্প বন্ধ করেন। গার্টেন্টস ও প্রাইভেটরা ভয়ে চুপ করে আছে, আপনি বলছেন সরকার ও ছেলেরা চাকুরী দিচ্ছে? ৪ কোমলমতির চাকুরী হয়েছে ও আরক নিহতের ২ ভাই ও বোনকে বসুন্ধরা চাকুরী দিয়েছে; এতদিন চাকুরী আছে কিনা খবর নায়ের দরকার।
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০১
আহরণ বলেছেন: mob lynch, lawlessness, মিথ্যা ভাষণ, সংখ্যালঘু দমন, অসার ভারত বিরোধিতা, ব্যবসায়ে বিনিয়গহীনতা, অপগন্ড উপদেষ্টা মন্ডলী, ভারতীয় পণ্য বর্জনের আস্ফালন, লাগামহীন দ্রব্যমূল্য .................... এই সবই তো, @ দাদা?
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০৪
সোনাগাজী বলেছেন:
কাজের মাঝে ১টা হয়েছে, যারা ১৯৭১ সালের স্বাধীনতা চাহেনী, তারা "নতুন স্বাধীনতা" পেয়েছে শেখ হাসিনা থেকে; কিন্তু জাতিকে পংগু বানায়ে দিয়েছে। প্রশ্নফাঁসরা এখন থেকে উত্তরফাঁস করে দিলেও পরীক্ষা দিতে চাইবে না।
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০৫
রাকু হাসান বলেছেন:
আপনার এই বেকুবী ও লম্বা মন্তব্য আমি পড়তে পারবো না।
হাহাহহাহা কবি এখানেই নিরব । কোনটা বেকুবী মনে হয়েছে ? বললে শোধরে নিই। এখন কিন্তু ছোট করে করলাম । সমস্যা হবার কথা না ।
সালাম জানবেন সোনাগাজী সাহেব।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১১
সোনাগাজী বলেছেন:
আমার পোষ্ট আপনার মন্তব্য থেকে ছোট।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১৩
সোনাগাজী বলেছেন:
আন্দোলনোত্তর এনার্খীতে আছেন নাকি?
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:২২
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার আহরণ আজকে যা যা ঘটনা ঘটছে তার জন্য শেখ হাসিনা দায়ী। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে খোদ আওয়ামী লীগ সাপোর্টার ভোট দেয়নি নৌকায়। বাসা থেকে বের পর্যন্ত হয়নি। আর শেখ হাসিনা জংগী নিয়ে ফাউল খেলা খেলসেন। উনার কারণে আজ জাতি বেদিশা হয়ে কাদের ক্ষমতায় বসাইসে নিজেরাও জানে না। আমি নিজেও কিছু বুঝতে পারছি না।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:২৯
সোনাগাজী বলেছেন:
২০০৯ সালের ভোটে আওয়ামী লীগ বেশী ভোট পেয়েছিলো মিলিটারী ফলাফল বদলানোতে; এরপর, শেখ হাসিনার যেই পরিমাণ জনপ্রিয়তা ছিলো, আও্যামী লীগ ২০১৪ সালে জয়ী হতো; কিন্তু শেখ হাসিনা সেখানে ক্রিমিনাল কৌশল করাতে দেশের মানুষ ক্রমেই উনার উপে আস্হা ও বিশ্বাস হারায়েছে।
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪২
ইলি বলেছেন: সব কিছুতে সমন্বয়হীনতার অভাব। ইউনুস স্যার বেদিশা হয়ে কাদের ক্ষমতায় বসিয়েছে নিজেও জানে না।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৫
সোনাগাজী বলেছেন:
ছেলেপেলে, এনজিও'র অদক্ষ ডাকাত (বিদেশী টাকা চুরি ), দেশের ভেতরের বকবক দিয়ে এই ধরণের সরকার সম্ভব? এসব ম্যাঁওপ্যাঁদের কথা ব্যুরোক্রেটরা শুনবে? আমাদের ব্যুরোক্রেটরা দক্ষ নয়, তবে ওরা ডামিদের বুঝে যায়।
৮| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৫৯
নান্দাইলের ইউনুছ বলেছেন: Okay
২০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৩
সোনাগাজী বলেছেন:
ঘুরেফিরে সেনাবাহিনী
৯| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪
ক্লোন রাফা বলেছেন: দেশের প্রতি দেশপ্রেম, ভালোবসা ও শ্রদ্ধা না থাকলে যা হয় ঠিক তাই হোচ্ছে‼️ কামারের যায়গায় কুমার এনে বসিয়েছে ড. ইউনুস! এবং এটাকেই বিরাট পরিবর্তন মনে করছে গবেট’রা! আগে ছিলো চোর , ডাকাত,দুর্ণীতিবাজদের জয় জয়কার ! আর এখন এনে বসিয়েছে কসাই, ড্রাগ এ্যাডিক্টেড, অথর্ব ও জঙ্গি ! কারন, এদের দেশের প্রতি কোন কমিটমেন্ট নেই।
সাধারন মানুষ ঠিক আমার মত মনে করেছিলো এটা ছাত্র জনতার শতস্ফুর্ত আন্দোলন। মানুষ বিপুল আশা নিয়ে পরিবর্তনের জন্য যোগ দিয়েছিলে এই আন্দোলনে। কিন্তু পুরো ব্যাপারটা মিটিকুল্সলি প্ল্যান করেই করা হয়েছে! দেশটা চলে গেছে স্বাধীনতা বিরোধী জঙ্গিদের দখলে! কাজেই মনে হয়না ইতিবাচক কিছু আর হবে এদের দ্বারা।
বিঃদ্রঃ- রাশি হাসান আপনার পোষ্টে প্রাসাঙ্গিক মন্তব্য করেছে । আমি মনে করি মন্তব্যের জবাব যুক্তি দিয় খন্ডন করুন। বড় মন্ত্যব্যের জবাব সময় নিয়ে করুন । এত অধৈর্য হোলে কি চলে
ধন্যবাদ, চাঁদ গাজী।
১০| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬
ক্লোন রাফা বলেছেন: **রাকু হাসান
১১| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
নাহল তরকারি বলেছেন: লেখাটি সমাজের বর্তমান সংকটময় পরিস্থিতি ও মানুষের ক্ষোভকে শক্তিশালীভাবে তুলে ধরেছে। তবে শুধু সমস্যা নয়, এর সমাধানের উপায় নিয়েও কিছু দিকনির্দেশনা থাকলে এটি আরও কার্যকর হতো। পাঠকদের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের জন্য উৎসাহ দিতে পারত।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৮
রাকু হাসান বলেছেন:
লেখা যদি নির্মোহ হয় পড়তে ভালো লাগে। তবে সেটা লিখবেন আর ছাড়বেন ,আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ,সেখানে কথা বলার নৈতিক অধিকার আমার নেই । আপনি বলেছেন আন্দোলনের পর বিপুল মানুষ নিহত হয়েছে ।- নিশ্চয় তাদের বিচারও চাইবেন। প্রশ্ন আন্দোলন চলাকালীন কিংবা দীর্ঘ ১৫ বছর স্বৈশাসনের নিহত, গুমের কথা বলবেন না ? বিষয়টি এক পাক্ষিক হয়ে গেল। সেটা যেই হত্যা করুন ,উস্কানি দিক,সেটাই বিচার দাবি করা উচিত। আন্দোলনের আগেরটা দ্বায়মুক্তি দিয়ে ,পরেরটার বিচার সুষ্ঠু বিচার সম্ভব নয় । দুইটাই আলোচনায় রাখা যেত । আর আপনার এক পাক্ষিক বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে কাজ করার ইচ্ছা থাকে ,তাহলে ভিন্ন কথা । আমি বিশ্বাস করি ,আমি কোন পেইড বা কারও দ্বারা প্রভাবিত কোন ব্লগার না ।
বি.এন.পি আওয়ামী প্রতিপালনে ব্যবসা করছে -এখানে সহমত পোষণ করছি ।
ইউনূস সরকার আস্থা হারাচ্ছে - এটি আমিও মনে করি ।
চাকরি হারিয়েছে -আবারও কর্মসংস্থানও হয়েছে । দুইটাই হয়েছে । কিন্তু কয়েক লাখ চাকরি হারিয়েছে সেটার কোন তথ্য প্রমাণ দিতে পারবেন না আপনি । এটা আপনার মনগরা কথা ।
আন্দোলনের কারণে পরিক্ষা বাদ বা শর্ট করে নিয়ে ফলাফল ,এটা এই সরকারের ব্যর্থতা । আপনার ভাষায় প্রশ্নফাঁস জেনারেশন এর প্রশ্ন ফাঁস আওয়ামী লীগই করতো । নাকি তখনও এই কোমলমতিরা করেছে? শিবির করেছে? এই দ্বায় পুরোটা আওয়ামী লীগ নামক ধর্মের । বিগত ১৫ বছর আগে প্রশ্নফাঁস বলে কিছু শুনিনি । আপনি জেনে থাকলে জানাবেন । আমি জানি না । তাহলে দোষ আগে কাকে দিবেন? যৌক্তিক প্রতি উত্তর থাকলে দিবেন দয়া করে ,না থাকলে এই মন্তব্যের উত্তর আশা করছি না । টু দ্যা পয়েন্ট এন্ড লজিক্যাল ।
আপনার সাথে ব্যক্তিগত বিরোধ নেই । তর্কের খাতিরে মন্তব্য রাখি । এখানে বির্তক হয় ,নতুন আলোচনার জন্ম ও সমাধানের দিশা আসে তাই কি । হয় ভুল করব নয় তো শিখবো । এই তো জীবন । ভালো থাকুন সব সময় ।