নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট

আমি খুব সাধারণ মানুষ । সাধারণ থাকার চেষ্টা করি ।

সোনালী সিড়ি

সোনালী সিড়ি › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান ভারত দু দেশকে সমান তালে ঘৃনা করি...

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

X(X(X(X(X(













৭১ এ পাকিস্তানের ভয়াবহ নির্মমতাকে যারা মন থেকে ঘৃনা করেনা তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না...

সম্প্রতি দেখা যায় কিছু মুখে চেতনাধারী সুবিধাবাদী লোক, যাদের সকল দুশ্চিন্তা একমাত্র পাকিস্তান নামক হুইল চেয়ারে অবস্থান করা একটি পঙ্গু দেশ ঘিরে....

যাদেরকে আমরা ৭১ সালে পর্যাপ্ত লেসন দিয়ে দেশে পাঠিয়েছি, যারা প্রতিনিয়ত নিজেদের দেশের প্রবলেম সলভ করতে হিমশিম খাচ্ছে...তাদের নিয়ে সকল দুশ্চিন্তা..,!!!!

অন্যদেকে একটি দেশ যারা ১৯৭১সাল থেকে আজ পর্যন্ত অসহায় বাংলাদেশীদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি আমার বাংলাদেশী মা বোনের লাশ কাঁটা তারে ঝুলছে...যারা স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে যাওয়া আজও আমার দেশের সমুদ্র ও স্থল অঞ্চল দখল করে বসে আছে...

যাদের থেকে তিস্তাচুক্তি/ফারাক্কা চুক্তির নায্য আচরণ আজ অবদি পাইনি...যারা টিপাইমুখ বাঁধ দিয়ে আমার দেশকে মরুভূমি বানাতে বসেছে...যাদের নগ্ন হস্তক্ষেপে আজ আমারদেশ গৃহযুদ্ধের দারপ্রান্তে...

ওরা বলে আমরা নাকি ওদের রাজ্যে বসবাস করি, ওরা নাকি আমাদের স্বাধীনতা পাইয়েদিয়েছে...ওরা আমার দেশের ইতিহাস বদলে দিতে চায়, অসংখ শহীদের রক্ত ও অগনিত মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে তারা তাদের দান বলে ক্রেডিট নিতে চায়......

এতকিছুর পরেও যারা বিশেষ সার্থে দিনকানা সেজে বসে আছেন, যাদের পাকিদের প্রতি চুলকানি ঠিকই আছে বাট ভারতের আগ্রাসনের বিরেদ্ধে কথা বলতে লজ্জা পান...

তাদের বলছি...

আপনার চেতনা যদি কোনো বিশেষ দেশের ভালবাসায় সিক্ত, বুঝেনিন....আপনি দেশপ্রেমিক নন আপনি তাবেদার..,

আপনি মুক্তিযোদ্ধের সপক্ষ শক্তি নন আপনিই রাজাকার....

আসুন সকলে নিজেকে প্রশ্ন করি..

হে দেশপ্রেমিক...!!

কি তোমার চেতনা..??

তুমি কি চেতনায় বাংলাদেশী..?

নাকি চেতনার আড়ালে ভিনদেশী..!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

নাহিদ২৯ বলেছেন: সহমত

২| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মদন বলেছেন: আমিতো এইডাই কই। পাকিরা সবচেয়ে বেশি জালাইছে যুদ্ধের ৯মাস। আর ভারত জালাবে ৭১ এর পরথেকে ভারতের সাথে বাংলাদেশ মিশে যাবার আগ পর্যন্ত।

জয়বাংলা।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮

রাজু রহমান বলেছেন: সহমত

৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

নিয়ামুল ইসলাম বলেছেন: আমিও আপনার সাথে একমত ভাই, কষ্ট লাগে তখনোই যখন বাংলাদেশীরা ভারত পাকিস্থানের পতাকা নিয়া লাফালাফি করে, আর আমার পরিচিত কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশের সাথে খেলার সময় ও পাকিস্থান জিন্দাবাদ বলে চিৎকার করে। :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.