নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাত সমুদ্র তেরো নদী

এ কা ন্ত দর্পণে স ম য়ে র প্র তি বি ম্ব

হীরক লস্কর

হীরক লস্কর › বিস্তারিত পোস্টঃ

আমি ছিলাম আমি আছি আমি থাকবো!!!

২৩ শে মার্চ, ২০০৬ বিকাল ৩:২০

সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দ। আপনাদের সবাইকে জানিয়ে বিদায় নিয়েই দূরে সরেছিলাম এতদিন। তবে হৃদয় থেকে ছেড়ে যাইনি আপনাদের। বাঁধ ভাঙার আওয়াজের আবহের মধ্যে থেকেই শুনেছি আপনাদের সাদর পিছুডাক। প্রচুর ভালবাসা, শ্রদ্ধা ও প্রীতিময় উচ্চারণে আপনারা আমাকে এখনও মনে ধরে রেখেছেন। এখনও খুঁজছেন আমাকে, এখনও বলছেন ফিরে আসতে। এখনও বিভিন্ন লেখায়, ছড়ায়, মন্তব্যে আমাকে স্মরণ করে আপনাদের দীর্ঘশ্বাস পড়তে দেখি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। শ' খানেক ছোট ছোট লেখা দিয়ে এত সুহৃদ, এত শুভাকাঙ্খী, এত বন্ধু পাওয়া যায়, এ আমার জানা ছিল না। কিন্তু চলে গিয়ে আমার নতুন তৈরি অবস্থানে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমি আর আগের মত করে ফিরে আসার কথা ভাবছি না। তবে আপনাদের সপ্রেম আগ্রহের কারণে এটুকু উচ্চারণ করি যে, আমি ছিলাম! আমি আছি!! আমি থাকবো!!!



কিছুই অতীতের মত সোনালী থাকে না। সবকিছুই রং হারিয়ে বিবর্ণ হয়। আমার বিদায় তাই রূপ নিচ্ছে চিরবিদায়ের সুরে। স্মৃতির পাতা যতই ভারী হয়ে উঠুক নস্টালজিক ভাবনায়, জীবন নশ্বর। কিছুই স্থায়ী নয় এ বিশ্বে। স্থায়ীত্বের ক্ষণ হয়তো আরো স্বল্প এই ভাচর্ুয়াল পৃথিবীতে। সুতরাং অমরত্ব যেখানে অলীক সেখানে সেই অসম্ভব-অর্জনের চেষ্টায় সময়ক্ষেপন নিরর্থক। আমি তাই বেছে নিয়েছি এক নীরব প্রস্থানের নিভৃত উপায়; স্বেচ্ছামৃতু্য। আমার এই স্বেচ্ছামৃতু্যর সিদ্ধান্ত আপনাদেরকে ব্যথিত করবে জানি, আপনাদের স্মৃতির পাত্রে অশ্রু-শিশিরের মুক্তো টল-টল করে উঠে জলের ধারা জন্মাবে জানি, তবে চূড়ান্ত সত্যকে মেনে দ্রুত মেনে নিতেই বলবো। যা একদিন ঘটতো তা নাহয় একটু আগে ঘটলো । এ ক্ষুদ্র নশ্বর জীবনে আপনাদের প্রাণ-স্পর্শে বৃথাই যে স্ফুলিঙ্গের মত জ্বলে উঠে বুঝেছি এই চকিত আতশবাজির মধ্যেই জীবনের শ্রেষ্ঠ পাওয়া অর্জিত হয়ে গেলো, বাকী দীর্ঘ সময় ধরে ছাই হয়ে বেঁচে থাকার নিরানন্দ থেকেই মুক্তি খোঁজাই হওয়া উচিত আমার আরাধ্য। সে মুক্তিই আমাকে দিন। আমাকে চির-বিদায় জানান। আমার যা অর্জন তা আমি আপনাদেরকেই দিয়ে গেলাম। তাকে আপনারা যেমন ইচ্ছে রাখুন আপনাদের হৃদয়ে। আর যেসব অসমাপ্ত কাজ রয়ে গেলো, যা করবো বা লিখবো বলে আশা দিয়েছিলাম, তার দায়িত্ব দিয়ে গেলাম আমার স্নেহভাজন চৌধুরীকে। ইতোমধ্যে সে আপনাদের ভালবাসা পেয়েছে। আমি জানি তার যোগ্যতা আছে আপনাদের ভালবাসা মাথায় নিয়ে আমার অসমাপ্ত কাজগুলোকে চূড়ান্ত পরিণতি দেয়ার। আপনারা তাকে হারিয়ে যেতে দেবেন না। তার মাঝেই আপনারা আমার ছায়া পাবেন, আমাকে পাবেন।

আর স্বর্গলোকের উজ্জ্বল তারাটি থেকে আমি আপনাদের আর্শীবাদ করে যাবো, ভালবেসে যাবো। আনন্দ ও উল্লাসে কাটুক আপনাদের জীবন। সুখী হোক আপনাদের হৃদয়। বিদায়...দেখা হবে অমর্তলোকে।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-১

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

হাসান বলেছেন: স্বাগতম লস্কর ভাই। খুব ভাল লাগল আপনাকে ফিরে পেয়ে :)

২| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

অমি রহমান পিয়াল বলেছেন: এইডা কী রিলে রেস যে বাটন চৌধুরিরে দিয়া গেলেন! কেসটা কী কনতো!! আপনি তো আসলেই আজিব কিসিম!!! হঠাৎ আইয়া কন যাইগা! গেতেছেনগা যখুন তো আইলেনই বা ক্যালা!!! মজা লন?? আহেন মিয়া ছব অভিমানমুন থুইয়া। প্লিজ হীরক দা, প্লিজ...

৩| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

অমি রহমান পিয়াল বলেছেন: ভাই কী ছুইছাইড খাইবেন নাকি! অমর্ত্যলোক, স্বর্গলোকের উজ্জ্বল তারা.... পেগ কয়টা ঠিক কইরা কন তো দাদা!!

৪| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

হাসান বলেছেন: দাদা বেশ মাল খেয়েছেন বোঝা যায়, থাক পিয়ালদা ওনার নেশাটা জমতে দেন।

৫| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

অপ বাক বলেছেন: দাদা রাসেল(.........) আপনের রোদচশমা নিয়া ফাজলামি করছে ওরে একচোট দিতে হবে।
আর মাঝে মাঝে কাজের ফাঁকে আসবেন কইলেন এই এতদিন লাগলো এই করতে।

৬| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

অতিথি বলেছেন: হুমমমম...আমি জানি কিসের গন্ধ পাচ্ছি....বে..শ..আঁশটে............

৭| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

অতিথি বলেছেন: হুমমম যিনি রাম তিনি কৃষ্ণ......পরমহংস মাপেন মা গঙ্গার কৃপা...

৮| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩

উৎস বলেছেন: তাই তো, অরূপের কথায় সত্যতা আছে, গুগলে সার্চ দিলে শোমচৌদারএকটা ছবি পাওয়া যায়, অনেকটা লস্কর ভাইয়ের পুরোনো ছবির মতোই ...

৯| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ৯:০৩

অতিথি বলেছেন: অরুপের মন্তব্য গেলো কই????:)

১০| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩

অরূপ বলেছেন: fishy! very fishy indeed!!

১১| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩

হাসান বলেছেন: অরূপের মন্তব্য গেল কই? কোনখানে লস্করদা রামের নেশা ত্যাগ করে অরূপের মন্তব্য ডিলিট করে আবার নেশায় ফিরে গেছে, হিকঃ হিকঃ। তা দাদা নেশাবাজটা কে ছিল লস্করদার ভূত না শোমচৌ-এর বর্তমান?

১২| ২৩ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩

অরূপ বলেছেন: "বল গো বল গো সখি কোন বা দেশে যাই"

১৩| ২৪ শে মার্চ, ২০০৬ রাত ১২:০৩

অতিথি বলেছেন: মুহুহুহুহুহুহুহুহুহুহুহুহু ....!

১৪| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

হিমু বলেছেন: সবকিছুই ঠিক ছিলো লস্করদা, খালি উত্তম আর অতি উত্তমে গিয়ে ধরা খেয়ে গেছেন। এখন এইসব ভং ছাড়েন, স্বনামে হোক বেনামে হোক লেখা চালিয়ে যান। নমস্কার।

১৫| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

:) বলেছেন: স্বনামে ত' লেখা চালাচ্ছেনই ! বেনামে ছবিটা ব্যবহার না করলে ধরা পরার কোন সম্ভাবনাই ছিলোনা।

যাই হোক URL টা থাকুক আবিশ্বাসীদের জন্য
http://tinyurl.com/na2u3

১৬| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

অতিথি বলেছেন: ইউআরএল তো কাম করে না হাসি ভাই।

১৭| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

অতিথি বলেছেন: হীরক ভাই,
মুছে ফেলেন এই পোস্ট। অনেক কস্ট লাগছে। পায়ের দাগ মুছে ফেলুন, স্মৃতিতেই আপনি থাকুন, সবাই ব্যাপারটা নিয়ে গল্প তৈরী করছে, আমিও করেছিলাম, অনুরোধের ঢেকিতে মুছে ফেলেছি....

১৮| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

অরূপ বলেছেন: হীরক দা!
নিজের ঘরে গিয়া কাম করেন ! অন্য পাবলিকের দুশ্চিন্তা বাড়িয়েন না..
আর হ্যা আপনের টাক মাথা আর মোঁচ ওলা ছবিটা প্রোফাইলে দিবেন.. ;)

১৯| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৪:০৩

:) বলেছেন: সমস্যার ত' কিছু নাই, আমি অনেককেই চিনি যারা একাধিক আই ডি ব্যবহার করছেন। আমার ত' মনে হয় আমিও করি!

সাদিক: URL কাজ করছে! আবার চেক করুন। না হলে এটা করুন।
Click This Link

২০| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

উৎস বলেছেন: বলেন কি হাসিমুখ ভাই শেষমেশ আপনিও।

দ্্বিশতক হাকানোর জন্য শোমচৌকে অভিনন্দন।

২১| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

অতিথি বলেছেন: [ইংলিশ]ডঊখঈঙগঊ ইঅঈক ঐওজঙক উঅ[/ইংলিশঃ)

২২| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

অতিথি বলেছেন: হীরকদা

২৩| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

অতিথি বলেছেন: হীরকদা WELCOME BACK ঃ)

২৪| ২৪ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

অতিথি বলেছেন: আমি কিছুই বলবোনা, শুধু মনে রাখলেই চলবে, তিন গোয়েন্দা কিন্ত এখন আর রকিবুল সাহেবের কলমের মাথায় নেই। সামহোয়্যারেও নাকি তাদের সদর্প বিচরণ আছে। অতএব, সাধু কিংবা লস্করদু অথবা শোমচৌদাদু.... সাবধান।

২৫| ২৪ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০৩

কালপুরুষ বলেছেন: যাই যাই বললেই যাওয়া হয়না
পাব পাব করলেই পাওয়া হয়না
নিয়তির সূতা বাঁধা বিধাতার হাতে
মানুষের সাধ্য কি আর ভাগ বসায় তাতে
হীরকের ঔজ্জ্বল্য কমে কি কখনও ঢাকে যদি কেউ তা দুহাতে
আঙ্গুলের ফাঁকে জ্বলে সে ঠিক
যেমন তারারা জ্বলে রাতে

২৬| ২৪ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০৩

অতিথি বলেছেন: আমি কিন্তুক একখান রহস্য গল্পের বুকে হাত দিছি।

২৭| ২৪ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০৩

অতিথি বলেছেন: please handle with care

২৮| ২৪ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩

অতিথি বলেছেন: কচু...
ভাষা জ্ঞান দিয়ে অখাদ্যকে সুখাদ্যে করার নিরন্তন চেষ্টা...

নিজে আগে খান, তারপর গরু ছাগলকে...

২৯| ১৯ শে মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: আমার দুর্ভাগ্য, আপনি যখন নিয়মিত লিখতেন, তখনও সামহোয়্যারের ঠিকানা আমি পাই নি। আপনার আগের লেখাগুলো পড়ছিলাম আর খুব দু:খ হচ্ছে আপনি এখন নিয়মিত লিখেন না বলে... লিখা যায় না একটু নিয়মিত?

৩০| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৯

অতিথি বলেছেন: বস ! ফিরা আহেন !

৩১| ০৯ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৪৫

তীতুমীর বলেছেন: আপনি যদি এখনও ব্লগ পড়ে থাকেন তো ফিরে আসুন ।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫০

অতিথি বলেছেন: এইসব ঝাপসা কথায় কাজ কবে না । আসো। চোরায় তোমারে খুজতাছে। লস্কর তোমারে খুব মিস করি বন্ধু!

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৪৭

অতিথি বলেছেন: এসে কিছু পোস্ট দিয়ে যান । নাইলে ফ্রন্ট পেইজে আর দেখা যাবে না আপনার নাম ....

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০

রাগ ইমন বলেছেন: আপনার প্রশংসা শুনি অনেক, তা চলে যাওয়া কেন? নতুন করে ফিরে আসার জন্য? তাও খারাপ না, নতুন অবস্থানটা আমাদের বাদ দিয়ে করলে, ন্যায্য হয় না। ভাল লেখা পড়ার অধিকার আমাদের আছে!!!!

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৩

অতিথি বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাইজান। চলুক খেলা

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৩

অতিথি বলেছেন: শিরোনাম টা পরিচিত মনে হচ্ছে। ব্লগেই আগে দেখেছি মনে হচ্ছে।

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৫

আপন তারিক বলেছেন: আপনি আর নাই। বা পাশে সবোচ্র্চ ব্লগারদের যে তালিকা ছিলো, তাতে আজ আর আপনার নাম দেখছি না।
আছি বললে আর হবেনা, এসে পড়ুন... নতুন পোস্ট দেন!

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০২

অতিথি বলেছেন: ঠিক । আইসা আবোল তাবোল কিছু দিয়া হইলেও নামটারে উপরে টানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.