নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

চন্দ্ররূপা (TSN-10)

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩



চন্দ্ররূপা জোৎস্নার স্নিগ্ধতায় স্নাত
দেহবর্ণ মৌনমন জ্ঞান-গুণ, দেখি
মাঝে মাঝে তার থেকে কথাবলা শিখি
স্বপ্নজাগে সাথে তার বাঁধি সুখ নীড়।
লাজলজ্জা ঝেড়ে ফেলে একদিন রাত
মনকথা বলে দেই কাগজেতে লেখি
সম্মতিটা জানা যায় দেখে পদ্ম আঁখি
তারপর দু’টি মনে প্রেম করে ভীড়।

একদিন শুনি এক তুফানের ডাক
কেউ তারে নিতে চায় তেপান্তর গ্রামে
চন্দ্ররূপা বলে দেয় সে এখন থাক!
হবেনা এ, অভিজাত সজনের নামে।
আঁখি জল মুছে ফেল ও আমার বেলি,
থাক চল কোর্টে যাই বিয়ে করে ফেলি।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দশপদী কবিতার সনেট রিমেইক। মূল কবিতা-

কঙ্কন শিঞ্জন ধ্বনি টুং টাং টুং
মোমল কমল দেহে অপরূপা রং।
ভাল কিগো আছ বল চন্দ্ররূপা তুমি?
এস গাঁথি ফুলমালা বসন্ত মৌসুমী।
একি এমন নয়নে দেখ কিগো বল?
হঠাৎ এমন করে দেখার কি হলো?
শুনেছি বাসায় নাকি কারা এসেছিল
জেনেছি সকল আমি, রিনি বলেগেল।
চন্দ্ররূপা শুভদিন সন্নিকটে তবে?
নতুন নীড়ের স্বপ্ন, কি যে মজা হবে।
কি বল্লে আমায় তুমি আমি জানোয়ার?
হলোনা হলোনা প্রিয়া আমি আনোয়ার।
একি তেড়ে আস দেখি, ও আমার বেলি?
থাক চল কোর্টে যাই, বিয়ে করে ফেলি।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


সময় সবকিছুর উপর নিজের স্বাক্ষর রেখে যায়!

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন:




চাঁদগাজী

চাঁদের আলোয় মিটে আঁধারের কণা
পেঁচক লাগায় প্যাঁচ সে আলো বিনাশে
তারতো আঁধার পানে চিরন্তন প্রেম
আলোয় অসহ্য লাগে পেঁচক কূলেতে।
মানুষ মরছে যেথা নিরন্ত ক্ষুধায়
সেখানে লোভিরা খায় রাক্ষসের মত,
শয়তান খুশী হয় দুঃখির দুঃখেতে
সেকথা মানুষ কেন বুঝেনা এখনো?

আল্লাহর সন্তুটিতো দরিদ্র সহায়ে
মুসলীম সেকথা কি ভুলেই গিয়েছে?
অথচ এ চাঁদগাজী দারিদ্র তাড়াতে
অবিরাম পথখুঁজে করছে সুকাজ।
ভুল কিছু থাকে সব মানুষের মাঝে
তবে কারো ভাল কাজে অবহেলা নয়।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

শামচুল হক বলেছেন: সনেট দুটো খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন:




গল্পকার সামচুল হক

অল্পস্বল্প গল্প লেখে সামচুল হক
ব্লগে গিয়ে পড়ে দেখি মোটামুটি বেশ
অজান্তেই সর্বনাশ কিভাবে যে হলো
শয়তান মানুষের কূ-কর্মের ফলে।
দূরাচার বেটা লাগে অপরের পিছে
অপরের দূরবস্থা দেখে হয় খুশী
উল্টোতে তার জন্য কি অপেক্ষা করে
সেকথার ভাবনাটা তার মনে নেই।

অবশেষে অসতের বিপদের কাল
একদিন এসেপড়ে অযাচিত ভাবে
পাওনাটা একসাথে বদলোক পায়।
মন্দ কাজে মন্দ ফল একদিন ফলে
শামচুল হক সেটি তুলেছেন গল্পে
আন্তরিক ধন্যবাদ তাঁর জন্য তাই।

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লিখনি। তবে আপনি এখন বিরতি দিচ্ছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

সনেট কবি বলেছেন:



শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)


সমাজের হালচিত্র আচার বিচার
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ায়
অমলিন দেখাযায় প্রকাশ গুণেতে
চিন্তা তাঁর পরিদৃষ্ট প্রত্যেক বিষয়ে।
কূ-কাজের মুন্ডুপাতে জাগ্রত চেতনা
দূরাচার বিতাড়নে সুতীব্র আগ্রহ
তার থেকে জন্ম নেয় কর্মের উদ্দৌগ
অযথায় আছে তাঁর অরুচি অনেক।

সমাজেতে প্রয়োজন নিতান্ত নির্লোভ
সজ্জনের সমাহার দূর্নীতি নির্মূলে
তা’ না হয় হবেনাতো সমাজ সুন্দর।
মন থেকে দূর করে কূ-চিন্তা সকল
সততায় পায় সুখ নিয়ত সবাই
শাহাদাৎ হোসাইন সেকথা জানায়।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: সনেটে আপনি এখন অনেক পরিপক্ক হয়েছেন। ঝটপট সনেট লেখা যথেষ্ট মেধার প্রয়োজন, সে মেধা আপনার আছে। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

সনেট কবি বলেছেন:




কবি শহীদুল ইসলাম প্রামানিক

সকলের মনে তোলে আনন্দের টেউ
শহীদুল ইসলাম প্রামানিক কবি
ছড়াকাব্যে পাঠকেরে বিমোহীত করে;
কবিতার চরিত্ররা বাস্তবের মতো।
কবি খোঁজে মানুষের জীবনের কোণ
তারপর তুলে আনে সম্পর্কের হীরে
দেখি উহা জ্বলজ্বল কতটা যে করে
মুগ্ধমন দেখে শেষে নৃত্য করে উঠে।

চিত্তজুড়ে বাজে কত মনহরী বীণ
কবি কথা সুরে সুরে ব্যাঞ্জনায় ভরা
পাঠকের আকুলতা সেখানেই ঝরে।
মনে পড়ে আরো কত মিষ্ট কথা কবি
দিয়েছেন আমাদের সৌজনের সাথে
মোহনীয় রত্ন কথা যত্নকরে ঢেলে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ধুতরার ফুল বলেছেন: অসাধারন সনেট । আপনি দ্রুত সময়ে সনেট লিখতে পারেন। বই বের করেছেন কয়টা এ যাবত?????

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

সনেট কবি বলেছেন:




ধুতরার ফুল

গুণেতে পাগল করে ধুতরার ফুল
দেখতে সুন্দর রান্না লোভনীয় লাগে
রন্ধন প্রণালী বেশ মুগ্ধতায় ভরা
নিয়মে কাঠিন্য নেই পরিপাটি সব।
মন্তব্য করেন তিনি সকলের ব্লগে
এমন সুহৃদ জন নেই খুব বেশী
পরের মঙ্গল চিন্তা পরিস্ফুট দেখে
আদর্শ মানুবী বলে মনে হয় তাঁকে।


এভাবে পরের ভাল করে কয় জন?
মেয়েরা পারবে সব মনোযোগে শিখে
আপনি শিক্ষিকা ভাল ধুতরার ফুল।
কামনা আমার সবে উপকৃত হোক
একান্তে পাঠেতে নিত্য মহোদয়া পোষ্ট
এমনি উদার যেন সকলেই হয়।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:২২

সনেট কবি বলেছেন: ব্যাক্তিগতভাবে ২০০২ সালে একটা বই বের করেছিলাম।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:২২

অপরিচিত মানব শুণ্য বলেছেন: দারুণ লিখনি আপনার.... এই প্রথম আপনার ব্লগে এসেই আপনার সনেটের ফ্যান হয়ে গেলাম।
অসাধারণ....।

সনেট লিখা কষ্টকর মনে হয় কিন্তু আপনি সেটাই কিনা কি সাবলীল ভাবেই লিখে যাচ্ছেন.....

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৪

সনেট কবি বলেছেন:



অপরিচিত মানব শূন্য

জানি হে অপরিচিত মানব শূণ্য এ
সনেট লিখায় আছে অনেক সাধনা।
আল্লাহ সহায় হলে সামান্য এ কাজ
আমিতো কিছুই নই নিতান্ত অক্ষম।
আল্লাহ লেখান বলে লিখতে যে পারি
নতুবা আমার নেই কোনই ক্ষমতা
কবিতা লাগাম ধরে আনতে যে বসে
তাইতো পারিনা দিতে নিজেরে কৃতিত্ব।

একদা পারিনি আমি লিখতে কিছুই
নিতান্ত ব্যর্থতা নিয়ে ভুগেছি নিয়ত
দয়ায় প্রভুর শেষে পেয়েছি সাফল্য।
এখনো যদিনা তিনি সহায় না হন
তবেতো বেকার বসে চুষব কলম
তাইতো প্রভুর তরে সেজদা নিরন্ত।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪১

সনেট কবি বলেছেন: তারমানে এ সনেট লিখতে আমার ১২ মিনিট প্রয়োজন হয়েছে। এটা আল্লাহর দয়া ছাড়া আদৌ সম্ভব কি? এবং আমি জানি এটা সম্ভব নয়। সুতরাং আমি বুঝি নেপথ্যে কে আছেন? কার দয়ায় একটা হাদারামও সনেট লিখতে পারে?

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই ।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

সনেট কবি বলেছেন:



কবি শাহরিয়ার কবির

‘সমাপ্তির রেখা টান’ কেন এ হতাশা?
আরেকটু প্রচেষ্টায় ফিরবেনা প্রাণ,
জড়ানো সম্পর্কে? তবে ছাড়ুন হতাশা
নীলিমা আসবে ফিরে আনন্দ বিলাতে।
সময় থমকে গেলে চালিয়ে দিবেন
নতুনত্ব যোগ্যতায় চমকে দিবেন
নীলিমার বাপশুদ্ধ অবাক হবেন
সমাপ্তির রেখাটানা নীলিমা ভুলবে।

আবার ভরবে শূণ্য কবিতার খাতা
আনন্দে আকুল হবে কবির হৃদয়
নীলিমা হাসবে, কবি ভালবাসবেন।
হে কবি শাহরিয়ার কবির হে গুণী
আপনার কবিতায় অনেক প্রাণের
নৈর্বদ্য দেখেছি তাই এত ভালবাসি।


০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

সনেট কবি বলেছেন:



কবি শাহরিয়ার কবির

সমাপ্তির রেখাটেনে নীলিমা গেলেন?
ফিরিয়ে আনুন তবে নিজ যোগ্যতায়।
এ যাওয়াই না হয় শেষ যাওয়ার
যেন ক্ষণকাল কোন, কবি প্রচেষ্টায়।
নীলিমার বাপসহ ফিরিয়ে আনুন
ফাইজলামি নাকি হে, মনভাঙ্গা কারো?
মানব বন্ধন করে প্রতিবাদ হবে
প্রয়োজনে প্রতিবাদী মিছিল চলবে।

আমারা কবির সাথে সকলেই আছি
মনভাঙ্গা অনাচার রুখবই তবে
চলে যদি যাবে তবে এসে ছিলে কেন?
ব্যার্থ প্রেমিকের দল এক হও সবে
হারাবার কথা নয় আর কোন দিন
নীলিমাদের ছিনিয়ে আনব এবার।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫১

সনেট কবি বলেছেন: এখানে দু’সনেটের ব্যবধান ১০ মিনিট। অবশ্য এখানে সন্দেহের সুযোগ আছে।

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

অপরিচিত মানব শুণ্য বলেছেন: হ্যা.... কিন্তু আপনার সনেটগুলো কিন্তু অসাধারণ...

উপস্থিত সনেট লিখার মাধ্যামে বুঝা যায় আপনার সনেট লিখার
অপরিসীম দক্ষতা....

আশা করি আরো অনেক সনেট পাব....

অনেক অনেক শুভকামনা জানবেন প্রিয় কবি.....
ভাল থাকুন নিরন্তর।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা। আল্লাহ আপনার সুন্দর মনের জন্য আপনার মঙ্গল করুন।

৯| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

রওশন_মনি বলেছেন: ভালো লাগলো বেশ কবিতাখানি।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

সনেট কবি বলেছেন:



কবি রওশন মনি

কবিতায় কবি কাম্য কবির মন্তব্য
সে অর্থে অন্তর আজ আপ্লুত অনেক
আল্লাহর শুকরিয়া কায়মনে করি
তাঁর দয়া গুণে হয় সকল সম্ভব।
মূর্খ জন চিনেনা সে প্রভু মহিয়ানে
অকৃতজ্ঞ হয়ে তারা তাঁকে ভুলে থাকে
অথচ এ অনুচিত বুঝেনা অধম
দূরাচার জন ঘৃণ্য অকৃতজ্ঞ মন।

রওশন মনি কবি জেনেছি অনেক
আপনার স্বচ্চ কাঁচ ভাবনার রাশি
সেথা আছে সুনির্মল জ্ঞান শীতলতা।
দয়াময় প্রতি করি বীনিত প্রর্থনা
আপনার লেখা যেন আরো তীক্ষ্ণ হয়
কবির কলম যেন ক্ষুরধার হয়।

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭

রওশন_মনি বলেছেন: ধন্য হলাম আমাকে নিয়ে লিখেছেন বলে এবং মুগ্ধ হলাম। ভাল থাকুন দোয়া করি।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.