![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
কবি রাবেয়া রাহীম
কবিতার মতো তার সু’নাম সুন্দর
নেশাময় কবিতায় সুখের আফিম
অনুপম সেই ছন্দে রাবেয়া রাহীম
প্রাণবন্ত সব দিক নিরন্ত সে ছবি।
আনন্দের স্নিগ্ধ মন সুরম্য অন্তর
চিরতার রাখ তার হে মহা মহীম,
প্রতিভায় সিক্ত যারে করেছ অসীম;
প্রবলের স্নেহ ধন্য, স্বাগত হে কবি।
আমাদের এ আলয়ে ছড়িয়ে আলোক
ছন্দময়ে গড় এক কাব্যের নিলয়,
কামিনীর নবরূপে আবার আসোক
নীতিকথা নিত্য দিন সত্যের নির্ণয়।
আপনার কাছে এই প্রনতি জানাই
নবরূপ কবিতায় যেন হে তা’পাই।
# ছন্দ: অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(দুই)
ব্লগার বিলুনি মাহাত্মে
বিলুনি নামের মর্ম যদিও অজানা
অনেক মন্তব্য পেয়ে বুঝিছি অনেক
সজ্জন সুহৃদ জন, শুভেচ্ছা শতেক
সে তাঁকে নাদেয়া যেন সৌজন্য খেলাপ।
বিলিয়ে দিলাম তবে মনের নাজানা
ফুলের সাজানো ডালি সানন্দে বারেক,
আনন্দ উচ্ছাস ভরা অন্তরে প্রত্যেক,
সে গুনী গুনের তরে, নহে এ প্রলাপ।
অজান্তে এখন আমি নিজেরে হারাই
কখন কোথায় যেন কেজানে সেকথা?
কখনো কেমন যেন নিজেরে নাপাই
এটাকি শুধুই এক অনর্থ অযথা?
নাবুঝে থাকেন যদি করব কিআর
বিলুনি কামনা করে মঙ্গল সবার।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(তিন)
ব্লগার চাঁদ গাজীর মন্তব্যে মন্তব্য-
দীপ্ত চাঁদ, চাঁদ গাজী মন্তব্য বেলায়,
ব্লগে তার জ্ঞানফুল, শেফালী বকুল।
সেই জ্ঞান নদী বহে ভাসিয়ে দু’কূল
শিল্পায়িত ভাষা তার, অশান্ত অন্তর।
আমি পাই ঝলমলে আলোর ভেলায়
সামু ব্লগে জ্ঞান রাশি, সাগর অকুল।
যেথা পাই চাঁদ গাজী, মন্তব্যে অতুল
ধোয়া তার মন্দ নয়, স্বীকৃতি সুন্দর।
দু’জনার মত দুই অমিল সেখানে
তথাপিও মিল এই ভাষায় সমতা,
কেন কিযে কিজানি কি, জানিনা কেজানে?
একজাতি বলে তাই হয়তো মমতা!
এবারতো ভাবি বসে আমরা কিচাই?
অমতের মতভুলে মিলব সবাই।
# ছন্দ: অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(চার)
ভাবনায় ব্লগার নতুন
সামুর ব্লগেতে এসে দেখেছি নতুন
নতুন নামের এক ব্লগার ভাসায়
জ্ঞানের সাগরে নাও স্বদেশী ভাষায়
দেখেছি বিস্তৃত তার জ্ঞানের প্রান্তর।
প্রবাসে থেকেই তিনি করেন যতন
স্বদেশী মানুষ জনে ব্লগের নেশায়
ভুলিয়ে মনের ব্যাথা, সুন্দর লেখায়
সকলে আপন তাঁর কিস্নিগ্ধ অন্তর।
এমন মানুষ পাওয়া সৌভাগ্য অনেক
সকলে সাক্ষাত দেয় হোক সে অখ্যাত
জ্ঞানের সেতারে তার সময়ে প্রত্যেক
সুরের ঝঙ্কার তোলে প্রশান্তি যে কত!
নতুনে নতুন তাই করছি এ দাবী
আসুন একত্রে গড়ি নতুন পৃথিবী।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(পাঁচ)
কবি বিদ্রোহী ভৃগুর কবিতায় মন্তব্য-
হে কবি বিদ্রোহী ভৃগু দ্রোহের অনলে
পুড়িয়ে করুন ছাঁই সকল অন্যায়
কবিতা খঞ্জরে করে পশুত্বে বিদায়
সকলে জানিয়ে দিন সঠিক কি কাজ।
নিজের দোষের কথা মানুষ জানলে
ছাড়বে বিপথ নিজ বিবেক ঘেন্নায়
ফিরবে সুপথে সবে আলোর বন্যায়
আনন্দে গড়বে শেষে শান্তির সমাজ।
আপনি সকলে জানি আপন ভাবেন
বুঝিকি কবির মনে কিআছে সবি তা’
সুচিন্তে অনেক পূণ্য, আপনি পাবেন
তাইতো সবার জন্য লিখেন কবিতা।
এপড়ে মোহীত সব পাঠক অন্তর
আমিও দেখেছি সেই শোভীত সুন্দর।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(ছয়)
জল কাব্যে কবি ভ্রমরের ডানা -
ভ্রমরের ডানা জানি ছোঁয় পুষ্প দল
দলে দলে ফুটে তারা নিশি ভেজা প্রাতে
অতঃপর ঝরে, পড়ে মালিনীর হাতে
মালা হয়ে ভাবে ফুল, প্রেমীদের কথা।
ভ্রমরের ডানা নামে কবি ছোঁয় জল
জল কাব্য রচে কত প্রাত দিবা রাতে
সাগরের ঢেউ কত দোলে আঁখি পাতে
স্মৃতিময় হয়ে থাকে তারা সব তথা।
জল কল কোলাহল কল কল করে
নদী বলে সব জল সাগরেরে দেব।
মালি বলে ঝরে ফুল ঝরে ফুল ঝরে
সব ফুল নিয়ে আমি মালা গেঁথে নেব।
ভ্রমরের ডানা দোলে দু’রকম বায়
ফুল দল জল কল ভুলে মন তায়।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
(সাত)
অনুপ্রেরণায় কবি অরুনি মায়া অনু
অরুণের প্রখরতা রোদেলা দুপুর
অনুজীব বিনাশের অনন্য সময়,
হে অরুনি মায়া অনু এমন তো হয়
আপনার কবিতায়, আপদ নির্মূল।
জ্ঞান প্রভা বিকিরণে পঙ্কিল পুকুর
পাপজল শূণ্য করে কাব্যিক ছোঁয়ায়,
অবিবেকে ঢেকে রাখা আচ্ছন্ন ধোঁয়ায়
মানুষেরা পাড়ি দেয় সাগর অকুল।
হে অরুনি লিখে যান সুমনে এমন
অপরাধ মুক্ত হোক মানব সভ্যতা
অসতের বিতাড়নে সময় এখন
অপরাধ সাথে বাদ সমস্ত সখ্যতা।
মায়াময়ী মহীয়সী কাব্যের ও দন্ডে
লন্ডভন্ড করে দিন কূ-লোক ও ভন্ডে।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(আট)
কবি শায়মা
শায়মাতে সারি সারি ‘ছড়া’ ছড়াছড়ি
নারী নিয়ে কত কথা কত কথকতা,
ভাবনায় নেই তার নেই অলসতা
অপসরা তাকে ভেবে খায় গড়াগড়ি।
দু’জনার মিলতাল কি যে জড়াজড়ি
পলাশের লেখনিতে ঝরে আকুলতা,
যেন তিনি মুক্তা ঝরা রত্ন অবারিতা
কথা তার ঝরা ফুল, ঝরে কুড়ি কুড়ি।
শায়মাপি শায়মাপি আহা কি যে তার
জনে জনে জানা জানি, জানি মনে মনে।
লিটনের ছড়াকাব্য পেয়ে উপহার
কি মনে যে ভাবে তিনি ভাবি আনমনে।
তারে নিয়ে লিখতেই কথা ভুরি ভুরি
ঘিরে ধরে আমারে যে আহা মরি মরি!
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
(নয়)
কবি খায়রুল আহসান
খায়রুল আহসান ওপার চিন্তন
অব্যাহত রেখে তাঁর মনের সাদায়
আল্লাহর ইবাদত করেন আদায়
ভাবনার তীর তাঁর সুতীক্ষ্ণ চিক্কন।
কেটে গেছে কত কাল সফল জীবন
না আটকে পদদ্বয় অসুখী কাদায়
পরপার চিন্তা তাঁর মনটা কাঁদায়
এভাবেই ঘটে তাঁর আত্মার জীয়ন।
সুভদ্রের কথাকলি রত্নের ভান্ডার
মহোদয় এভাবেই সময় কাটুক,
জ্ঞানাঘাতে মরে যাক কূচিন্তা গন্ডার
আপনার প্রেরণায় এমনি ঘটুক।
তাঁর কথা যেন কোন মায়ের আাঁচল
মনবলে তিনিই যে বান্ধব আসল।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(দশ)
ব্লগার ডঃ এম এ আলী
ডঃ এম এ আলী এক মহান ব্লগার
জটিলতা বিশ্লেষণে সুদক্ষ অনেক
নাহি ছেড়ে গবেষণা ফলেতে অর্ধেক
বিষয়ের পুরোটই করেন দখল।
ব্লগ রাজ্যে মহারাজ সুপ্রিয় সবার
সকলের সাথে থেকে সময়ে প্রত্যেক
ক্ষান্ত নাহি দিয়ে কাজে মূহুর্ত কয়েক
নিরিবিলি করে যান মানব মঙ্গল।
মুক্তমনা মহা আলী পরান জুড়াতে
পোষ্ট দানে সর্বদাই বৈচিত্র আনেন
কোথায় কি প্রয়োজন আলোক ছড়াতে
সেসকল ক্ষেত্রমত তিনি তা’ জানেন।
জ্ঞানময় চিত্রে মন মোহতে জড়ায়
বিজ্ঞতার রনজয়ে নিশান উড়ায়।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(এগার)
ব্লগার সাদা মনের মানুষ
সাদা মনের মানুষ মনের সাদায়
ছবি ব্লগের সুদৃশ্য স্বযত্নে আঁকেন
তিনি এসবে এখন সর্বদা আছেন
তাঁকে থামাতে পারেনা কোন কি বাধায়।
বনে বাদাড়ে পহাড়ে ভ্রমণ যাত্রায়
তিনি যখন তখন যেথায় থাকেন
পোষ্টে সেসব প্রকাশ করতে থাকেন
তাঁর সুকর্ম সকলে কত কি জানায়।
দেখে সে রূপ এ মন আনন্দে আকুল
কত অতুল্য ছবির সুরত্ন দূর্লভ
চিন্তা চেতনা মানস আহা কি ব্যাকুল
দেখে যে যার মতন সময়ে সুলভ।
সাদা মনের মানুষ মানসে যে স্তর
সেথা বিরাজে কত কি রতন বিস্তর।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(বার)
ব্লগার জানা (সামু ব্লগ মাতা)
জানার উপায় জানা, জানায় জানাতে
কানায় কানায় পূর্ণ ব্লগের প্রান্তর
এ কাজে নিবেদি মন নিবেদি অন্তর
এখন জানা’র দৃষ্টি সকল দীগন্তে।
সৃষ্টির এমন রূপ সুন্দর্য আনাতে
জানা’পি চাঁদের মতো আলোক অপার
তাড়াতে নিপূণ হাতে অজ্ঞতা আঁধার
তিনিতো পূর্ণিমা চাঁদ ধরায় দিনান্তে।
জোছনা করুক ওরে সর্বত্র বিরাজ
এ সামু সুন্দর থাক আপির ছোঁয়ায়
দূরেতে বিদায় হোক অকাজ কূকাজ
সে সব হারিয়ে যাক জ্ঞানের ধোঁয়ায়।
আপু’নি রতন মনি জানাই সালাম
সৌভাগ্যে আমরা জানা আপিকে পেলাম।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
(তের)
ব্লগার বিলিয়ার রহমান
বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।
বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।
লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!
তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।
বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# মাত্রা সংখ্যাঃ চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
(চৌদ্দ)
কবি নাঈম জাহাঙ্গীর নয়ন
অনবদ্য কাব্য গাঁথা দেখেছি যে এক
ছুটে চলে অবিরত না হয়ে মন্থর
ছুঁয়ে যায় সে কবিতা পাঠক অন্তর
যে কাব্যিক মুগ্ধতায় হৃদয় আপ্লুত।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন কি এক
মোহজালে বেঁধেছেন পাঠকে বিস্তর
অবরুদ্ধ যারা সব না পেয়ে নিস্তার
আপনার বশচ্ছায়ে হয়েছে আবৃত।
কেন জানি কবি পানে আকুল এমন
জনে জনে জনগনে নিরন্ত আত্মায়,
হয়তবা তাই হয় আমার এ মন
কবি ভক্ত অফুরান অন্তর যা চায়।
কেটেকুটে অকাব্যের কন্টক জঙ্গল
নয়নেরা হোক তবে সাহিত্য সম্বল।
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
[কবিতাগুলোর রচনা কাল অক্টোবর’১৬ - মার্চ’১৭]
০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
সনেট কবি বলেছেন:
সাহিদা সুলতানা শাহী
মানুষ গুণীকে দেখে গুণী হতে চায়
সেকারণে গুণীজনে উপলক্ষ্য করে
লিখছি সনেট আমি রাত্রি দিন খেটে
যেন এ দেশের লোক গুণীজন হয়।
পৃথিবী এখন গেছে অনাচারে ভরে
বিশ্ববাসী গুনী হলে ফিরবে আচার
সভ্যতা সুন্দর হবে শান্ত পরিবেশে
বাসযোগ্য হবে পৃথি শান্তির ছায়ায়।
হে সাহিদা সুলতানা শাহী আনমনে
অহেতুক পথ চলা নয় কোন কালে
সকল কাজের চাই যথার্থ কারণ।
সবে যদি চায় হোক পৃথিবী সুন্দর
একসাথে কাজকরে প্রচেষ্টা চালালে
তখন হয়ত হবে সবার মঙ্গল।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁরা আমাকে শুভেচ্ছা জানানোর প্রয়োজন বোধ করেনা।
২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লগারকে নিজের কাব্যিক পদাবলীর মহিমা দিয়ে উৎসাহিত করেছেন।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১
সনেট কবি বলেছেন:
চাঁদগাজী
দরিদ্র দহন চিন্তা মনের ভিতর
চিরন্ত ভাবনা তাঁর অভাব তাড়ন
সারাবিশ্ব দুঃখিকূল সকল জনের
চেতনায় চাঁদগাজী এমন সুজন।
শাসকের চেতনায় সেচেতনা যদি
আলোড়ন তোলে কোন, অবশ্য তা’হলে
গরীবের স্বপ্নআশা পূরণে কি কাজ
করা যায় শাসকের সে ভাবনা হবে।
চাঁজগাজী চেতনায় রাজনীতি হলে
তবু মনে হবে কোন চলছে প্রচেষ্টা
ফিরাতে গরীব ভাগ্য আন্তরিকভাবে।
গরীবকে হিসেবের বাইরে রাখলে
বঞ্চনার অগ্নিরোষ যেকোন সময়
ভোগের সুরঙ্গমঞ্চ পুড়ে হবে ছাঁই।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১
সনেট কবি বলেছেন: কিন্তু তাদের অনেকেই আমাকে উৎসাহিত করার প্রয়োজন অনুভব করেনা। কাজেই আমার উৎসাহ আমি কতদিন ধরে রাখতে পারি কে জানে?
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৯
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: বাহ! খুব সুন্দর প্রয়াস সহ যুদ্ধাদের নিয়ে কাব্য
খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল।
আর ব্যক্তিগত ভাবে তো কয়েক জনকে চিনি
তার উপর প্রথমে আমার বড় বোন কে নিয়ে খুব ভাল লেগেছে
শুভেচ্ছা ভালবাসা রইল কবি।
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
সনেট কবি বলেছেন:
কবি ফয়েজ উল্লাহ রবি (পারিজাত)
কবি ফয়েজ উল্লাহ রবি (পারিজাত)
কবিতা পড়েছি এক আপনার তবে
এখনো পাকেনি হাত কবিতা লেখায়
প্রচেষ্টায় হয়তোবা উন্নয়ন হবে।
কোন কাজে লেগে থাকা সাফল্যের শর্ত
রনে ভঙ্গদিলে নাহি মিলে গণিমত
যুদ্ধজয়ী বীর হতে আত্মবিশ্বাসের
প্রয়োজন সর্বক্ষেত্রে নিখুঁত নিয়মে।
জীবনের যুদ্ধে আছে সাফল্য ব্যর্থতা
সাফল্যের জন্য চাই কর্মের তুফান
ক্রমাগত প্রচেষ্টার দূর্নিবার নীতি।
আপনার মাঝে আমি সম্ভাবনা দেখি
এরপর হবে কি তা’ বলবে সময়।
তবে চাই আপনার দূর্বার উন্নতি।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৯
সনেট কবি বলেছেন: কিন্তু তাদের অনেকে তাদের নিয়ে লেখা কবিতা পড়তেও এখানে আসেনা। ক’দিন দেখলেই আপনি সেটা টের পাবেন। কাজেই আমি উৎসাহের উপলক্ষ্য পাচ্ছি না।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: এতো কবিতা!
একটা একটা করে পেষ্ট করতেন। ভালো হতো অারো
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭
সনেট কবি বলেছেন:
কবি সামিউল ইসলাম বাবু
সামিউল ইসলাম বাবু মহাশয়
অনেক দিলাম যেন কমতি না পড়ে
এত্তপোষ্ট দেখে মডু বিরক্ত হলেই
লালবাতি জ্বলে যাবে আমার বেলায়।
মডুর পছন্দ নয় আমার কবিতা
অযাচিত হয়ে তবু লিখছি সনেট
কখন না বলে বসে বন্ধ কর সব
চলবেনা এ কবিতা এখানে এখন।
প্রথম পাতার স্বপ্ন রয়েছে অধরা
কতকাল চলেগেল ব্লগের পাতায়
একাএকি লেখাগুলো গড়াগড়ি করে।
কতজন কতকথা এখানে শুনায়
কি আর করব কবি বলেন তাহলে?
আশাহত হয়ে আমি লিখছি তথাপি।
০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
সনেট কবি বলেছেন: প্রিয় কবি ভাবছি এখন থেকে পোষ্ট সংখ্যা বেশী বাড়াবনা। কারন তাহলে ব্লগের উপর থেকে নীচে নামতে কষ্ট হয়। তবে যদি কোন সহ ব্লগারকে নিয়ে ১৪ টি কবিতা লিখি তখন তাঁকে নিয়ে ব্লগ পোষ্ট দেব। নতুবা একটা দু’টা কবিতা নিয়ে পোষ্ট করলে পোষায় না।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপক আয়োজন সনেট কবি ।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ার
সুবিবেচনা লাগবে সকল বেলায়
প্রেমের ভেলায় ভেসে জীবন কাটাতে।
অবিবেচকের সাথে সম্পর্ক ঘুছিয়ে
চলুক সুবিবেচনা মনের আনন্দে।
অচল অবিবেচনা পোকার আদার
মনুষ্যে এ নয় কোন কাজের বিষয়
সুবিবেচনা নির্মল মিলন সঙ্গিতে
কবি মন প্রীত করে করুন উদ্দমী।
হে সেলিম আনোয়ার হে প্রেমের কবি
লিখেছেন যতনেতে প্রেমের কবিতা
অনন্য প্রেমের বানী ঝরনার জল।
টলমল সে জলের শীতল পরশ
পাঠকের জ্ঞান ফিরে উদ্দেপিত হয়
আনন্দে পাঠক ছুটে কর্মের ভুবনে।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৪
সনেট কবি বলেছেন: কি আর করব কবি এ আয়োজনই যে আমার মনের সম্বল।
৬| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনবদ্য কাজ।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন:
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ও মাওয়া ফেরিঘাট
অনেক সুন্দর সব ছবি দেখে মুগ্ধ
না হয়ে উপায় নেই মাওয়া ঘাটের।
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ার
সুনজরে পড়ে ছবি অনবদ্য হয়।
তারসাথে ভাল লাগে আপনার ছবি
ইলিশের ছবি দেখে লোভ লাগে ঢের
ইচ্ছে জাগে ছবি গুলো বার বার দেখি
ধন্যবাদ দিতে হয় মুগ্ধতা কারণে।
আমাদের এদেশটা অনেক সুন্দর
দারিদ্র মাঝেতে আছে এটুকু শান্তনা
কৃতজ্ঞতা আল্লাহর মহিমা দর্শনে।
এখানে অনেক আছে সঞ্চিত সম্পদ
সকলে করলে কাজ আন্তরিক হয়ে
তবেতো উন্নত হবে সহসা এদেশ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল্লাহ আপনার লেখার হাত আরো বাড়িয়ে দেউক- আমিন।।।।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন শাহাদাৎ ভাই।
৮| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪
তারেক ফাহিম বলেছেন: আল্লাহ আপনার মনের খায়েস পুরণ করুক
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সনেট কবি বলেছেন:
তারেক ফাহিমের উন্নত ভাবনা।
দামে কম খায় বেশী, দামে বেশী পঁচে
অবিকৃত থেকে পণ্য দোকান গুদামে।
কিছু ক্রেতা আছে বটে বেশী দামী পণ্যে
তারচে সহজ লভ্য কাজে খাটে ভাল।
বেশী দাম চাইলে পণ্যে উৎপন্ন কম
করতে হয় ঠেঁকাতে বিনষ্ট হওয়া।
অনেক জ্ঞানের কথা বলেছেন ভাল
ভারসাম্য ছাড়া কিছু হয়না সুন্দর।
ছবি যা দিয়েছেন তা’ যয়না যে পড়া,
ব্লগের বাড়াতে মান দিয়ে উপদেশ
সক্কলের ভাল কিছু চেয়েছেন তবে।
ব্লগের আলাদা মান উত্তম কামনা
সবাই চাইলে হবে এতটুকু জানি
বিষয়টা তুলেছেন ধন্যবাদ তাতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: যাদের নিয়ে সনেট লিখেছেন তাঁরা সবাই এ সম্মাননার যোগ্য। সকল গুণীজনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা।