নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

মহান মে দিবস সস-২

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫



পহেলা মে দেখা যায় শ্রমিক মিছিলে
মহান মে দিবসের মাহাত্ম সন্ধান
শ্রমিকের চেতনায়। নিরন্ত সম্মান
জানায় সকলে তারা প্রকাশে উচ্ছাস।
মিছিলের জনস্রোত চলে তালে তালে
একটাই দাবী উঠে প্রদীপ্ত অম্লান
মালিক পক্ষের প্রতি, লোভ সামলান
নতুবা পাবেনা কেউ শ্রমেতে উল্লাস।

না বসলে শ্রমিক মন কুন্ঠাহীন শ্রমে
তবে কি উৎপাদন বেশী হয় কার?
এ ক্ষেত্রে উৎপাদন সর্বদায় কমে
বাস্তবতা বুঝা চাই, যে যতটা পার।
ভালকাজে দিতে হয় মজুরী অধিক
নতুবা কাজের মান হবে না সঠিক।


শ্রমমূল্য

ঘাম শুকাবার আগে শ্রমমূল্য দিতে
বলেছেন মহানবি (সা.) উম্মত কি শুনে?
তারা চায় ভারী হতে টাকার ওজনে
বুঝে তারা বাড়া চাই অধিক সঞ্চয়।
কম দিয়ে প্রাপ্তি বেশী মালিকেরা নিতে
ঠকবাজি করে কত শ্রমিকের সনে
নবির (সা.)কথার মূল্য রাখেনা সে জনে
পাপের হিসেবে নেই তাদের সময়।

মুনাফাখোরের বাড়ে পাপের ভাগাড়ে
ঘৃণ্য সঞ্চয় অনেক। বিবেকের আলো
তাদের কখনো নেই মুনাফা জোগাড়ে।
এসবের জন কভু হয়নাতো ভালো
দেখবে তাদের মন কি মহা উন্মুখ
পরকে ঠকিয়ে লুটে নিতে মহাসুখ।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হক কথা বলেছেন কবি !

শেষের দুটি লাইন একদম হৃদয়ে লেগেছে। ভালো থাকুন। শুভকামনা।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্য ও লাইকের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় কবি।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আজও শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: বিষয়টা বেদনা দায়ক। মানুষের বিবেক জাগ্রত হোক। অধীক মুনাফার লোভে যেন কেউ মানুষ ঠকানোর কাজ না করে।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল লাগল সনেট কবি।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সনেট কবি বলেছেন: কাছের-মানুষ বলে কথা! মন্তব্যে অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার লেখা প্রথম সনেটের লিংক পেতে পারি কি?

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

সনেট কবি বলেছেন: আমি এখনো লিংক এর চেষ্টা করে দেখিনি। এজন্য আমার কোন পোষ্টে কোন লিংক পাবেন না। যখন যা মনে আসে, পোষ্ট দিয়ে দেই। এজন্য ব্লগারদের অনেক বকাও খেতে হয়েছে।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

সৈয়দ তাজুল বলেছেন: শ্রমিকেরা তাদের অধিকার পূর্ণভাবে পাক।

কবিতা ভাল হয়েছে।
প্লাস+++

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যগুলো আমার জন্য বরাবরের মত আনন্দ দায়ক। প্লাসগুলো মনমুগ্ধকর মনে হলো।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার মে দিবসের কবিতা। সকল শ্রমিকের অধিকার নিশ্চিত হোক, সকল মামালিকের বোধেদয় হোক, শ্রম আইনের ধারাগুলো নিশ্চিত করা হোক।

এই কামনায়............

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সনেট কবি বলেছেন: এখনো মালিকেরা শ্রমিকের মজুরী প্রদানে ইতস্তত করে, এটা খুবই দুঃখ জনক।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষের শ্রমে আরব ও মালয়েশিয়া লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে আদম বেপারীরা ও সরকারের দুষ্টরা; ক্ষটিগ্রস্ত হচ্ছে এসব শ্রমিকদের পরিবারগুলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সনেট কবি বলেছেন: একদম একশ কথার এক কথা বলেছেন।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রমিক দিবসে যথার্থ উপহার।তবে এ বঞ্চনার হবেনা কভু অবসান?

অনেক ভাল লাগা প্রিয় কবিকে।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: তথাপি আশায় আছি যদি মানুষের বোধদয় হয়।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশী শ্রমিকদের যে কঠিন জীবন বিদেশে না দেখলে বোঝা যাবে না

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: তারা সেভাবেই নিজেদের শেষ করে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করে।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

অর্ক বলেছেন: সামাজিক সমস্যা নিয়ে লিখেছেন! আপনার উদ্যোগকে ভরপুর সাধুবাদ জানাই। সনেটের জটিলতায় না যেয়ে যদি পাঁচ ছয় লাইনে স্বাধীনভাবে লিখতেন, তাহলে আরও ভালো হতো।

শ্রমিকের মন যদি নাহি দেয় শ্রমে বড়সড় গুরুচণ্ডালী দোষ এখানে!

আপনার আমার মতো অনলাইনে অনেকেই আছে যারা প্রতিষ্ঠিত কবিদের থেকেও ভালো কবিতা লেখে। আরও অন্যান্য কবিতা বিষয়ক সাইটে গেলেই দেখতে পাবেন।

এখানে যতো প্রবীণ ব্লগার আছে তার মধ্যে আপনি আমার সবচেয়ে প্রিয়। আপনার সারল্য আমার খুব ভালো লাগে। বেশ একটা বন্ধু প্রতিম সম্পর্ক গড়ে উঠেছে সময়ের সাথে। একটা সুপরামর্শ দেই। আশা করি অন্যভাবে নেবেন না, চোদ্দ মাত্রার সনেট লেখার মতো পাণ্ডিত্য আপনার নেই। বিভিন্ন সময় আপনাকে বলতে শুনেছি, এই ব্লগের ব্লগারদের কবিতায় বাংলা সাহিত্যের হেন হবে তেন হবে... আসলেই হতে পারে, হতে পারতো, যদি পিঠ থপথপানো, আড্ডাবাজী না করে আমরা কবিতার চর্চা করতাম। সেই দুই বছর আগে, আপনার যেরকম লেখা পড়েছি, এখনও তেমনিই... লেখার বিন্দুমাত্র কোনও উন্নতি হয়নি। এরকম সনেটের মান অর্জন করার জন্যে প্রচুর চর্চা করতে হয়। আপনার সম্ভবত সেই সময় বা ইচ্ছা কোনওটাই নেই। তার থেকে মুক্ত গদ্যে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করুন, তাহলেই ভালো করবেন। এতেই সাহিত্যজগৎ সমৃদ্ধ হতে পারে। এরকম সনেট লিখে আড্ডাবাজী পিঠ থপথপ করাই শুধু সম্ভব, সাহিত্যের আর কিছু হবে না।

অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা। শুভকামনা নিরবচ্ছিন্ন।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

সনেট কবি বলেছেন: সবার সৃষ্টি সবার পছন্দ হয় না। রুচিগত ভিন্নতায় এমনটা হয়। আর সবার পছন্দের হওয়া সবার জন্য জরুরী নয়।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

তারেক_মাহমুদ বলেছেন: দেশ প্রায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এর কবলে পড়ে কিন্তু আমরা ভয় পাইনা, আমাদের এই সাহস কে দিয়েছে? দিয়েছে আমাদের কৃষক, আমাদের শ্রমিক। আমাদের কৃষক যেমন প্রাকৃতিক বিপর্যয়ে দমে যান না,সব ফসল নষ্ট হয়ে গেলেও আবার নতুন উদ্যমে ফসল ফলান। আমাদের মুখে খাবার তুলে দেন।শ্রমিকও তার পরিশ্রমের হাত সবসময় সচল রাখেন।

তাই আমাদের সবার উচিৎ এইসব
মেহনতি মানুষকে ভালবাসা,এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

সনেট কবি বলেছেন: আমাদের অনেক কবি সাহিত্যিক তাদেরকে তাদের কবিতা ও সাহিত্যে তুলে এনেছেন। তারা হয়ত সে রকম দায় বদ্ধতা থেকে এমনটা করেছেন।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

অর্ক বলেছেন: আরেকটা!

আপনার জন্য কবি আল মাহমুদ’র একটি সনেট মন্তব্যে রাখলাম।

সোনালি কাবিন
আল মাহমুদ

সোনার দিনার নেই, দেনেমাহর চেয়ো না হরিণী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি,
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না;
তুমি যদি খাও তবে আমাকেও দিয়ো সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা।

***

আধুনিক কালে আল মাহমুদ’ই দুই বাংলার অন্যতম প্রধান সনেট রচয়িতা। প্রচুর সনেট লিখেছেন তিনি। সম্ভবত একটা সনেট আছে তাঁর পঞ্চাশ মাত্রা’র, এক লাইনে পুরোটা আসেনি বলে শনাক্ত করা যায়নি! তিনিও পরবর্তীতে সনেট ছেড়ে আধুনিক কবিতা রচনা করেন দুহাত খুলে। প্রকৃত শিল্পী সাহিত্যিকদের এই গুণ থাকেই, আধুনিকতা, নতুনকে গ্রহণে তাঁরা সর্বদাই উদ্বাহু।

ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

সনেট কবি বলেছেন: আমাকে আমার মত থাকতে দিন। আমি যা করছি তা’দেখার মত চোখ আপনার নেই। সেটা দেখে কবি খলিল মাহমুদ। তার মত অন্যরাও যখন দেখতে শুরু করবে তখন আমার লেখার মূল্যায়ন হলেও হতে পারে।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

uzzalhosain বলেছেন: যারা শ্রমিকের টাকা অন্যায় ভাবে মেরে খায় তারা কোন দিন সত্যিকারের ভালবাসা মানুষের কাছে পাবে না । হয়তো বা অর্থের প্রভাবে বা ক্ষমতার ভয়ে তাদের কাছে মুখ ফুটে প্রকাশ্য বলতে পারে না । এটা অন্যায় এটা খারাপ

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: ষোলআনা সঠিক কথা বলেছেন।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: যে শ্রমিক মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া ভবন বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়।

০১ লা মে, ২০১৮ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: এটাই কঠিন বাস্তবতা।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রচণ্ড ভাল লেগেছে বিষয় আর কবিতা।
সনেট কবিকে অনেক ধন্যবাদ।

০১ লা মে, ২০১৮ সকাল ৮:১৫

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য প্রেরণা হয়ে থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.