| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করা
সবদিক থেকে ভাল।ভুয়ার জবাবে
শুরুহলে পাল্টাভুয়া কে কোথায় পালাবে
বাঁচাতে নিজের জান? এ বড় বিপদ!
পেয়েছি নিজের কাজে তাঁকে আনকোরা,
দেখেন বিদেশ ঘুরে।প্রীতির স্বভাবে
নেই তাঁর মলিনতা, সেথা খুঁজে পাবে
সৌজন্য, চরিত্রে তাঁর এ হলো সম্পদ।
শুনে তাঁর প্রাত্যহিক জীবনের গল্প
মুগ্ধমন অনুক্ষণ দেখে পরিটাটি
সে গল্পের মাঝে আছে কারুময় শিল্প
নিখুঁত সুন্দর যার চিত্ররূপ খাঁটি।
এ গুণীর জীবনের প্রতি বাঁকে বাঁকে
গুণের ফুলেরা যেন ফুটে ফুটে থাকে।
ব্লগার ভুয়া মফিজ
 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন: 
আপনি চেষ্টা করছেন, উনাকে পরিচিত করতে;  উনি নিক চয়েস করার সময় বেশী ইমোশাল ছিলেন, মনে হয়।
 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫৩
সনেট কবি বলেছেন: নিক দ্বারা তিনি বুঝিয়েছেন তাঁর সাথে ভুয়ামি চলবেনা।
৩| 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫০
স্রাঞ্জি সে বলেছেন: বেশ চমৎকার কাব্য হে সনেট কবি।
 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৫৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব
৪| 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ১০:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: 
আহা! বেশ বেশ!
 
১৬ ই জুলাই, ২০১৮  রাত ১২:১৭
সনেট কবি বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ
৫| 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন চাচাজ্বী।
 
১৬ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:৩৮
ভুয়া মফিজ বলেছেন: সর্বনাশ, আমাকে নিয়ে সনেট!!!
ব্লগের বিগশটদেরকে নিয়ে লেখেন, ঠিক আছে। 
আমিও একজন ব্লগার, আর তেলাপোকাও একটা পাখি!
যাইহোক, লিখেছেন। সন্মানীত বোধ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ।
আসলে আধুনিক কবিতা, সনেট আমার কাছে খুব কঠিন বিষয় মনে হয়। ঠিকমতো বুঝে উঠতে পারি না। সেইজন্য পড়া হয় না। 
তবে এটা কিভাবে আমার নজর এড়ালো জানিনা।
জানানোর জন্য আবারও ধন্যবাদ। নয়তো অদেখাই থেকে যেতো, হয়তো।
 
১৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৫
সনেট কবি বলেছেন: এ ক্ষেত্রে যাকে নিয়ে লেখা হয় সবাই তাঁর অপেক্ষায় থাকে, তাঁর প্রতিক্রিয়া জানার জন্য। আপনার প্রতিক্রিয়া বিনয়ভাব যথেষ্ট ফুটে উঠেছে।
৭| 
১৭ ই জুলাই, ২০১৮  রাত ৯:৪৩
ভুয়া মফিজ বলেছেন: ও ভালো কথা, উনি নিক চয়েস করার সময় বেশী ইমোশাল ছিলেন, মনে হয় গাজীভাই এর কেন এটা মনে হলো জানিনা, তবে নিক আমি চিন্তা-ভাবনা করেই নিয়েছি। ইমোশনাল কাজ আমি বেশী একটা করি না। আর নিক চয়েস করার ক্ষেত্রে তো কোন প্রশ্নই আসে না। 
 
সম্ভব হলে উনাকে জানাবেন। ![]()
 
১৮ ই জুলাই, ২০১৮  দুপুর ১২:১৬
সনেট কবি বলেছেন: আমিও আপনার মনভাব বুঝে সেইমত কবিতা চিত্রয়িত করার চেষ্টা করেছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো। শেষ দুই লাইন বেশি ভালো হয়েছে।