![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সে ফরিদ আহমদ চৌধুরী ব্লগের
‘সনেট কবি’; প্রকাশে কথার মালায়
অন্তরের ভাব দলে।সুন্দর কথায়
সবকিছু বর্ণনার চেষ্টা আছে তার।
জীবন্ত চরিত্র নিয়ে লেখার সখের
থেকে তার ব্লগারের রূপায়নতায়
কবিতা লিখন চলে।সনেট পাতায়
স্থানপায় ব্লগারের কিছু সমাচার।
ব্লগারের সুকাজের সামান্য স্বীকৃতি
কর্মের উৎসাহের নিমিত্তে তা’হবে
অপরের জন্য তাঁর গুণ অবগতি।
এসকল আসে যদি পর অনুভবে
তারাও তেমন যদি হয় গুণবান
বাড়বে হয়ত তা’তে জাতির সম্মান।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩
সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন। ধন্যবাদ।
২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: নিজেকে নিয়ে সুন্দর সনেট, অভিনন্দন সনেট কবি ফরিদ আহমদ চৌধুরী ভাই।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৭
সনেট কবি বলেছেন: আমি তৈল আর স্বীকৃতির পার্থক্য বুঝার চেষ্টা করছি। প্রশংসাও কি তৈল? সে যাই হোক আমার মনে হয় তৈল মন্দ নয় তবে ভেজাল হলে মন্দ। যেমন একজন চৌরকে সাধু সাধু বলা। জানিনা বাংলার মানুষ কবে থেকে কোন কিছু গভীর ভাবে ভাববে, আর রবীন্দ্র নাথের ভাষায় মানুষ হবে।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার ভাল লাগা, মন্দ লাগার প্রকাশও খুবই সাদামাটা। আমি অতি সাধারণ মানুষ। দিনকে দিন, আর রাতকে রাতই দেখি সনেট কবি ভাই।
আমার ভাল লাগার অনুভুতিকে তৈল বা স্বিকৃতির কিছু ভাবার অবকাশ নেই। আপনি বিচক্ষণ মানুষ, সেটা আশা করি আপনিই ভাল বুঝবেন। মানুষ আবেগ সমৃদ্ধ প্রাণি, বিবেকবোধ সম্পন্ন মানুষ খুবই বিরল।
ভাল থাকবেন সতত। শুভ কামনা
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৭
সনেট কবি বলেছেন: কিছুটা বুঝলুম। তবে আরো ভাবছি। আজকে ভাবছি ‘ভাগ্যের দায় বিধাতার নয়’। আচ্ছা আপনি কি ভাবছেন ভাগ্যের দায় বিধাতার? আপনাকে একটিভ পেয়ে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না। আমি চাচ্ছি আমি যেন বিষয়টার যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারি। কারণ উপস্থাপনায় ফাঁক থেকে গেলেই। সে ফাঁক গলে নানা প্রশ্নের উৎপত্তি হয়। অতঃপর সে প্রশ্নের জবাব দিতে দিতে জান শেষ হয়। অনেক সময় এমন হয় যে বিষয়টা আমি জানি কিন্তু কষ্ট করে সাজিয়ে লিখতে ইচ্ছে হয়না।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৬
আবু তালেব শেখ বলেছেন: আপনাকে ভালবাসি প্রিয় কবি
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩১
সনেট কবি বলেছেন: যাক তবু একজন আপন জন পাওয়া গেল। আজকাল আপন জনের বড় অভাব। এমনকি আত্মীয় স্বজনও অনেক সময় আপন জন হয়না। তবে আল্লাহকে আপন জন ভাবায় সুবিধা বেশী। কারণ আল্লাহর মৃত্যু নেই। আর তাঁকে সব সময় কাছে পাওয়া যায়।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
সুন্দর অনুভবতার পরিপুর্ণতা
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫
সনেট কবি বলেছেন: আপনিও সব কিছু মন দিয়ে অনুভব করেন। হয়ত তাতে মাঝে মাঝে খানিক ভুল হয়। তাতে কেউ কেউ হই চই করে। অথচ তারা হই চই না করে সাবলিল ভাষায় কথা বলতে পারে। আপনার পোষ্টগুলো ভাবনার খোরাক যোগায়। আরো অনেককাল বেঁচে থাকুন এবং ভাল থাকুন।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বড় বিপদে ফেললেন শ্রদ্ধেয় কবি ভাই। আমার সাধারণ জ্ঞান বলে, মানুষই মানুষের ভাগ্যের নির্মাতা। আপন কর্মই তার ফল বয়ে আনে। তারপর যদি কিছু থাকে সেটা ভাবনার বিষয়। উপস্থাপনায় ফাঁক না থাকাই শ্রেয়। উত্তর লিখাটা উপস্থাপনারই ধারাবাহিকতা।
নিজগুণে ত্রুটি মার্জনা করবেন।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
সনেট কবি বলেছেন: আপনি বাংলাদেশে জন্মালেন। বাংলা ভাষায় কথা বলেন। আপনার এ ভাগ্যের নির্মাতা নিশ্চয়ই আপনি নন। কিন্তু এর দায় আপনার। কিন্তু সেটা কিভাবে? সেটাই ভাবছি। আশা করছি এ বিষয়ে আপনার থেকে কিছু জ্ঞানগত সহায়তা পাব।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার জন্মের দায় তো আমার না, আমার মা-বাবারও না। ওটা আমার কর্মফলও না (যদিও সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্মে কর্মফলেই জন্মের কথা বলে, পূর্বজন্মের কর্মফলে পরজন্মের সিদ্ধান্ত হয়। আবার ইসলাম ধর্ম তা বলে না কখনোই।)। পৃথিবী সৃষ্টির দায় যেমন পৃথিবীরও না। সৌরমণ্ডলে না হয়ে অন্য কোন এক গ্যালাক্সিতেও তা হতে পারতো।
একমুঠো ধান আকাশে ছড়ালে তার ফলাফল যা হবে, তার যৌক্তিক কিছু কারণ থাকে। আপনি কোন দৃষ্টিতে তা বিশ্লেষণ করবেন, সেটা কিন্তু আপনার বিষয়। অন্যের বিশ্লেষণের সাথে তা মিলতে পারে, বা নাও মিলতে পারে। তবে বিজ্ঞানের ভাবনায় তার বিশ্লেষণ হবে চিরন্তন। পৃথিবীর যেকোন প্রান্তের বিজ্ঞানী একই সূত্রে ব্যাখ্যা দিবে। নয় কি?
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
সনেট কবি বলেছেন: ভাগ্যের দায় বিধাতার না হতে হলে আগে বিধাতা থাততে হবে। তো বিধাতা কিভাবে আছেন কিভাবে বুঝি সেটা নীচে উপস্থাপন করলাম। আপনি বলবেন আপনার দৃষ্টিতে কথাগুলো সঠিক কিনা। একইভাবে ভাগ্যের দায় বিধাতার কিভাবে নয় সেটা উপস্থাপন করব। সেটাও আপনি একটু দেখে দিবেন। তারমানে একাজের জন্য আমি আপনাকে জাজ মানছি-
সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্ব
সব কিছু নিজে নিজে হতে পারেনা, যেমনঃ রুটি। তবে হয়ত কেউ নিজে নিজে হতে পারে।কারণ যে প্রথম হয়েছে তাকে বানানোর মত কেউ নেই। তার পূর্বে শূণ্য। শূণ্য মানে কিছুনা। যে প্রথম হয়েছে তাকে বানিয়েছে কিছুনা। তারমানে তাকে কেউ বানায়নি। তারমানে সে নিজে নিজে হয়েছে এটা নিশ্চিত।
নিজে নিজে যে হতে পারে সে বড় হতে পারে। কারণ তার নিজে নিজে হওয়া কেউ ঠেকাতে না পারলে তার বড় হওয়া ঠেকাবে কেমন করে? আর ঠেকাবার কেউ না থাকলে ঠেকাবেটা কে? সুতরাং যে নিজে নিজে হতে পারে তার বড় হতে পারা সংগত। আর বড় হতে পারলে কেউ ছোট হয়না এটা প্রকৃতি।
সসীম ও অসীমের মাঝে অসীম বড়। কাজেই যে নিজে নিজে হয়েছে সে অসীম হয়েছে। কাজেই যারা সসীম তারা নিজে নিজে হয়নি।সংগত কারণে তারা কারো সৃষ্টি।
অসীমের একাধীক হওয়ার সুযোগ নেই। কারণ একাধীক করতে সীমা দিতে হয়। অথচ অসীমে সীমা দেওয়া যায়না।আর সীমা দিলে অসীম আর অসীম থাকেনা।সংগত কারণে অসীম শুধুই একজন যে নিজে নিজে হয়েছে।আর কেউ নিজে নিজে হতে পারেনি। প্রকৃতিগত ভাবে শুধুমাত্র একজনের নিজে নিজে হওয়ার যোগ্যতা ছিল, সেই একজন ছাড়া আর কারো নিজে নিজে হওয়ার যোগ্যতা ছিলনা।সংগত কারনে তিনি ছাড়া আর সব কিছু তাঁর সৃষ্টি। সংগত কারণে সৃষ্টিকর্তা একজন সন্দেহাতীতভাবে আছেন। আর অবশ্যই তিনি ছাড়া আর সব কিছু একমাত্র তাঁর সৃষ্টি।সংগত কারণে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্ব প্রমাণীত সত্য।
৮| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১
একদম_ঠোঁটকাটা বলেছেন: একটা কথা বলি, কিছু মনে করবেন না। কবিতাই ছন্দ না থাকলে সেটা শ্রুতিমধুর হয় না এবং সেটাকে কবিতা বলে মনে হয় না আমার।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০
সনেট কবি বলেছেন: বুঝেছি আপনি ছড়া ছন্দ পছন্দ করেন। আমি ছড়া ছন্দেও সনেট লিখতে পারি। তবে ছড়াছন্দ সনেটকে অনেকেই সনেট মানতেই চায়না।
৯| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
অনুভবে মুগ্ধতা । হা হা হা।
শুভকামনা জানবেন ।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য প্রীশু নিয়েন।
১০| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: নিজেকে চেনা কঠিন, নিজেকে নিয়ে লেখা তার চেয়েও কঠিন। আপনি সে কাজটিই করেছেন।
চাঁদগাজী এর মন্তব্যটা (৫ নং) চমৎকার হয়েছে।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬
সনেট কবি বলেছেন: সনেট লেখা মুশকিল। ভাবছি আমাকে নিয়ে আর কে সনেট লিখবে? তারচে নিজেরটা নিজেই লিখি।
১১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে কবিতা লিখেছেন! নিজেকে ব্যাখ্যা করা কঠিন, আপনি তা করেছেন। ভাল লেগেছে।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
সনেট কবি বলেছেন: নিজের ঢোল যদি অন্যে না পিটায় তবে ধুলোবালি ঝাড়ার জন্য নিজে অন্তত দু’টো পিটানতো দেওয়া লাগে!
১২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
ইব্রাহীম আই কে বলেছেন: নিজেকে নিয়ে লেখা, অসাধারন।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব
১৩| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩১
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন জাঁহাপনা।
অনেকে ভাবে নিজেকে নিয়ে লিখলে সমালোচিত হওয়ার সম্ভাব্য বেশি। আপনি এর ব্যতিক্রম।
আপনার সনেট কবিতা আমাকে মুগ্ধ করে তুলে।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯
সনেট কবি বলেছেন: আপনার প্রতি আমার অফুরন্ত প্রীশু। দেখি আপনার এ প্রীশু নিয়ে একটা সনেট লেখা যায় কিনা।
১৪| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১০
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ সনেট কবির নিজেকে নিয়ে লেখা সনেট । দারুন
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
সনেট কবি বলেছেন: চেষ্টা করে দেখলাম হয় কিনা দেখলাম হয়ে গেল।
১৫| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
সালাম বস!
কবি কে অনুভবে .... .. মুগ্ধতা .. মুগ্ধতা ।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ এবং নিরন্তর শুভেচ্ছা।
১৬| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৯
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
এখানে কবির নিজ বন্দনার চেয়েও ( ব্লগারদের নিয়ে লেখা আপনার সনেট যেমন হয় ) কবির লক্ষ্য ফুঁটে উঠেছে তীব্রতার সাথে । ব্লগারদের সাহস যোগানোর কথা কথা বলেছেন কবি, সম্মান দেয়ার কথা বলেছেন ।
সনেট কবিকে অভিনন্দন ।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২
সনেট কবি বলেছেন: বাস্তবিক আমাদের সাহিত্য সমৃদ্ধ হলে তা’ আমাদের জাতিগত উন্নয়নে কাজে লাগবে। সাহিত্য এমন হওয়া দরকার যেন জনগণ ভদ্র ও সভ্য হয়ে উঠতে পারে। এ বিষয়ে সরকারের বিশেষ ভূমিকা রাখা দরকার। আরো এগিয়ে আসতে পারে তারা যারা সমর্থ বান। অবশ্য আমার কাজটাকেও অনেকে নেতিবাচক দিক থেকে দেখেছে। যদিও আমি তাতে বিশেষ কিছু মনে করিনি।
১৭| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব রাজীব নুর।
১৮| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
আমি সনেট লেখতে পারলে আপনার জন্য চমৎকার একটি সনেট লেখে উৎসর্গ করতাম; আপনার জন্য অনেক শুভ কামনা রইলো
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
সনেট কবি বলেছেন: আপনার ইচ্ছার কথা জেনে খুব খুশী হলাম।
১৯| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
নিজের নামে কবিতা লিখতে পারা অবস্যই গর্বের বিষয়, আপনি ভাগ্যবান মানুষ, আপনার কবি জীবন স্বার্থক হোক, আপনার সুন্দর আগামী দিনের প্রত্যাশায় -
মাহমুদুর রহমান ঠাকুর
ঠাকুর বাড়ী
ব্রাক্ষণবাড়ীয়া
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২
সনেট কবি বলেছেন: আপনার পুরো নাম জেনে খুব ভাল লাগল।
২০| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয়নায় নিজেকে দেখা, তাও নির্মোহ ভাবালুতায়...
সে কঠিন কর্শটিই করুনে দারুন দক্ষতায়
+++
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪
সনেট কবি বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
২১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬
সিগন্যাস বলেছেন: আত্মসনেট লিখেছেন । খুবই ভালো । আমি প্লাস দিয়েছি
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার।
২২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪
নীলপরি বলেছেন: কঠিন কাজটা খুব সুন্দর করে করেছেন । ++
অভিনন্দন ও শুভকামনা
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
২৩| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
নতুন নকিব বলেছেন:
Nice poem about yourself! Many thanks.+++
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২৪| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
বিদেশ পাগলা বলেছেন: সনেট কবি দারুন প্রতিভাধর। আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: আপনার ফুলটা বেশ সুন্দর।
২৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জনাব রাজীব নুর।
ভালো থাকুন।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: আপনার নৈপূণ্য আরো সমৃদ্ধ হোক।
২৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৫
ল বলেছেন: ভালবাসা প্রিয়--- পয়েট লরিয়েট
আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ///
২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
মিথী_মারজান বলেছেন: বাহ্!
অন্যদেরকে উৎসাহিত করার পাশাপাশি নিজেকেও মাঝে মাঝে চিয়ার আপ করার প্রয়োজন আছে। এতে আরে নতুন উদ্যোমে এগিয়ে চলার এনার্জি পাবেন।
আপনার নিজেকে নিয়ে লেখার আইডিয়াটা যেমন দারুণ ঠিক তেমনি অন্যদের উৎসাহিত করার অভিপ্রায়টাও অসাধারণ।
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯
সনেট কবি বলেছেন: কিন্তু নামটা কবিতায় মিলাতে গিয়ে কষ্ট হয়েছে। আরো ভালো লিখার আক্ষেপটা রয়েই গেল।
২৮| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫
অক্পটে বলেছেন: আপনি সম্মানিত সনেটে গদ্যে। সনেট লেখার সূত্রটি আপনার দখলে। আপনি কবিতায় ব্লগারদের নিয়ে কবিতা লিখে সম্মাতি করেছেন এটা নিঃসন্দেহে আপনার একটি গুন আপনার চির সবুজ মনের এটা একটা অন্যতম দিক। এবার নিজেকে নিয়ে লিখেছেন, এটা কিন্তু কঠিন একটা বিষয় তবে আপনি অনায়াসেই পেরেছেন।
ভাল থাকুন প্রিয় কবি।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
সনেট কবি বলেছেন: তবে এতবড় নাম কবিতায় সেট করতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। কবিতাটায় পুরাপুরি তৃপ্ত হতে পারিনি।
২৯| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩০
অচেনা হৃদি বলেছেন: চমৎকার!
কবি লতিফ ভাইয়ার মন্তব্যটা দেখে বেশ ভালো লেগেছে (২৬ নং মন্তব্য), পয়েট লরিয়েট কথাটা উনি মনে রেখেছেন। উনার মন্তব্যে লাইক।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
সনেট কবি বলেছেন: আপনার কথা মনে রাখার মত বলেই হয়ত লোকে মনে রাখে।
৩০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৪
চঞ্চল হরিণী বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে, ফরিদ ভাই। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা জানাই। আপনি যে কি পরিমাণ উৎসাহ দিয়ে যান ব্লগারদের মনে, কৃতজ্ঞ থাকবে অসংখ্য ব্লগার আপনার কাছে।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬
সনেট কবি বলেছেন: বাংলা সাহিত্য বিশ্ব চ্যাম্পিয়ন হোক সেই কামনা করি। আপনাদের দ্বারা সেটা সম্ভব বলেই মনে করি। এখন সময়ের অপেক্ষা। তবে এ বিষয়ে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। আমি বলি আপনারাও বলুন। যদি সরকারের কানে যায়।
৩১| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৭
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: শুভেচ্ছা সনেটে আর, সনেট কবিকে...
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ। তবে সেটা আপনাকেও।
৩২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: িনজের নামে সনেট লিখে দারুন সাহস দেখিয়েছেন।
+++++
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent. Excellent!