নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

নোয়াখাইল্লা সনেট

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮



নোয়াখাইল্লা সনেট লেখতো কইছে
হাছন কাল বৈশাখী।কি চিন্তা মাতাত
দিল আঁরে এ তুফান।উডে আঁর হাত
হেরিন্না লেয়ার লাই, মাতা খাইজ্জায়।
চিন্তাকরি কতকতা মন আই গেছে
হেগিন গোঁছাই হুতি ডাইন কাইত
চিন্তায় চিন্তায় কাডে বেক্কান রাইত
কিছুটা মিলি আইয়ে কবিতা মাতায়।

কচু হাতার হানির লাইন না জানি
কবিতা হড়ে, ডরাই; লেই আস্তে আস্তে
বৈশাখি ভাই কইছে কেন্নে যে না মানি।
শেষে হেডা অই যায় দেই হুরা দস্তে;
চোখ মেলি চাই দেই অই গেছে ভাই
কবিতার দেই আর কিছু বাদ নাই!


উৎসর্গঃ ব্লগার হাসান কাল বৈশাখি,
যার অনুরোধে সনেটটি লেখা হয়েছে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: কচুঁ পাতায় জল??

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন: কিছুটা পাঠ উদ্ধার করা গেছে তাহলে।

২| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২০

সনেট কবি বলেছেন: না মরে বেঁচে আছি।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নোয়াখালির ভাষা যদিও বুঝি নি ততটা, তবে যতটুকু বুঝেছি তাতেই খুব মজা পেয়েছি। আপনার সনেটের হাত, সোনা না ফলে উপায় নেই।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: আমার সৌভাগ্য যে আপনার মত শিক্ষক পেয়েছি। আপনার পোষ্ট গুলো থেকে অনেক কিছু শিখেছি। অন্যরা এমন শিখলে ব্লগে অনেক সনেট কবি পাওয়া যেত।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

অর্ক বলেছেন: জয় মহাকবি ফরিদের জয়! আহা সাক্ষাৎ মধ্যযুগের মহাকবি কালিদাস যেন ফিরে এসেছে আবার। কবিতা নেহাতই যার মুখের বুলি। জয় কলিযুগের কালিদাস মহাকবি ফরিদ’র জয়। আজ থেকে এই এক নাম্বার ব্লগের সকল সহব্লগারের হয়ে মহাকবি ফরিদকে "কলিযুগের কালিদাস" উপাধি প্রদান করে তাঁকে, তাঁর ঈশ্বরীয় কাব্যপ্রতিভাকে সামান্য সম্মান প্রদর্শন করলাম।

জয় "কলিযুগের কালিদাস" মহাকবি ফরিদের জয়!

(আবেগে আপনার পুরো নামটাও ভুলে গেছি হে মহাকবি)

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

সনেট কবি বলেছেন: আবেগ একটু বেশী হয়েগেল মনে হয়, প্রিয় কবি।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

আজকেই এই কবিতা লিখবেন এই আন্দাজ করছিলুম কাল।

লিখাই পেললেন। আজিবত।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

সনেট কবি বলেছেন: প্রীশু না নিয়ে উপায় কি? আমিতো আপনার প্রীশুর অপেক্ষায় থাকি। অবশ্য আজকাল আপনার মত আমি প্রীশু প্রদান করি।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নোয়া খাইল্লা সনেট
ভালো লাগলো।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ মাননীয় নূরু ভাই।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি ইতিহাস করেছেন। নোয়াখাইল্লা ভাষার প্রথম সনেট রচনা করে। আমরা ইতিহাসের অংশ এখন!

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

সনেট কবি বলেছেন: আমি অবশ্য সে দিকটা আগে খেয়াল করিনি।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারো,

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের লোকজনদের মধ্যে এক দারুন কৌতুহল রয়েছে। নানান মুখরোচক গল্পও প্রচলিত আছে এ জেলাকে নিয়ে। সারা দেশে তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

সনেট কবি বলেছেন: এরা যে কোন পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাকু হাসান বলেছেন: বারবার মুগ্ধ হই কবি । মুগ্ধ করেন আমাদের । আঞ্চলিক ভাষার সনেট এই প্রথম পাঠ করলাম ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৫

সনেট কবি বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

Sujon Mahmud বলেছেন: কিচ্চু হুসতার হাইননো :|

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: তবু পড়েছেন সেটাইবা কম কিসে।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা =p~ মুই নোয়াখাইল্লা ভাষা জানিনো । তয় আইন্নের নোয়াখাইল্লা সনেট ফরি মজা ফাইলাম :P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

সনেট কবি বলেছেন: আপনি মজা পেয়েছেন জেনে খুশী হলাম।

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বলেছেন: হা হা--পড়া এবং হাসা দুঠোই হলো

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

জগতারন বলেছেন:
আহা নোয়াখাইল্লা !
বেশ ! বেশ !!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

সনেট কবি বলেছেন: একটা রয়েল ভাষায় একটা সনেট না হলে কেমনে হয়?

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


নোয়াখালীর ভাষা এখন মধুসুদন দত্তের রাজত্বে স্হান করে নিলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০

সনেট কবি বলেছেন: বিষয়টা আমি খেয়াল করেছি কবি ভ্রমরের ডানার মন্তব্যের পর।

১৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: সরি কবিভাই , আমার মাথার উপর দিয়ে চলে গেল। আসলে আঞ্চলিক ভাষাতে হওয়ায় আমি বুঝতে পারিনি।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

সনেট কবি বলেছেন: এটা আপনার বুঝার কর্ম নয়।

১৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় কবির নোয়াখাইল্লা সনেট তো পুরাই হিট +++++++!!! নোয়াখাইল্লা বিতর্ক

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

১৯| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেট এবার নোয়াখাইল্লা ভাষায়ও প্রকাশ পাইছে
নোয়াখাইল্লারা মনে মনে কয় খাইছে।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: তা’ তারা বলতেই পারে। কারণ অন্যকোন আঞ্চলিক ভাষায় সনেট নেই।

২০| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

গেদা (Geda) বলেছেন: আমাকে ভীষণ অভিভুত ও মুগ্ধ করছে ।
খুবই ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ------ সনেট কবি

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। প্রীশু নিয়েন।

২১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

গরল বলেছেন: চমৎকার, ব্যাপক বিনোদন =p~ , ময়মনসিং এর ভাষায় একটা লিখেন।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

সনেট কবি বলেছেন: কিন্তু ময়মনসিং এর ভাষা আমার জানা নেই।

২২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নোয়াখাইল্লা সনেট ভালা হইছে

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

২৩| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:

হুরাই মিলি গেছে।
নোয়াখাইল্লা সনেট সোন্দর হইছে।

নোয়াখাইল্লা ভাষা অনেকটাই বুঝি। মাইজদি জেলাস্কুলে পড়েছিলাম। সিক্সে। পিতার চাকুরি সুবাদে। থাকতাম সোনাপুর দিঘির পার।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: আপনার অনুরোধ রক্ষা করতে পেরে ভাল লাগছে।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:২৯

মলাসইলমুইনা বলেছেন: জগতের সব নোয়াখালীবাসীদের গৌরব করার দিন এনে দিলেন এই সনেটে ! ব্রাভো !

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

সনেট কবি বলেছেন: তা’তাদের খানিক গৌরব হতেই পারে কারণ তাদের আঞ্চলিক ভাষায় একটা সনেট আছে। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.