![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বিপদে আপদে আল- মুহাইমিনের
(পরম রক্ষাকারীর)রক্ষার আশায়
লোকেরা তাঁকেই ডাকে।কারণ রক্ষায়
সবচেয়ে উপযুক্ত সে প্রভু মহান।
আল-মুহাইমেনের বিরাট মনের
কারণে সমান্য প্রাণী তাঁর থেকে পায়
যথাযথ সহায়তা।যারা নিরুপায়
তাদের অবশ্য লাগে তাঁর মহাদান।
কখনো অনেক জন যন্ত্রণায় ভোগে
না পেয়ে সাহায্য কোন ভোগায় দূর্গতি
আল-মোহায়মেনের প্রতি থাকে রাগে।
সে তারা আবার পেয়ে সুখের সুগতি
জানায়না কৃতজ্ঞতা।কষ্টের সেকালে
অনেকে সহেন,‘পূণ্য’ পেতে পরকালে।
মুহাইমিনু
রক্ষণাবেক্ষণকারী মুহাইমিনুর
রক্ষণাবেক্ষণে আছে সমগ্র জগৎ
তার সৃষ্টি সব আছে পরিপাটি রূপে
যে দিকে পড়বে দৃষ্টি সাজানো সুন্দর।
আবার সে সব সৃষ্টি থাকে যেন ঠিক
মুহাইমিনুর তাতে আছে সুনজর
যার আয়ু তিনি যেটা ঠিক করে দেন
সেটা ঠিক ততকাল ঠিক ঠিক থাকে।
মুহাইমিনু চাননা যে সৃষ্টির টিকা
তার টিকে থাকা আর সম্ভব হয়না
সে সৃষ্টি বিনষ্ট হয় দ্রুত সময়েতে।
রক্ষণাবেক্ষন কাজে এমন যে তিনি
তার ইচ্ছেমত হয় টিকা ও না টিকা
এভাবেই জগৎটা চলছে নিরন্ত।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
সনেট কবি বলেছেন: আগে অনেকগুলো লিখে ছিলাম কিন্তু তাতে মন ভরেনি। আমি আল্লাহকে নিয়ে আল আসমাউল হুসনা নামে একটা কাব্য গ্রন্থ্য লিখতে চাই। গত বছর অক্টোবরে আমি যে মেজর হার্টস্ট্রোক করেছিলাম। তাতে ডাক্তার বলেছেন আমি মরেই গিয়েছিলাম, আল্লাহ কেন জানি আমার প্রাণটা আবার ফেরত দিয়েছেন। আমাকে বুকে চাপ ও কারেন্টের হিট দু’টোই দিতে হয়েছে।তো আমার জ্ঞান ফিরেছে ঘুমে। আমি তখন স্বপ্নে দেখছিলাম আল্লাহকে নিয়ে আমার আল-আসমাউল হুসানা কাব্যের কবিতা আরশে আজিমে বিশাল পর্দায় দেখানো হচ্ছে। আমি তখন মাউস নাড়াচ্ছিলাম। কিন্তু দেখলাম মাউস নড়েনা। তখন বুঝলাম এটার নিয়ন্ত্রণ আমার হাতে নয়।এর পর দেখলাম একটার পর একটা কবিতা এমনিতেই আসছে। আমার মাউস নাড়ানো দেখে আমার স্ত্রী বলছে, মাউস নাড়াচ্ছ নাকি? আমি বললাম ওটা স্বপ্নে। এরপর আমি জেগে উঠলাম। আমার স্ত্রী বলল বাস্তবেই আমি মাউস নাড়ানোর মত করে হাত ঘুরাচ্ছিলাম। এরপর যখন আবার ব্লগিং শুরু করলাম তখন ভাবলাম আবার ভালভাবে লিখি। তো আবার আটটি পোষ্ট করেছি। দেখি কতদূর যেতে পারি।অবাক হলাম ব্লগাররা যেমন প্রতিক্রিয়া জানান, আল্লাহও প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকলেন না। আমার মনে হচ্ছে তাঁকে নিয়ে সনেট লেখা তিনি পছন্দ করছেন। কিন্তু তাঁকে নিয়ে লেখা বেশ স্পর্শ কাতর। কারণ ভুল-ভাল হলেই বিপদ। তবে কথা গুলো ষোল আনা সঠিক হচ্ছে সেটা কেউ বলছেনা। কাজের ক্ষেত্রে সহযোগী পাওয়া সৌভাগ্যের যদিও সেটা অনেকের কপালে ঝোটেনা।
২| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
সম-পরিমাণের বিপদ থেকে ধনী ও ক্ষমতাশালীরা দরিদ্রদের থেকে সহজে রক্ষা পেয়ে যায়, এটার ব্যাখ্যাটা কি রকম?
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সনেট কবি বলেছেন: তারা নিরুপায় নয়। সহায়তা তাদের লাগে যারা নিরুপায়। অনেক সময় নিরুপায়ের নিজস্ব কোন চেতনা না থাকায় তারা সহায়তা লাভ করা থেকে বঞ্চিত থাকে। আপনি আপনার সাধ্যের সোলআনা উজাড় করে পরে অন্যের সাহায্য আশা করবেন তাহলে সেটা সঙ্গত হবে। বিধাতা আপনার চাকর নন যে আপনি গরু ছেড়ে দিবেন আর তিনি আপনার ছেড়ে দেওয়া গরু ধরে এনে দেবেন। বিপদ থেকে বাঁচার ষোলআনা চেষ্টার পরেও যে বিপদে আটকে যায় বিধাতা তাকে উদ্ধার করে। আর যে নিজ চেষ্টায় কষ্টকরে বিপদে আটকে যায় বিধাতা তার থেকে মুখ ফিরিয়ে নেন।
৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: আপনার কবিতাটি পড়ে আনন্দিত হলাম।আশা করি আপনি আল্লাহ তায়ালার ৯৯ নাম নিয়ে কবিতা লিখে আমাদের মুগ্ধ করবেন। আমি নতুন আশা করি পাশে থেকে মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭
সনেট কবি বলেছেন: চেষ্টা করব আপনার পাশে থাকার।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।
আচ্ছা, আপনি কি আল্লাহর ৯৯ টি নামের সনেট লিখতে চান নিশ্চয়। এখন পর্যন্ত কয়টা লিখছেন।