নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সমকাম

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২১



আমরা খেয়েছি ধরা সময়ের হাতে
বিকৃত চিন্তার জন্যে।পশুদের নয়
যে রুচি, তা’ মানুষের এ সময়ে হয়
সমলিঙ্গে সমকাম, মস্তিষ্ক বিকল।
দুশ্চিন্তা অনেক আসে এ জাহেলিয়াতে
মন রাজ্যে।কতটা এ নীচু বোধদয়
মানুষের? সত্ত্বাজুড়ে চেতনা সঞ্চয়
এ কেমন? মনে হয় এ চিন্তা অচল।

কেন যে এমন হয় তাদের সাধের
কূ-কাজের স্বাধীনতা আইনে কি সাজে?
সভ্যতা দাঁড়িয়ে আছে কিনারে খাদের।
বুঝেনা মানুষ তারা আছে কোন কাজে?
ঘুরে না যাক উল্টায় সভ্যতার বাঁক
মানুষের চিন্তাগুলো ঠিক ঠাক থাক।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

হাবিব বলেছেন: সব দোষ হরমোনের

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সনেট কবি বলেছেন: তবে কওমে লুতের প্রতি এ শাস্তি কেন? আল্লাহ কি বিষয়টা জানেন না?

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: হরমোনের লাগাম মানুষের হাতে.....

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সনেট কবি বলেছেন: আমাদের প্রতিবেশী দেশ এটার বৈধতা দিয়েছে। পুরনো গজব ফিরে আসলে বিপদ আমাদেরো হতে পারে। লাগাম কি ভাবে মানুষের হাতে তা একটু খেলাসা করে বললে বুঝতে সুবিধা হবে। মুক্তমনা বাংলাব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় এর পক্ষে কাজ করেছেন। তারমানে আমাদের দেশেও এ পক্ষের লোক আছে। কাজেই আমাদেরকে বুঝতে হবে আমরা এটাকে প্রশ্রয় দেব না প্রতিরোধ করব। আমাদের কলম এর পক্ষে না বিপক্ষে চলবে সেটা ভাবারও এখনই সময়।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বলেছেন: সেরা কবিতা

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

সনেট কবি বলেছেন: বিষয়টা আমাকে ভাবাচ্ছে। কারণ এটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হচ্ছে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ছোট্র একটা জীবন। তাই যার যা ভালো লাগে তাই তো করা উচিত।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

সনেট কবি বলেছেন: তাহলে আর মাদকের বিরুদ্ধে সংগ্রাম কেন? মাদকাসক্ত সমকামীর চেয়ে কম আসক্ত নাকি? আপনার কি তেমনটাই মনে হয়?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

হাবিব বলেছেন: Sura noor এ বলা হয়েছে.... আল্লাহ তাআলা বলে: “মুমিন পুরুষদের বলে দিন, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।”[সূরা আন-নূর, আয়াত: ৩০]

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহ যা বলেছেন বান্দার সেটাই করা উচিত।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অতীব ঘৃণ্য কাজ। ক্বওমে লূতকে এর জন্য ভয়াবহ শাস্তি দেয়া হয়েছিল।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সনেট কবি বলেছেন: কিন্তু অনেকে এটাকে মন্দকাজ বলতে নারাজ। কাজেই এর পিছনে আল্লাহর নারাজির বিষয়টা সবার ভেবে দেখা উচিত।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের? সত্ত্বাজুড়ে চেতনা সঞ্চয় এ কেমন? মনে হয় এ চিন্তা অচল।
............................................................................................
মান+হুশ= মানুষ , আমাদের এখন কোনটাই নাই
অতএব,আমরা ঘোড়া বা গরুর মতো আচরন করব ।
যা খুশী তাই করব।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

সনেট কবি বলেছেন: অবশ্য একাজ পশু-পাখিও করে না। তথাপি কেন অনেকে এ কাজকে কেন নিরুৎসাহিত করছেনা বুঝা মুশকিল।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষের চিন্তা গুলো ঠিক ঠাক থাক...

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সনেট কবি বলেছেন: সেটাই বজায় থাকুক।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নজসু বলেছেন:



আল্লাহ আমাদের সবাইকে বিপথ থেকে মুক্ত রাখুন।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

আরোগ্য বলেছেন: আখেরী যামানা। সব কেয়ামতের আলামত।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

সনেট কবি বলেছেন: মানুষের এ বিকৃত রুচিকে অনেকে সমিহের চোখে দেখছে। না জানি মানুষে পছন্দ করে বলে সব আকামই মানুষ সঠিক বলতে শুরু করে কে জানে?

১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩০

তাহমিদ রহমান বলেছেন: পবিত্র গ্রন্থে যা কিছু নিষিদ্ধ বলা আছে, তাকে অসংকোচে নিষিদ্ধ বলেই মানি। উদার হওয়া ভালো কিন্তু প্রগতির দোহাই দিয়ে আমাদের অস্তিত্ব, অর্থাৎ পবিত্র ধর্ম ইসলামের সুস্পষ্ট বিধি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ সত্যিকারের মুসলমানদের নেই। আর, ইসলামে সমকাম নিষিদ্ধ, সুস্পষ্টভাবে।

তবে আপনি যেটা উল্লেখ করেছেন যে অন্য প্রানীতে এই আচরণ দেখা যায়না, সেটি বিতর্কের বিষয়।একটি উপাত্ত দিলাম
According to Bagemihl (1999), same-sex behavior (comprising courtship, sexual, pair-bonding, and parental activities) has been documented in over 450 species of animals worldwide.

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.