|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার--
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,    তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর      লোকলোকান্তরে যুগযুগান্তর--
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥
 
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: যোগিয়া-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887 
অঘটনঘটনপটীয়সী আপুর পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
 ২৭ টি
    	২৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৫
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৫
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
২|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৫
২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:১৫
তূর্য হাসান বলেছেন: ভালো লাগা রইল।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৫১
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৫১
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
৩|  ২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
ভালোবাসার গভীরে নাকি প্রেম... 
রবীন্দ্র সেই প্রেম নিয়ে লেখেছেন শেষের দিনগুলোতে....
গানে ভালোলাগা জানাচ্ছি....
  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:০০
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:০০
লিরিকস বলেছেন: রবীন্দ্র সেই প্রেম নিয়ে লেখেছেন শেষের দিনগুলোতে....
মন্তব্যে ভালো লাগা রইল।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১২:১৪
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥ 
খুব প্রিয় একটা গান। 
  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৩
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৩
লিরিকস বলেছেন: অনেক দিন পর ভাইয়া
কেমন আছেন?
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:০২
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪২
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৪২
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা। 
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৪:২৫
২৭ শে ডিসেম্বর, ২০১৪  ভোর ৪:২৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অর্নবেরটা অনেক ভাল লাগে। 
আমার উপর রাগ কোর না আপি। আমি লিখবো আবার। 
  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫০
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫০
লিরিকস বলেছেন: অঘটনঘটনপটীয়সী সংগীত উৎসব চলছে  
 
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৭:৪৩
২৭ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৭:৪৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো লাগা আর ভালোবাসার গান রবি ঠাকুরের চাইতে ভালো লিখেছে কে কবে। পছন্দের একটা গান শেয়ার করার জন্য ধন্যবাদ লিরিকস।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:১৫
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:১৫
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা মন্তব্যে।
৮|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৫৫
২৭ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৫৫
সুমন কর বলেছেন: ভাল শেয়ার।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৪২
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৪২
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা।
৯|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১২
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১২
বোকামানুষ বলেছেন: নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে 
এই লাইন দুটো অনেক প্রিয়   
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৬
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৬
লিরিকস বলেছেন:  অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা। 
১০|  ২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৭
২৭ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার গান। ধন্যবাদ শেয়ার করার জন্য।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:২৯
২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:২৯
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা। 
১১|  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১২:২০
২৮ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ভালো !!! তুমি কেমন??   
 
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৬
২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৬
লিরিকস বলেছেন: আমি ভালো আছি।
আপনার মন কি ভালো হইছে?
ভাইয়ার সাথে একদিন চলে আসুন  
 
১২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:০৯
২৮ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: যোগিয়া-কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887 
এটাই আপনার পোষ্টের বিশেষত্ব ।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
লিরিকস বলেছেন: আপনাকে সাথে পাই সব সময় 
এটা আপনার বিশেষত্ব । 
১৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
২৮ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
নীলপরি বলেছেন: ভালো পোষ্ট ।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩৫
২৯ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩৫
লিরিকস বলেছেন: অনেক সুন্দর একটি গান।
শুভেচ্ছা। 
১৪|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৩
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৩
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
২৬ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ভাল একটা গীতি । শুনলে তন্দ্রা এসে যায় । পোস্টে ভাললাগা ।