| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনেট০৬
আমি একজন অতি সাধারণ মানুষ । জীবনের ইচ্ছা বা স্বপ্নগুলো বা ভাবনাগুলো হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে করতে পারবো তাই আমি ব্লগ লিখে আমার ইচ্ছা/স্বপ্নগুলো/ভাবনাগুলো প্রকাশ করি।
অধিকাংশ শিক্ষিত লোকেরা সব সময় নিজেকে নিয়ে ভাবে।
*কখন পড়াশুনা শেষ করবো ।
*তারপর কখন একটা ভালো চাকরি পাব।
*কখন একটা ফ্ল্যাট বাড়ি বানাবো এবং গাড়ি কিনবো।
*তারপর একটা লাল টুকটুকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবো।তারপর কোথায় হানিমুনে যাবো দেশের কোথাও নাকি বাইরে।............................................. ।
(যদিও তা খুব একটা বাস্তব রুপান্তরিত হয় না)
কিন্তু কেউ (অধিকাংশ জন) ভাবে না আমি পড়াশুনা শেষ করে ।আমি আমার মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু একটা করবো।কিছু ভাবনা যেমন
#দরিদ্র একটি ছেলের পড়াশুনার খরছ বহন করা।
#প্রতিদিন সকালে ১০০ থেকে ২০০ জন গরীব মানুষের খাবারের ব্যবস্তা করা।
#গ্রামের প্রাইমারি বা হাই স্কুলে একটি কমপিউটার কিনে দেওয়া।
#প্রতেক বৃক্ষরোপন দিবসে,কমপক্ষে ১০০টি বাড়িতে ১০০ টি চারা গাছ বিতরণ করা।
#দরিদ্র এক বা একাধিক কৃষকে চাষের জন্য কাছু ঋণ দেওয়া (সুদ বিহীন)।
#নিজের সুযোগ থাকলে ,একটি বেকার যুবকের কর্মক্ষেএ করে দেওয়া।
#কোন প্রতিবন্ধীকে সরঞ্জাম কিনে দেওয়া ।
#...................................................।
আমি বলতে চাই যে একটা অশিক্ষিত লোক ইচ্ছা করলে।অনেক টাকা পয়সা ,গাড়ি, বাড়ির মালিক হতে পারে।লাল টুকটুকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে কিন্তু একটা অশিক্ষিত লোকেব মেধা না থাকায় সে কোন ভাল পরিকল্পনা করতে পারে না,যা দেশ ও জাতির জন্য মঙ্গময়।
২|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪৪
ধানশালিক বলেছেন: সহমত
৩|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪৫
এক্স বলেছেন: মানুষ কেন করবে? ভাল চাকরী করে যে আয় হবে সেই আয় দিয়ে সে মহাসুখে থাকবে. সবাই সুখে থাকতে চায়, তাহলে সে কেনো নিজের আয় ভোগ না করে গরীব লোক খাওয়াতে যাবে?
বার্ডস লিভ ফর ফুড, এন্ড ম্যান লিভস ফর ফরচুন. কাজেই শিক্ষিত লোকেদের নিজেদের নিয়ে ভাবাটা মোটেও খারাপ কিছু না.
৪|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৭
আজমান আন্দালিব বলেছেন: কিন্তু একটা অশিক্ষিত লোকেব মেধা না থাকায় সে কোন ভাল পরিকল্পনা করতে পারে না,যা দেশ ও জাতির জন্য মঙ্গলময়।
---এই কথা কটি ভাল লেগেছে। আসলে আমাদের দেশে অশিক্ষিত ধনীরা কিংবা অশিক্ষিত রাজনীতিকরাই বড় সমস্যা।
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০২
সনেট০৬ বলেছেন: ধন্যবাদ
৫|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০১
পানকৌড়ি বলেছেন: অতিশয় সইত্য কথা ।
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৪
সনেট০৬ বলেছেন: ধন্যবাদ............................।
৬|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০২
সাইফ আসরার বলেছেন: সমস্যাটা আমাদের পরিবার থেকে সৃষ্টি। তারা আমাদের মানসিকতাকে সেভাবে গড়ে তুলেছে
৭|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:১০
সুচিন্তিত মতবাদ বলেছেন: সেটাইতো স্বাভাবিক!
৮|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:১০
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: কি আর করা ...... চলছে চলবে
৯|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:১২
সাঈফ শেরিফ বলেছেন: এটা পুরোপুরি সংসার ধর্মের পাপে হয়, যার কেন্দ্রবিন্দুতে থাকে আপনার কথিত "লাল টুকটুকে বউ" যাদের আবেগ আবদার মেটাতে পুরুষকে দুর্নীতিগ্রস্থ থেকে শুরু করে অর্থ লোভী হতে হয়। যার সংসার নেই,খোজ নিয়ে দেখুন তার সময়, অর্থ কোথায় ব্যয়িত হচ্ছে।
১০|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৩
একলা পাখি বলেছেন: ভাই দরিদ্রদের সাহায্য করতে গেলে ওনাদের গার্লফ্রেন্ড গুলোর খাওয়া খরচ , ঘুরে বেড়ানো খরচ কে বহন করবে.....
আপনার ভাবনা গুলো ভাল লাগলো........
১১|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৫
একলা পাখি বলেছেন: আর একটা কথা নিজের বাবা মা কেউ দেখতে হবে কিন্তু,,,,,,,,, অনেক ছেলে আছে যারা উপরের সব গুলা পেয়ে গেলে বিশেষ করে বউ পেয়ে গেলে বাবা মা কেউ ভুলতে বসে ........
তাই আগে বাবা মা কে দেখতে হবে ...... তারা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন.........।
১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:১৬
সনেট০৬ বলেছেন: ১০০ % সত্য কথা। ধন্যবাদ
১২|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৯
সাজিদ বলেছেন: শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না সাধ এবং সাধ্য থাকলে অনেক কিছুই করা সম্ভব। অনেক সেলফ মেইড অশিক্ষিত লোকেরাও সমাজ ও দেশের জন্য অনেক কিছু দিয়েছেন। আর শিক্ষিত মানুষরাতো দিচ্ছেনই। বাংলাদেশের অনেক মানুষ নিজের উদ্যোগে কিছু করতে আগ্রহ পাননা কারণ এর অনেক বিড়ম্বনা আসে পরে।
১৩|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪০
ধূসর সপ্ন বলেছেন: মনুষ্য কূলের সবাই জন্মগত ভাবেই নিজেকে নিয়েই ভাবে । কেউ যদি অন্যের জন্য কিছু করেই থাকে তাহলে সেটা হয় অনিচ্ছায় না হয় নিজের জন্য করতে গিয়ে অপররের জন্য হয়ে হয়ে যাওয়া । উদাহরণ স্বরুপ : একজন ওবামা কিংবা হাছিনা কখনও দেশ বা জাতীর জন্যই জন্ম নেয় নি । এই পৃথিবীর পদ্ধতিগত কারণে আজ তারা তাদের নিজেদের কথা ভাবতে ভাবতে এখন তারা সবার উপরে । তা না হলে উচ্চাকাংখা শব্দটা মানুষের জন্য ব্যবহৃত হত না । আর তা না হলে কেনই বা শৈশবে ওবামা বলেছিল বড় হয়ে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব! নিশ্চয় নিজের উচ্চাকাঙখার জন্যই ।
১৪|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫২
গোধুলী রঙ বলেছেন: ঢাকা কলেজে পড়ুয়া এক বড় ভাই, বড় লোকের ছেলে জুমার দিন গ্রামের মসজিদে খুতবার আগে সে উঠে গিয়ে ইমাম সাহেবের অনুমতি নিয়ে দুটো কথা বলার জন্য দাড়ালো। কিছু কথা বলার পর তিনি বলেছিলেন- "আমি মুসুল্লিদের কস্টের কথা বিবেচনা করে একটা জেনারেটর কিনে দিতে চাই।" উল্লেখ্য তখন এলাকায় বিদ্যুত ছিলো না। তো মসজিদের সাভাপতির কাছ থেকে প্রথম মন্তব্য আসলো-"কি বাবা এমপি ইলেকশন করবা নাকি"!!!!
বলেন এরপর নিঃস্বার্থ ভাবে কে যাবে ঐরকম উপকার করতে!!!!!
১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:২১
সনেট০৬ বলেছেন: খুব কষ্ট পেলাম । তারপর ও চেষ্টা করা দরকার
১৫|
১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৮
এস এইচ খান বলেছেন:
এক্স বলেছেন: মানুষ কেন করবে? ভাল চাকরী করে যে আয় হবে সেই আয় দিয়ে সে মহাসুখে থাকবে. সবাই সুখে থাকতে চায়, তাহলে সে কেনো নিজের আয় ভোগ না করে গরীব লোক খাওয়াতে যাবে?
বার্ডস লিভ ফর ফুড, এন্ড ম্যান লিভস ফর ফরচুন. কাজেই শিক্ষিত লোকেদের নিজেদের নিয়ে ভাবাটা মোটেও খারাপ কিছু না।
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
@এক্স, প্রচলিত ধারায় আপনার ভাবনা যৌক্তিক এবং এটাই স্বাভাবিক। কিন্ত তারপরেও ফয়সালা কি? মানুষ কেন ভাল কাজ করবে বলে আপনার ধারনা?
১৬|
১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: গোধুলী রঙ বলেছেন: ঢাকা কলেজে পড়ুয়া এক বড় ভাই, বড় লোকের ছেলে জুমার দিন গ্রামের মসজিদে খুতবার আগে সে উঠে গিয়ে ইমাম সাহেবের অনুমতি নিয়ে দুটো কথা বলার জন্য দাড়ালো। কিছু কথা বলার পর তিনি বলেছিলেন- "আমি মুসুল্লিদের কস্টের কথা বিবেচনা করে একটা জেনারেটর কিনে দিতে চাই।" উল্লেখ্য তখন এলাকায় বিদ্যুত ছিলো না। তো মসজিদের সাভাপতির কাছ থেকে প্রথম মন্তব্য আসলো-"কি বাবা এমপি ইলেকশন করবা নাকি"!!!!
--------------------------
হাসতেই আছি।
১৭|
১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৪
আজম বলেছেন: যার যেমন ইচ্ছা ভাবতে দিন।
জোর করে কাউকে ভালো মানুষ বানানো যায় না...
১৮|
১৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৮
শেলী বলেছেন: এটা আমাদের শিক্ষা ব্যবস্হার কুফল।আমাদেরকে আত্মকেন্দ্রিক হতে শিখায়। আমাদের মনকে পংগু করে দেয়। আরেকটা ব্যাপারও হতে পারে,সেটা হেল্প করতে গেলেো অনেক বাধা তৈরী হয়। বিশেষ করে যারা ভিলেজ পলিটিক্সের ব্যাপারটা জানে তারা ঐদিকে আর পা বাড়ায়না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৩৮
রাজসোহান বলেছেন: