নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

মরক্কোর জলবায়ু সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯




নিজের দেশের সফল নেতৃত্ব দেওয়ার পর এবার মরক্কোর মারাকাশ জলবায়ু সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু তহবিলে অর্থায়নে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান। ২০২০ সালে প্যারিস চুক্তি কার্যকর ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে রাখার বিষয়ে কঠোর অবস্থান নেয়া হয়েছে। স্বল্পোন্নত বিভিন্ন দেশের সমঝোতাকারীরা সমর্থন দিচ্ছেন। শিল্পোন্নত দেশগুলোও আমাদের সরকার প্রধানের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ নেতৃত্বের আসনে রয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব জলবায়ু ইস্যুতে বাংলাদেশ লাভবান হবে। বিশ্ব নেতৃবৃন্দের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হচ্ছে। এটি একটি বৈশ্বিক সমঝোতা। এখানে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। মরক্কো সমঝোতার পথে এটি মাইলফলক হয়ে থাকছে। সবুজ জলবায়ু তহবিলে উন্নত বিশ্বের দেশগুলোর অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক সমঝোতায় পৌঁছাতে বাংলাদেশের সরকারপ্রধানের বিশেষ ভুমিকা রয়েছে। বাংলাদেশের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে জি-৭৭ চায়না, দ্বীপরাষ্ট্রগুলো ও স্বল্পোন্নত দেশগুলোর জোটগুলো এক হয়ে বৈশ্বিক উষ্ণতারোধে জলবায়ু চুক্তিকে মেনে নিয়ে সবুজ তহবিলে দ্রুত অর্থ জমা করার আহব্বান করেন। এভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজ দেশে ছাড়াও বিশ্বের কাছে তার সফল নেতৃত্ব তুলে ধরেছেন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

ওমদামিয়া পাহাড় বলেছেন: প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব জলবায়ু ইস্যুতে বাংলাদেশ লাভবান হবে।

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬

উত্তরের উপাখ্যান বলেছেন: এ নেতৃত্ব আমাদের দেশের গৌরব।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬

উত্তরের উপাখ্যান বলেছেন: এ নেতৃত্ব আমাদের দেশের গৌরব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.