নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

তিস্তা চুক্তি বাস্তবায়ন শীঘ্রই

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩


আবারও সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে থাকবে বাংলাদেশ সরকার। এ অবস্থায় তিস্তা চুক্তি বাস্তবায়নে কোমর বেঁধে নেমেছে দিল্লি। রাজ্য সরকার তথা মমতাকে সঙ্গে রেখেই এগুতে চাইছে ভারত সরকার। বাংলাদেশও চায়, মমতার সঙ্গে সমন্বয় রেখে এগুতে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের আগে তিস্তা চুক্তি নিয়ে বার্তা দিয়েছে নয়াদিল্লি। তিস্তা চুক্তি রূপায়ণের বিষয়ে ভারত সরকার উদ্যোগী। সব পক্ষের স্বার্থ রক্ষা করে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের ধারাবাহিক সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা সফরে যাওয়া প্রতিরক্ষামন্ত্রীকে সরকার জানিয়েছেন, সন্ত্রাস প্রশ্নে দিল্লির পাশেই থাকবে ঢাকা। ভবিষ্যতেও কৌশলগত কারনে বাংলাদেশকে পাশে পাওয়া প্রয়োজন ভারত সরকারের। তাই তিস্তা চুক্তি রূপায়ণ করতে ভারত যে কোমর বেঁধেছে, সেই বার্তা দিতে চাইছে দিল্লি। লোকসভায় ভারতের জলসম্পদ প্রতিমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে মমতা সরকারকেও বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। নোট বাতিলসহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র-রাজ্য যতই দ্বৈরথ চলুক না কেন, তিস্তা প্রশ্নে কিন্তু মমতার সঙ্গে সমন্বয় রেখেই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। মোদির সঙ্গে ঢাকা সফর এবং স্থলসীমান্ত চুক্তির সফল রূপায়ণের পরে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব এখন অনেক নমনীয়। এ মাসের ১৫ তারিখ থেকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘বিজয় দিবস’ উপলক্ষে পাঁচ দিনের বাংলাদেশ উৎসব শুরু হবে, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই উৎসবের অন্যতম সহযোগী। ঢাকাও মমতার এ মনোভাবকে আশাপ্রদ বলেই মনে করছে। তিস্তা চুক্তি নিয়ে দিল্লির সঙ্গে কথা চলছে ঢাকার। কিন্তু রাজ্য সরকারের মনোভাবও এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন বিষয়ে যেভাবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করছেন, তা খুবই আশাপ্রদ।তিস্তা নিয়ে বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের ঐকমত্যে পৌঁছনো জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। মমতা চান উত্তরবঙ্গের জন্য পর্যাপ্ত জলের নিশ্চয়তা দিয়ে তবেই বাংলাদেশকে তিস্তার জল দিবে কেন্দ্র। তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ঠ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দীর্ঘ দিনের প্রতীক্ষিত চুক্তিটির সমাপ্তি হবে এবং বন্ধুপ্রতীম দুদেশের সম্পর্ক আরো সুদৃড় হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মমতা চান উত্তরবঙ্গের জন্য পর্যাপ্ত জলের নিশ্চয়তা দিয়ে তবেই বাংলাদেশকে তিস্তার জল দিবে কেন্দ্র।

তিস্তার জল তো ঘোলা হয়েছে এখানেই। মমতা কী চিজ, সেটা স্বয়ং মোদী বুঝতে পেরেছেন। অতএব এখনই হাত তালি দেওয়ার কিছু নাই।

গাছে কাঁঠাল গোঁফে তেল
দেখতে থাকুন দিদির খেল।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

উত্তরের উপাখ্যান বলেছেন: আশাবাদী, এ চুক্তি বাস্তবায়িত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.