নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনাময় অভিবাসন খাত

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশের কর্মীরা শেষ পর্যন্ত বৈধতার সুযোগ পেতে যাচ্ছেন। সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় নিয়ে সে দেশে কাজ করার অনুমতিদানে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যে গতি আসবে। পরস্পরের বাজারে প্রবেশেও তা ইতিবাচক ভূমিকা রাখবে। বিনিয়োগের সুযোগ-সুবিধার সব ধরনের সূচকে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ এখন এগিয়ে আছে। সস্তা শ্রমিকের ধারণা বদলে দিয়ে বাংলাদেশ এখন অনেক বেশি প্রত্যাশার দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিনিয়োগবান্ধব দেশ। জনশক্তি খাত আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত থেকে প্রতি বছর অতি সহজে যে পরিমাণ রেমিট্যান্স আসে তা আর কোনো খাত থেকে আসে না। তাই অভিবাসন খাতের সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। আর আমাদের রিজার্ভের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিবাসন খাত একটি সম্ভাবনাময় খাত। এ খাতে নিকট ভবিষ্যতেই প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের ট্র্যাডিশনাল শ্রমবাজার সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ইরাক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণের সম্ভাবনা আবারও জোরালো হচ্ছে। টেকসই ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের মাধ্যমে চাহিদাভিত্তিক যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান করে বৈধ উপায়ে কর্মক্ষম জনশক্তি বিদেশে প্রেরণ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনসহ দারিদ্র্য বিমোচনে বিশাল ভূমিকা রাখা সম্ভব। বিপুল জনসংখ্যার এই দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একটি বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি, শিল্পসহ কর্মসংস্থানের সব ক্ষেত্রে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া জীবনযাত্রার মান পরিবর্তনের কারণে মানুষের নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে। বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের অংশ হিসেবে বিদেশের পথে কাজের সন্ধানে এগোয় মানুষ, এগোয় দেশ। আমরা চাই বিশ্বদরবারে সততা, দক্ষতা ও মর্যাদায় উদ্ভাসিত হবে আমাদের বাংলাদেশ।  

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

ওমদামিয়া পাহাড় বলেছেন: বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের অংশ হিসেবে বিদেশের পথে কাজের সন্ধানে এগোয় মানুষ, এগোয় দেশ

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

উত্তরের উপাখ্যান বলেছেন: অভিবাসন খাতের উন্নয়ন মানে অর্থনিতির সামগ্রিক উন্নয়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.