![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সব এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এক সময়ের অবহেলিত বাগেরহাট জেলায় এখন প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮ মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে। ফলে গোটা দক্ষিণাঞ্চলের জীবন-জীবিকার মান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে আরও সমৃদ্ধি আসবে। বাগেরহাট হবে দক্ষিণাঞ্চলে উন্নয়নের কেন্দ্র। বাগেরহাটে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দর, রামপাল বিদ্যুত কেন্দ্র, খননের মাধ্যমে প্রাণ ফিরে পাওয়া মংলা-ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌপথ, নির্মাণাধীন খুলনা-মংলা রেললাইন, মংলা বন্দরের উন্নয়ন, মংলা খাদ্য গুদাম, মান্টিমিডিয়া ক্লাস রুম, শরণখোলা-মংলা-রামপাল বেড়িবাঁধ, বেজপা ও ইপিজেডসহ বাগেরহাটের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একদা অবহেলিত এ জেলায় বর্তমানে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮ মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের পাশাপাশি বাগেরহাট জেলা দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানোর ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষ্যে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। প্রতিশ্রুত মোট ১৮টি প্রকল্পের মধ্যে এ যাবৎ বাস্তবায়িত সাইলো, মংলা বন্দরের পশুর নদী ড্রেজিং ও মেরিন টেকনোলজি ইনস্টিটিউটসহ ৫টি বৃহৎ প্রকল্প এবং বাস্তবায়নাধীন খুলনা-মংলা রেলপথ, খানজাহান আলী বিমানবন্দর, রামপাল তাপবিদ্যুত উৎপাদন কেন্দ্র, বেড়িবাঁধসহ ৫টি মেগা প্রকল্পের অগ্রগতি প্রদর্শনের ব্যবস্থা করা হবে। জেলার পাশাপাশি প্রতিটি উপজেলাতেও ‘উন্নয়ন মেলা’র আয়োজন করা হচ্ছে। এসব মেলায় ব্যানার, ফেস্টুনের মাধ্যমে সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র প্রদর্শন করা হচ্ছে। এভাবেই সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২
উত্তরের উপাখ্যান বলেছেন: এ ধারা অব্যাহত থাকুক।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮
অগ্নি সারথি বলেছেন: বিগ পুশ ধারনায় রাষ্ট্রের অনেক আগেই যাওয়া উচিত ছিল! কিন্তু আমরা সেটা আগে করি নাই বরং দাতাগোষ্ঠীগুলোর দিকে তাদের সাহাজ্যের জন্য তীর্থের কাকের জন্য তাকিয়ে থেকেছি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার অবস্হা কি রকম, আগের থেকে ভালো?