![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশীয় অবকাঠামো উন্নয়নের আওতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িকে ঘিরে এলএনজি প্রকল্প, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের আদলে বিশাল জেটি নির্মাণ নিয়ে যে মহাযজ্ঞ শুরু হয়েছে তাতে বিপুল পরিমাণ ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে হয়েছে। ফলে বসত ভিটেসহ জমিজমা হারাতে হয়েছে অনেক স্থানীয় বাসিন্দাকে। কিন্তু বর্তমানে রাষ্ট্রপরিচালনায় আছে গণতান্ত্রিক সরকার, জনতার নিকট দায়বদ্ধতায় উজ্জীবিত। সরকারের নির্দেশনাতেই মাতারবাড়িতে ১৩ একর জমিতে পরিকল্পিত আবাসন প্রকল্পের মাধ্যমে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পে কাজ করা কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি। উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে। এ লক্ষ্যে মাতারবাড়ির ধলঘাটার সীমান্ত এলাকা সাইবার ডেইল-এ গড়ে তোলা হবে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের বসবাসের বাড়িঘর। ভূমি থেকে ৪০ ফুট উঁচু করে ভরাট করা হবে ১৩ একর জমি। নানা প্রাকৃতিক দুর্যোগ - ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, খরা জলোচ্ছ্বাস ও ভূমিকম্পসহ নানা দুর্যোগ থেকে নিরাপদ রাখতে ৪০ ফুট উঁচু করে ভরাট করা হবে আশ্রয় কেন্দ্রটি। ভরাট করা ভূমিতে সেমিপাকা টেকসই বাড়ি নির্মাণ করা হবে ক্ষতিগ্রস্তদের জন্য। উল্লেখ্য, কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার জমি ও ভিটেমাটি হারা লোকজন বর্তমানে পাউবোর বাঁধ ও সরকারি খাস জমিতে মানবেতর জীবনযাপন করে আসছে। ধলঘাটার দু’ইউপি চেয়ারম্যান, ২জন এনজিও প্রতিনিধি ও জেলা প্রশাসনের একজন প্রতিনিধিসহ মোট পাঁচ সদস্যের টিম দীর্ঘদিন জরিপ ও অনুসন্ধান করে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারকে শনাক্ত করেছে। এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সুস্থ ও সুন্দর পরিবেশে মানসম্মত জীবনযাপনের জন্য যে সকল নাগরিক সুবিধা প্রয়োজন সবই তারা ভোগ করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য থাকবে পৃথক পৃথক বাড়ি, খেলার মাঠ, স্কুল, মাদরাসা, মসজিদ, ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্য সম্মত টয়লেট। চলতি বছরের শেষের দিকেই এসব বাড়ির বাসিন্দা হবে মাতারবাড়ির ধলঘাটার সুবিধাবঞ্চিত ঐ ৪১ পরিবার। মাতারবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আবাসন প্রকল্পের এই সময়োপযোগী উদ্যোগ সরকারের ইতিবাচক, জনবান্ধব ভাবভূর্তিকে আরও অধিকতর সমৃদ্ধ করবে – সাফল্যের ডানায় যুক্ত করবে নতুন পালক।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
উত্তরের উপাখ্যান বলেছেন: এভাবে ক্ষতিগ্রস্তদের পাশে যদি বিত্তবানেরাও দাড়াতো তাহলে দেশটা সোনার দেশে পরিণত হত।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ,আমি ব্লগে নতুন, আপনাদের মাঝে আশ্রয় নিয়ে অজানাকে জানতে চাই, আশা রাখি পাশে থাকবনে।