![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একই সঙ্গে একটি দেশ ও সমাজের দর্পণ হচ্ছে জাদুঘর। আপন দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে জাদুঘর পরিদর্শনের গুরুত্ব অসীম। তবে ঢাকা শহরের যানজট কিংবা পথের ঝক্কি-ঝামেলা পেরিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরে যাওয়াটা খুব সহজ নয়। আর ঢাকার বাইরের বাসিন্দাদের জন্য চাইলেই জাদুঘরে আসাটা আরও কঠিন। সেই কঠিন কাজটি এবার সহজ হয়ে গেল দর্শনার্থীদের জন্য। ভার্চুয়াল গ্যালারির মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো জাতীয় জাদুঘরের। দর্শনার্থীরা এবার ঘরে বসেই জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে রাখা ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ নিদর্শনগুলো দেখার সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজন হবে শুধু ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ। এরপর অন্তর্জাল জগতের আশ্রয়ে সুযোগ মিলে যাবে জাদুঘর অবলোকনের। দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল মিউজিয়াম চালু করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে অনলাইনভিত্তিক ভার্চুয়াল গ্যালারির যাত্রা শুরু হলো। বিশ্বের যে কোন প্রান্ত থেকে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি দেখতে শুধু লগ ইন করতে হবে। এরপর ভেতরে প্রবেশ করে ৩৬০ ডিগ্রী এঙ্গেলে জাদুঘরের ভেতরকার নিদর্শনগুলো দেখা যাবে। এ গ্যালারি প্রবর্তনে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং অর্থায়ন করেছে সার্ভিস ইনোভেশন ফান্ড। বিশ্বের অন্যান্য জাদুঘরের চেয়ে আমাদের জাদুঘর আলাদা। কারণ, পৃথিবীর খুব কম দেশেরই হাজার বছরের নিজস্ব ঐতিহ্য আছে। আমাদের জাদুঘরে যেসব নিদর্শন রয়েছে তা সবই আমাদের নিজস্ব। এই ঐতিহ্য আমাদের আত্মবিশ্বাসী জাতি হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে। বর্তমানে দেশে যে ধর্মান্ধতা বিরাজ সেটার পেছনেও নিজেদের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে না জানার অজ্ঞতা কাজ করছে। জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি আমাদের ডিজিটাল প্রযুক্তি ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনোদনমূলক সহজলভ্য ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি’ বাংলাদেশের জাতীয় ইতিহাস ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কিত তথ্যাদি দেশী-বিদেশী জনগণের কাছে অনলাইনে পৌঁছে দেয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে। জাতীয় জাদুঘরের এই নতুন সংযোজন সামাজিক টেকসই উন্নয়নে নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে। আশা করি, জাদুঘর কর্তৃপক্ষ এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় নির্মাণকৃত ভার্চুয়াল গ্যালারির সেবার মান উত্তরোত্তর আরও তথ্যনির্ভর ও আকর্ষণীয়ভাবে হালনাগাদ করে দেশ-বিদেশের মানুষের কাছে দেশের ঐতিহ্যকে তুলে ধরবে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যবিষয়ক তথ্যসেবা অনলাইনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আধুনিক বিশ্বমানের জাদুঘরের যাত্রায় একধাপ এগিয়ে গেল জাতীয় জাদুঘর। ইন্টারনেটের মাধ্যমে এই স্থায়ী প্রদর্শনীর অমূল্য নিদর্শনসমূহ খুব সহজে দিগন্ত পাড়ি দিয়ে দেশী-বিদেশী দর্শকদের আকৃষ্ট করবে এবং পরবর্তীতে সরেজমিনে জাতীয় জাদুঘর ভ্রমণে আগ্রহী করে তুলবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: হুম।