নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা মায়ের রাখাল ছেলে।।

স্বপন রায় পদ্মলোচন

আমার নাম স্বপন রায়। গ্রাম বাংলার সহজ সরল ছেলেদের একজন আমি।

স্বপন রায় পদ্মলোচন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যেক মেয়েই জগজ্জননী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

, মায়েদের নিয়ে লেখার ক্ষুদ্র প্রয়াস
আশা করি সবাই পড়বেন,
অবিবাহিতা মেয়ে বা পরস্ত্রীগনকে আমরা যখন মাতৃরূপ জ্ঞান করবো তখন সেই চিন্তায় কোন ধরনের কুচিন্তা বা কামের উদ্ভব হবে না কেননা আমরা যখন কাউকে প্রকৃতভাবে মায়ের স্থানে স্থান দেই তখন সেখানে শ্রদ্ধা আর পবিত্রতা বিরাজ করে। মূলত সেই কারনেই শ্রীশ্রীঠাকুর যেকোনো বয়সের নারীকে "মা" বলে সম্বোধন করতে বলছেন । তাছাড়া শাস্ত্রে মা কে গুরু বলেও ব্যাখ্যা করা হয়েছে

" মাতা গুরু পিতা গুরু,
গুরু জ্যৈষ্ঠ ভাই,
তাহার চেয়েও পরম গুরু
সাধন করলে পাই"

শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, শ্রীশ্রীঠাকুর তাই সত্যানুুসরণে
বললেন, "কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন। বিষ অমৃত হয়ে গেল। আর মা মা-ই, কামিনী নয়কো। মার শেষে গী দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান! মা কে মাগী ভেবে মর না। প্রত্যেক মাই জগজ্জনী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রুপ, এমতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকে ছুতে নেই—যত দূরে থাকা যায় ততই ভাল; এমনি কি মুখদর্শন না করা আরও ভাল।"

অপরদিকে ইসলাম ধর্মের মূল ধর্মগ্রহন্থ পবিত্র আল কোরআনে আছে,

"তোমরা তাদের (নারীদের) সঙ্গে উত্তম আচরণ করো ও উত্তম আচরণ করার শিক্ষা দাও।"
[সূরা-৪ নিসা, আয়াত: ১৯]।

অর্থাৎ, আল্লাহ আমাদের নারীদের সাথে ভালো আচরণ
করার নির্দেশনা দিয়েছেন আল কোরআনে।
তাইতো ঠাকুরের কথাটি আবার বলতে হচ্ছ,
"মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকে ছুতে নেই—যত দূরে থাকা যায় ততই ভাল;" ( সত্যানুসরণ)

নারীরা খুব স্পর্শকাতর অশ্রদ্ধা, অবহেলা, অসন্মান ঘৃণা, রাগ ক্ষোপ, গালিগালাস,
অল্প পরিমাণ হলেও গ্রহণ করতে পারেনা। কিন্তু সমাজ নারীদেরকে এই নিকৃষ্ট উপাদানের জালে আটকে রেখেছে প্রতি নিয়ত । ফলাফলসরূপ
ঘরে টাকা পয়সা ধন সম্পদ বাচ্চাসব আছে নেই শান্তি
নেই সন্মান
নেই ভালবাসা
নেই বন্ধন।
সব ঢুকে গেছে প্রেমের গান উপন্যাস আর মুভির ভিতর। আসুন নারীদের প্রাপ্য সন্মান দেই মা বোন বউ কন্যা সহপাঠী সকল আত্নীয়তার বন্ধনে।

নারীকে সম্পত্তি বা ভোগের বস্তু না ভেবে সম্পদ ও সন্মানের পাত্র ভাবী।তাহলে সব বেদনা মধুর হবে।।।
__________ স্বপন রায় পদ্মলোচন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.