নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা মায়ের রাখাল ছেলে।।

স্বপন রায় পদ্মলোচন

আমার নাম স্বপন রায়। গ্রাম বাংলার সহজ সরল ছেলেদের একজন আমি।

স্বপন রায় পদ্মলোচন › বিস্তারিত পোস্টঃ

সদাচার কি? সদাচার পালন করতে হয় কেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫


, , ।।।।।।।।। _____সদাচার_____ ।।।।।।।।।।
#করুণাদা (মুখোপাধ্যায়) -- শারীরিক সদাচারের কথা তো বুঝি । কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচার কি ?

#শ্রীশ্রীঠাকুর --- গীতায় আছে "একভক্তির্বিশিষ্যতে" । ঐ একভক্তিপরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার । ওটা যেন কিছুতেই কখনও না ছাড়ে তোমাকে । তোমার প্রতিপদক্ষেপের চলার সঙ্গে লেগে থাকা চাই ওটা । এইভাবে যদি তোমার সত্ত্বার চলমানতার সাথে জড়িয়ে থাকে ওটা, তাহ'লে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার অবলম্বন ক'রে চ'লেছ । মানসিক সদাচার হ'লো মনের কু-প্রভাবকে ignore(উপেক্ষা) ক'রে বা mould(নিয়ন্ত্রণ) ক'রে বাঁচা-বাড়ার দিকে অর্থাৎ ইষ্টস্বার্থপ্রত নিষ্ঠার দিকে চলা ।

আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গ'ড়ে তুলতে হয় । আবার, শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না । তাই আচার-নিয়ম, খাদ্য-খানা ইত্যাদি সম্বদ্ধে খুব সাবধান থাকতে হয় । যা'-তা' খাওয়া, যার-তার হাতে খাওয়া --এ সব ভাল নয় । ও তে শরীর- মন নেমে যায় । এ-সব ব্যাপারে মাত্রামত যুক্তি-বিচার-সমন্বিত গোঁড়ামি ভাল । তোমরা যদি ষোলআানা কর, তোমাদের পরিবেশ দু'পয়সা করবে । তোমাদের এতখানি নিঁখুতভাবে চলা লাগে, করা লাগে, যাতে তা'র fraction (ভগ্নাংশ) ক'রেও সমাজের ক্ষতি না হয় ।

(আলোচনা প্রসঙ্গে নবম খন্ড)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.