![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় দিবস, বিজয় মাস না বিজয় একটি দেশের .................... এই শূণ্যস্থানে কি বসলে উত্তরটা সঠিক হবে। এ বিষয়ে আমি কিছু কথা বুঝতে চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে কোনভাবেই বুঝিয়ে নিতে পারিনা। কারণটা হচ্ছে আমরা কিছু শ্রেণীর লোক আছি যারা বিজয় দিবস পালন করি। অর্থাৎ বছরের একটা দিন উদযাপন করি 16 ডিসেম্বর– এটা বিজয় দিবস। আবার দেখা যায় কিছু মানুষ এবং কিছু প্রতিষ্ঠান এক মাসব্যাপি অনুষ্ঠান পালন করে থাকে। তাদের কাছে বিজয়ের মাস। আমি মনে করি বিজয় বলতে – এগুলো হচ্ছে সীমিত একটি অংশ বিষেশ। মূলত বিজয় একটি দেশের অনেক কিছুর সাথে জরিত এমন কি দীর্ঘ সময়ের একটি পরিকল্পনার ফল। যাকে আমরা একটি দিন কিংবা একটি মাসের মধ্যে সীমাবধ্য রাখতে পারিনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: আপনি আসলে ঠিকই ধরেছেন। আমারও এরকম মনে হয়। তাই বিজয়ের দিবস বা মাস উদযাপনের চেয়ে আমরা কি বিজয়ের চেতনা উদযাপন করছি কিনা সেটাই ভেবে দেখার বিষয়।