![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
43. নিরিবিলি নিত্য বইছে
নদীর বুকে ঢেউ
আমার বুকে তুমি ছাড়া
নেইতো আর কেউ।
44. দেখলে তোমার হাসি
বেশি ভালবাসি
যখন থাক দূরে
তোমায় ভুলে আমার মনটা
অন্যদিকে ঘুরে।
45. হাসি আর কান্নার মাঝে
ভালবাসার ইন্টারেস্ট
তোমায় আমি ছ্যাঁকা দিয়ে
করে নিলাম টেস্ট।
ছ্যাঁকা খেয়ে তুমি যদি
থাক হাসি–খুশি
দুঃখ তখন ভুলে যাব
হব আমি খুশি।
46. মানুষ আছে মন আছে
মনে থাকবে আশা
একে একে ধীকে ধীকে
সৃষ্টি ভালবাসা।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫১
শরফুিদদন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে