![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের পর দিন যায়
মাসের পর মাস
কারো জন্য ভালই গেল
কারো গেল, আইক্কা ওলা বাঁশ।
মাসে মাসে শেষ হয়
একটি বছর যখন
রাত জেগে উল্লাস করে
পাগলা গ্রুপ তখন।
কেউবা আছে ভবের পাগল
কেউবা বয়সের
আমি হলাম লেইখা পাগল
সামুর পরশের।
কেউবা আছে খানার পাগল
কেউবা নিয়ে নারী
বছর গুনে কেউবা পাগল
করবে একটা বাড়ি।
কেউবা পাগল ক্ষমতা নিয়ে
আছি যতদিন
রাস্তার পাশের ফকির বলে–
বাচবো কতদিন।
দিন যায় মাস যায়
বছরের পর বছর
আমি পাগলা হেসে বলি
কিসের নতুন বছর।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২
কল্লোল পথিক বলেছেন: বাহ বেশ হয়েছে!