নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাধে দুর্ঘটনা নামের আড়ালে উল্লাসিত সড়ক হত্যা চলছে - কিন্তু একজন ঘাতককেও গ্রেফতার করা হয়না -মোটাঅংকের চাঁদা বাণিজ্য আর ভয়ে - ঘাতকদের ধরলেই তারা রাস্তায় নেমে অরাজগতা করবে মানুষের মুখে পরা মবিল লাগাবে - মা বোনদের সড়কে নাজেহাল করবে

সড়কযোদ্ধা

সড়কে নির্মম হত্যাকাণ্ডের শিকার সন্তানদের পিতা

সড়কযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অভিনব প্রতারনা

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৪

তার ফেইসবুক স্ক্রীনশর্ট

ইদানিং বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রায়ই দেখা যায়, তা হল সাংবাদিক সেজে প্রতারনা, এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ ধারন করে মানুষকে প্রতারনা করে, আইন শৃঙ্খলা বাহিনী এমন প্রতারক চক্রের অনেক দলকে বিভিন্ন সময়ে গ্রেফতার করেছে, এইসব চক্রের সদস্যরা বিভিন্ন পাড়া মহল্লায় সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে মানুষে সাথে মিশে, আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপদ গ্রস্থ ও অসহায় মানুষের সাথে পরিচিত হয়, তারপর একদিন টাকা পয়সা নিয়ে পালায়, বাকীদের ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, জনগণের উচিত এইসব চক্রর সদস্যদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা, যাতে এদের শিকর বেশিদূর পর্যন্ত বিস্তার না করতে পারে,

পোশাক কারখানার কর্মচারী আহসানুলাহ হটাত করে ২০১৭ সালে জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরপুরি পারালিসেস হয়ে যায়, ব্যয়বহুল ও দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন, এমতাবস্তায় ২০১৯ সালের ১১ই ফেব্রুয়ারি তার ছোট্ট সন্তান, সেন্ট জোসেফ কলেজের মেধাবি শিক্ষার্থী কলেজ থেকে ফেরার পথে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময়ে দুরপাল্লার দুই বাসের রেষারেষিতে, সেই শিক্ষার্থী কে হত্যা করে, আজ ঘাতকদের ধরা হয়নি, বরং সেই বাস তাকে হত্যা করে সেই বাসটিকেও বাসের মালিকের কাছে হস্তান্তর করা হয়,

আদরের সন্তানের নির্মম হত্যার বিচারের দাবিতে তার অসুস্থ পিতা ঢাকা উত্তরের মেয়র ও গুলশান রেঞ্জ এর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন কিন্তু কোন গুরুত্তই নেই এবং এই যাবত বিভিন্ন স্থানে মানববন্ধন ও সংলাপ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন

(ক) মার্চ ২০১৯ – ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে – #মানব্বন্ধন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক

(খ) মে ২০১৯ – জাতিয় প্রেসক্লা্ক্লাব – মানব্বন্ধন যাত্রী কল্যাণ সমিতির মোজ্জামেল হক , নিরাপদ সড়ক আন্দলন(নিসআ) সংগঠকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সংগঠক

(গ) জুলাই ২০১৯- ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি – সংলাপ – বিশিষ্ট সাংবাদিক সহিদুল আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ব বিদ্যালয়ের নেত্রীবৃন্দ, ২০১৮ , ২৯শে জুলাই শিক্ষার্থী আন্দলনের নির্যাতিত ছাত্র নেত্রীবৃন্দ ও সড়ক পরিবহণ শ্রমিক নেতা

(ঘ) অগাস্ট ২০১৯ – ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে – মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর পুত্র জয়, আজাদ ভাই সহ, স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই দুর্বলতার কথা জানে একটি প্রতারক চক্র, তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাড হয়, সহানুভুতি জানায়, তাদের চক্রের এক সদস্য জিহান ওরফে ইসফাক ওরফে জেনন ওরফে বসু ওরফে আহমেদ সার্বক্ষণিক তার উপর নাজর রাখ, বিভিন্ন পরামর্শ দিতে থাকে, পুরব নির্ধারিত এলাকাবাসি আয়োজিত মানব্বন্ধনে সেই জিহান ওরফে ইসফাক ওরফে জেনন ওরফে বসু ওরফে আহমেদ তাদের চক্রের পধান সহ তাদের চক্রের আর ৬/৭ সদস্যকে তার সাথে পরিচয় করিয়া দেয়, তাদের চক্রের প্রধান তার পরিচয়ে বলেন, তিনি সাংবাদিক - বিভিন্ন মন্ত্রিদের সাথে তার বন্ধুত্ব কিছু ছবিও দেখায়,

তার ফেইসবুক স্ক্রীনশর্ট




সে তার নাম গোলাম রহমান দূর্জয় বলে জানিয়ে , তিনি কোন কোন সংস্থা চালাচ্ছেন তার একটি বর্ণনা দেন,

১ সভাপতি সোনাইমুড়ী প্রেসক্লাব ২০১৫-২০১৮ ইং
২ ম্যানিজিং ডিরেক্টর ইনসাফ হসপিটাল লিমিটেড
৩ আহবায়ক নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি
৪ যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক ফেডারেশান
৫ ভাইস চেয়ারম্যান জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন
৬ সেক্রেটারী বাংলাদেশ ক্লিনিক মালিক সমিতি
৭ সদস্য বাংলাদেশ মানবধিকার কমিশন
৮ সদস্য চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি।
৯ নির্বাহী পরিচালক আরবান এন্ড রুর‍্যাল ডেভলেভমেন্ট

এই চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের কথা বলে টাকা নিতে থাকে, সর্বশেষ জিহান ওরফে ইসফাক ওরফে জেনন ওরফে বসু ওরফে আহমেদ বলেন এই ভাবে জাস্টিস পাবেন না, আপনাকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে হবে, কিন্তু সন্তান হারা অসুস্থ পিতা এই সবের আর কি বুঝে, তখন সেই প্রতারক জিহান ওরফে ইসফাক ওরফে জেনন ওরফে বসু ওরফে আহমেদ বলেন, তাকে কোন চিন্তা করতে হবে না, গোলাম রহমান দূর্জয়ই সব ব্যবস্থা করবেন, সাংবাদিক সম্মেলনের নামে বেস কিছু তাকা নেয় সে, সব শেষ গোলাম রহমান দূর্জয়ই বলে সাংবাদিক ব্যবস্থা হয়ে গেছে, এখন হল ভাড়া নিতে হবে, হল ভাড়া ১০,০০০ টাকা, বেচারা অসহায় মানুষটি নিজে পারালিসেস , ২ বছর ধরে বেকার, তার উপর আদরের সন্তান নির্মম ভাবে খুন হল, তার পরো সন্তান হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করার জন্য বিভিন্ন ধাপে প্রায় ২৫,০০০ টাকা প্রদান করেন হাতে হাতে, সবশেস বিকাশের মাধ্যমে ২ ধাপে ১০,০০০ টাকা গোলাম রহমান দূর্জয়ের পার্সোনাল বিকাশে পাঠায়, সাংবাদিক সম্মেলনের হল ভাড়া বাবত



তার পর থেকে গোলাম রহমান দূর্জয় আর ফোন ধরে না, সবশেস জুলাই মাসে একবার ফোন বলে, এই টাকার কথা করো কাছে বললে, ছেলের মত তোমারেও গায়েব করে দিব, আমার সাথে সকল এম পি মন্ত্রীদের বন্ধুত্ব, জান বাচানর ভয়ে সন্তান হারা পিতা তারদের কিছুই বলতে পারছেন না, তবে স্থানি্য় সকলেই বিষয়টি জানেন এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দও বিষয়টি জানেন, বিষয়টি জন গুরুত্ত পূর্ণ বিধায় মানুষকে সচেতন করতে লিখাটি শেয়ার করুন, এই বিষয়ে রাজধানীর ভাটারা থানায় অবহিত ও ডাইরি করা হয়েছে -পুলিস পুরো চক্রটিকে ধরতে চেষ্টা করছে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.