নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তেমন কিছু জানিনা . . .

পলক শাহরিয়ার

Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!

পলক শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

দ্যা ফানভেঞ্চার-১ম পর্বঃ জার্নি টু দ্যা প্যারাডাইস@চিয়াং মাই,থাইল্যান্ড

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২





কাহিনীর শুরুতে একটু ভূমিকা করে নিই...

চিয়াং মাই। ১২৯৬ সালে প্রতিষ্ঠিত থাইল্যান্ডের প্রধান উত্তরাঞ্চলীয় শহর। এখানে একে বলা হয় রোজ অব দ্যা নর্থ। ব্যাংকক থেকে ৭০০ কি.মি. দুরে অবস্থিত। সুন্দর জলপ্রপাত, গুহা, গিরিসঙ্কট,পাহাড় শোভিত চিয়াংমাই ১৫ শতক পর্যন্ত থাইল্যান্ডের ধর্মীয়, সাংস্কৃতিক এবং ব্যবসা-বানিজ্যের কেন্দ্র ছিল । বিভিন্ন উৎসব, প্রাচীন মন্দির,শ্বেতপ্রাসাদ, মনোরম প্রকৃতি,রাত-বাজার,আপেল, পীচ এবং স্ট্রবেরীর সমারোহ,মদ-বিয়ার এবং চারপাশে সুন্দরীদের ভীড় দেখে মনে একে গল্পের পাতা থেকে উঠে আসা স্বপ্নশহর "শাংগ্রী লা" মনে হবে। এখানকার স্থাপত্যকর্মে মোন, বার্মিজ, শ্রীলঙ্কান এবং লান না থাই স্থাপত্যরীতির সংমিশ্রণ চোখে পড়ে। রীতিমত ট্যুরিস্টদের স্বর্গ যেন দি সিটি অব চিয়াংমাই....



ছবি-১(পাহাড় ঘেরা চিয়াংমাই)



ছবি-২(ট্রেন টু চিয়াংমাই)



ছবি-৩ (দোস্তানা-২)



ছবি-৪(দ্যা ইয়োলো ক্যাসেল)



ছবি-৫(শ্বেত প্রাসাদ)



ছবি-৬ (পাহাড় ঘেরা শহর)





এবার ফানভেঞ্চারের সুপার সিক্স ৬ অভিযাত্রীর পরিচয় দিই...



আমরা বাংলাদেশের নয় জন (৮ ভাই ও চম্পা হিসেবে অন্য বাঙালীদের কাছে পরিচিত) ছেলে-মেয়ে এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রফেশনাল কোর্সে করছি। এই নয় জনের মধ্যে দুজন বউয়ের খপ্পরে পড়ে এবং অন্য আরেকজন থাই মুভি আর থাই নারীদের প্রেমে মেতে যাওয়ায় আমরা হারাধনের বাকি ছয় পুত্রকন্যা,আমরা যাত্রা শুরু করলাম টু দ্যা নর্থ অব থাইল্যান্ড।



১.মুরাদ: অর্ধচন্দ্রের (গলাধাক্কা নয়) ছবি তুলে দেশেবিদেশের শিল্পানুরাগীদের(ফেসবুকে) বিপুল প্রশংসা কুড়িয়েছেন। তার আরেক পরিচয় তিনি ভাষাবিজ্ঞানী। নতুন যুগের এই মহান ভাষাবিদের কথা শুনলে নিশ্চিতভাবে ডঃ মুঃ শহীদুল্লাহ হার্টফেইল করতেন। খুব মজার মানুষ কিন্তু হিন্দি,থাইভাষীদের সাথে কথা বলতে গিয়ে থিংলিশ,হিংলিশের,হিংলার চমৎকার খিচুরী পাকিয়ে ফেলেন।

"মুরাদ তুম ক্যায়সে ইতনা মার্কস পায়া বাতাও না.."যখন হিন্দিভাষী ভুটানীজ ক্লাসমেট জিজ্ঞেস করল তার উত্তর ছিল

"ওয়েত ....ওয়েত (Wait)...বাতাচ্ছি...":)

আবার থাই ওয়েটারকে বরফের জন্য বলেন "ওয়েতার ক্যান ইউ গিভ মি সাম পিস অফ ব্রফ?":D:D:D



এহসানঃ দারুণ স্বতঃস্ফূর্ত আর সকল কাজের কাজি। বিদেশী মেয়েদের পটিয়ে ফেলার মত কঠিন কাজ তার কাছে ডাল ভাত।তার পারফর্মেন্সে অনেকেই ঈর্ষান্বিত।B-)B-)



হাসানঃ খুবই সেনসিটিভ ছেলে, কোনকিছুতেই তার উৎসাহের কমতি নেই।স্কুইড,স্যুপে দেয়া ঘাস,লতা-পাতা এমনকি পর্ক থাকতে পারে এমন কোন খাবারে পিছুপা হয়না। রিস্ক নিয়ে গ্রাস জ্যুস খেয়ে বলে, জোস্! পরে তার প্ররোচনায় আমদেরও সেই অখাদ্য খেয়ে শুকনা মুখে অনেকসময় আমরাও বলতে বাধ্য হই, হমম! জোস্!!X(X(X(



মাহবুব ভাইঃ মোহনীয় হাসিতে নারী হৃদয় হরন করা যার কাছে ছেলে খেলা। ক্লাসের মেয়েদের কাছে চরমভাবে কাঙ্খিত সুপুরুষ।;);) চিয়াংমাইতে গিয়ে ৬ টাকার যুগান্তকারী এক জুস আবিষ্কার করেছেন পরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুজে না পেয়ে সুপারশপে তার স্ব-উদ্ভাবিত জিরাভাত ফ্লপ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন।



সুপর্ণাঃ দলের একমাত্র নারী সদস্য। অবিশ্বাস্য কেয়ারিং দিয়ে আমাদের ৯ জনকে এক পরিবারের ছায়াতলে আটকে রাখার অর্ধেক কৃতিত্বই দেয়া যায় তাকে। ভীষণ গুণবতি আর বুদ্ধিমতি এক মেয়ে (হে হে... আমার একবেলা রান্নার ঝামেলা কমিয়ে ফেললাম ) ;);)। তবে তিনি মাঝে মাঝে কোন এক বিশেষ "দাদা"কে মিস করে ভীষণ নস্টালজিক হয়ে যান। মাঝে মাঝে তার ছায়া খুজে ফেরেন ড্যাশিং আর হ্যান্ডসাম এক ভুটানীজ ক্লাসমেট এর মধ্যে।



আর আমি.... (লেখক হবার সুবিধা নিয়ে আমার কথা চেপে গেলাম) :P:P



যাত্রা হলো শুরু....



ডন মুয়াং স্টেশনে র্যাপিড এক্সপ্রেস ট্রেন এ শুরু হল আমাদের দীর্ঘ ১৪ ঘন্টার যাত্রা। যাত্রাপথে সাধারণত আমার চিরকালই ফাটা কপাল।আমার পাশের সিটে সুন্দরীর আগমন ঘটা যেন কাঁঠালের আমসত্ব।:((:(( কখনও বিদিক স্বাস্থ্যের কেউ ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েন বা কাঁধে হেলে পড়েন আবার কখনও ষাটোর্ধ প্রফেসর টাইপ আংকেল-আন্টি সুযোগ পেয়েই বোরিং বুকিশ নলেজ বিনামূল্যে ঢালতে শুরু করেন আমার উপর। আর আমি মাননীয় স্পিকার হয়ে বসে থাকি।কিন্তু আজ যেন বিধাতা মুখ ফিরে চাইলেন, ট্রেনে অল ইউরোপিয়ান বগিতে সুন্দরীদের মেলার মাঝামাঝি সিট পেলাম আমরা। এহসান দু'একটার সাথে ভাব জমিয়ে ফেলল। আমরা কার্ড খেলে, আড্ডা হইচই আর বাকি পথ ঘুমিয়ে কখন যে ১৪ ঘন্টা পেরিয়ে গেল টেরই পেলাম না। খুব ভোরে পৌছে গেলাম ছিমছাম সুন্দর স্টেশন, চিয়াংমাই।



দু'একটা হোটেল ঘুরাঘুরি শেষে লাই থাই নামক একটা চমৎকার বাগানবাড়ি সদৃশ গেস্ট হাউসে উঠলাম।





এই শহরে থাইরা মোটামুটি ইংলিশ জানে যদিও মজার ব্যাপার হলো বেশিরভাগ থাই দুটো Word ই জানে বলে আমার ধারণা...তা হলো "Have আর Can"।

উদাহরণ দিয়ে ব্যাপারটা খোলাসা করা যাক....

দোকানে গিয়ে যদি বলেন "ডু ইউ হ্যাভ পটোটো?"

নিশ্চিতভাবেই উত্তর আসবে Have অথবা No Have.

আর কোন কিছুর দাম জিজ্ঞেস করলেই সেলসগার্ল সোজা ক্যালকুলেটর আনতে ছোটে। সেখানে দাম দেখানোর পর যদি বলা হয়,Can You give a little Discount?

উত্তর আসবে No Can,No Can.



লাই থাই হোটেলে উঠতে না উঠতেই "লাই" এর সমাহার নিয়ে বসলেন মাহবুব ভাই। সুপর্নাকে সিরিয়াস ভঙ্গিতে বললেন "এখানে মাত্র দুটো রুম পাওয়া গেছে। আমরা ঠিক করেছি ৩ জন করে এক রুমে থাকব। এখন কোন দুজনকে আপনার রুমে রাখবেন এটা আপনি ঠিক করেন।" মাহবুব ভাইয়ের চমৎকার অভিনয়ে হতভম্ব হয়ে সুপর্ণা বিব্রতকর হাসি দিয়ে এই উদ্ধট প্রস্তাব মেনে নেয়ার মানসিক প্রস্ততি নিচ্ছিল সে সময় আমি হাটে হাড়িটা ভেঙে দিলাম।আর সুপর্নাও ভাঙা হাড়ি নিয়ে খুশিমনে নিজের রুমে চলে গেল দ্রুত কারন একটু পরেই আমাদের চিয়াংমাই অভিযান শুরু হবার কথা। রুমে গিয়ে সাজগোজের বাক্স নিয়ে বসে গেল সে....

(পরের পর্বে সমাপ্য)।



মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সূখীমানব বলেছেন: ওয়াও! দারুণ মজা করে লিখেছেন।

অনেকগুলো +++++++++++++++ দিলাম।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩

পলক শাহরিয়ার বলেছেন: হে হে....আসলে সেখান থেকে ফিরে আসার পরও বেশ ক'দিন ঘোরের মধ্যেই ছিলাম। ভীষন মজার ছিল জার্নিটা।

২| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বার্ডস ফ্রম দ্যা সেকেন্ড ওয়ার্ল্ড বলেছেন: দারুণ! লেখা ছবি সব!! :D :D

জলদি পরের পর্ব লিখে ফেলেন।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ।খুব দ্রুত লিখে ফেলব আশা করি।সাথে থাকবেন।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ফানভেঞ্চার শব্দটা আজই প্রথম শুনলাম, আর প্রথম শুনাতেই ++++ :-B

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০

পলক শাহরিয়ার বলেছেন: ফান+অ্যাডভেঞ্চার=ফানভেঞ্চার।....

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

এক্সপেরিয়া বলেছেন: অনেক মজা করেন বিদেশে যেয়ে ভাল...

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ। অনেক মজা হয়।আসলে এটা মজা করার মানসিকতার উপরও অনেকটা নির্ভর করে।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১

ভ্রমন কারী বলেছেন: দারুন লাগছিল.......শেষ হয়ে গেল :( :(

আগামী পর্বের অপেক্ষায়..........+++++++++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

পলক শাহরিয়ার বলেছেন: ভ্রমনকারী ভাই আপনাকে ধন্যবাদ।আগামী পর্বে নিশ্চয়ই সাথে থাকবেন।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫০

আরজু পনি বলেছেন:

অনেক মজা করে লিখেছেন !
ভালো লাগলো ।।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ। আপনার ভাল লাগায় প্রীত হলাম,সিক্ত হলাম।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মজা পেলাম ফানভেন্চার।
বিবরণে মনে হলো, দলগঠন উত্তম হয়েছে :)


শুভেচ্ছা :)

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ মঈন ভাই। দলটা আসলেই দারুণ ছিল.....নাইস কম্বিনেশন অব সাম ফানি পিপল।

৮| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

গোর্কি বলেছেন: বেশ ক'বার শ্যামদেশ ভ্রমণ করার সুযোগ হলেও এই জায়গাটিতে যাওয়া হয়নি কখনও। পোস্টে বর্ণনা: ঝরঝরে, সাবলীল ও মজারু হয়েছে বিধায় আগামীতে থাইল্যান্ড ভ্রমণের অবকাশ আছে এবং অবশ্যই চিয়াং মাই ঘুরে আসব। পোস্টের জন্য ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

পলক শাহরিয়ার বলেছেন: বাংলাদেশীদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত এই যায়গাটা। অবশ্যই আসবেন আর পরের পর্বে আশাকরি সাথে থাকবেন।

৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ছবি ও বর্ণনায় ++

আগামী পর্বের অপেক্ষায় রইলাম

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ রিংকু।২/১ দিনের মধ্যেই বাকি পর্ব লিখে ফেলতে পারব আশা রাখি।

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, নাইস ||

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

সুস্মিতা শ্যামা বলেছেন: Durdanto likhechen, bhaia. Calculator anar ghotona ekkebare mile gelo Amar shathe. Top up korte geleo sales girl ke ink shomoi calculator e no. Tipe dekhate hoyeche. Obossho 7/11 hole alada kotha.

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আপু। ক্যালকুলেটরের ঘটনা খুবই কমন। হ্যাঁ ৭/১১ টা যে কত কাজের বেড়াতে গেলে বুঝি। সবখানে তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই। এটাই ভরসা।ভাল থাকবেন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

েবনিটগ বলেছেন: :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

পলক শাহরিয়ার বলেছেন: :) :)

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার ! আগামী পর্বের অপেক্ষায় থাকলাম ! :) :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

পলক শাহরিয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ । আমি এমুহূর্তে (সুপারসিক্সের অন্য সদস্যরাও) পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।সময় পেলেই পরের পর্ব লিখে ফেলার আশা রাখছি। ও হ্যাঁ,সাথে থাকার জন্যও ধন্যবাদ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

ঢাকাবাসী বলেছেন: আরি! এত সুন্দর একটা পোষ্ট মিস করেছিলুম! যাকা আপনি মনে করিয়ে দেয়াতে দেখা হল। চমৎকার লাগল। ওদেশে গেলেও ওগুলো দেখা হয়নি। আপনার রুচিবোধের প্রসংসা করছি। আর ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

পলক শাহরিয়ার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিলুম। আর আমিও আমার প্রশংসা পেয়ে ধন্য হলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.