![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইগ্নার জিনস্ কেনার জন্য গেলাম বসুন্ধরা শপিং মলে। দেখি সবাই 'ফিক্সড প্রাইস' এর দোকান; ভাবলাম যাক মুলামুলির ঝামেলা্য় যেতে হবে না ! ঘুরতে ঘুরতে এক দোকানে পছন্দ হলো - দাম লেখা ২৭৫০ টাকা আর দোকানেও বড় বড় করে লেখা 'ফিক্সড প্রাইস' । যদিও বাজেট আরেকটু কম ছিলো (২০০০ টাকা) তার পরও ভাইগ্নার পছন্দ বলে কথা - ভাবলাম ঠিক আছে নিয়েই নেই। 'প্যাকেট কর' বলতে যেয়ে ভাবলাম একটু চাপ দিয়েই দেখি কি বলে। বললাম "ভাই আমার বাজেট তো আরেকটু কম, আমি এত দিতে পারবো না"।
আমি ভাবসি বলবে যে "না ভাই এটা 'ফিক্সড প্রাইস' এর দোকান; কমানো যাবে না।" ব্যাটা বলে কী "আপনি কত দিবেন ?" আমি সাহস নিয়ে বলেই ফেললাম "১২০০ টাকা !"
ভাবলাম এইবারই মনে হ্য় একটা চরম ডায়ালগ শুনবো !
হায় হায় কিছুক্ষণ আমতা আমতা করে, আমারে পুরা টাস্কি লাগায়া ব্যাটা কয় কি "আপনি প্রথম কাস্টমার ! ঠিক আছে, দ্যান।" আমিতো পুরাই অবাক ! কয় কী - ২৭৫০ টাকার জিনস্ ১২০০ টাকায় ! এইটা নাকি 'ফিক্সড প্রাইস'
!!!
এই অবস্খা দেখে সাহস করে নিজের জন্য আরেকটা জিনস্ পছন্দ করলাম - লেখা ১৬৫০ টাকা, নিলাম ১০০০ টাকায় ! তার মানে মোট ৪৪০০ টাকা লেখা জিনস্ কিনলাম ২২০০ টাকায় !!! এই হলো 'ফিক্সড প্রাইস' এর দোকান !!!
যারা এখনও কিনেন নাই, তারা সাবধান - 'ফিক্সড প্রাইস' হোক আরা 'আন-ফিক্সড প্রাইস', বসুন্ধরা শপিং মলে মুলামুলি করতে ভুইলেন না (যদি ব্রান্ড শপ না হয়) - লজ্জা পেয়ে লস্ কইরেন না !
১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৬
আখিলিস বলেছেন: আসলেই, সাবধানের মাইর নাই !
২| ১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গতকালের একটা অভিজ্ঞতা বলি, আমি একটা টাওয়াল কিনলাম ৪৫০/- টাকা দিয়ে, জোনাকী সিনেমা হলের সাথের মার্কেট থেকে (নাম মনে পরছে না)। সেই টাওয়াল দেখি বসুন্ধরায় আলমাসে বিক্রি করছে ৬২০+ ভ্যাট। তাও মনে হয় ছোট হবে আমারটার চেয়ে। কর্নফুলি মার্কেটে দাম করলাম ৭৫০ টাকা। কি বলবো? একটু ঘোরাঘুরি না করে কিনলে, দামাদামী না করে কিনলে এভাবেই বেশি দিয়ে আসতে হয়।
আমি সাধারণতঃ ফিক্সড প্রাইস এর দোনাক থেকে কিনতে চাই। মুলামুলী পছন্দ না। কিন্তু দেখি, মুলামুলী ছাড়া উপায় নাই।
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৯
আখিলিস বলেছেন: আলমাস তো পুরাই ডাকাত! যেমন বাজে দাম, তেমন খারাপ ব্যাবহার ! আমার সাথে ২ বার ঝগড়া লাগছে; আর যাই না ।
যার যা ইচছা দাম লাগায় রাখে, আর ধরা খাই আম জনতা । আসলেই মুলামুলী পছন্দ না। কিন্তু দেখি, মুলামুলী ছাড়া উপায় নাই।
৩| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৮
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আরে ভাই বসুন্ধরায় প্রায় মালামাল কালিগন্জ থাইকা আনে আর সবাই মনে করে বিদেশী মাল......এই আর কি......
আপনি যেইটা ১২০০টাকা দিয়া কিনছেন সেইটা নিউ মাকেটে ৮০০টাকায় পাইতেন নিশ্চিত...।
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১১
আখিলিস বলেছেন: হায় হায় ভাবছিলাম জিতছি !
৪| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১১
ব্লগার ভাই বলেছেন: দোকানটার নাম কন
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৪
আখিলিস বলেছেন: এই মুহুতে মনে নাই - প্যাকেট আছে, দেইখা কমুনে !
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৩
আখিলিস বলেছেন: দোকানের নাম 'হিপস অ্য়ার', লেভেল ২ তে। মেইন সিড়ি দিয়ে উঠে বামে।
৫| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: প্রতারক দোকানটার নাম বলুন । সবাই সাবধান হোক
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭
আখিলিস বলেছেন: বসুন্ধরা শপিং মলের বেশির ভাগ দোকানই এই রকম । পরথম আলুতেও ২/৩ রোজার দিকে এইটা নিয়া একটা ফিচার দিসিলো ।
দোকানের নাম এই মুহুতে মনে নাই - প্যাকেট আছে, দেইখা কমুনে !
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৩
আখিলিস বলেছেন: দোকানের নাম 'হিপস অ্য়ার', লেভেল ২ তে। মেইন সিড়ি দিয়ে উঠে বামে।
৬| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৪
এ্যাপেলটন বলেছেন: একমাএ ব্র্যান্ড ছাড়া ...কোন কিছুই ফিক্সড প্রাইজ লেখা দেখে কেনা উচিত নয় !!!...বসুন্ধারার দোকানিদের পন্যের মুলামুলিতো বংগবাজারকে হার মানায় ।... এই ইদে ওদের সেচ্ছাচারিতা সীমা ছাড়িয়ে যাচ্ছে !!!!...
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭
আখিলিস বলেছেন: সহমত ।
৭| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
জানালার বাইরে বলেছেন: লজ্জা পেয়ে লস্ কইরেন না !
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৮
আখিলিস বলেছেন: আসলেই ।
৮| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২০
সাজিদ ঢাকা বলেছেন: ভাই , , আপনেও সেই পাবলিক , , যাইবেন নিউমার্কেট এর ২য় তলায়
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৩
আখিলিস বলেছেন: এইবার বুদধি বাড়লো - আগামি বার জিতুম !
৯| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৬
আহলান বলেছেন: তার মানে কি বুঝলেন? ২৭৫০ টাকার টা ১২০০ টাকায় দিলে আসলে প্যান্টের দাম কত? ৪০০ - ৬০০ টাকা। আপনি দ্বিগুন দামে কিনেছেন। আমি কালকে ৩৫০০ টাকার পাঞ্জাবী ২২০০ টাকায় কিনেছি!!
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪০
আখিলিস বলেছেন: চিনতা করেন অবসথা !
১০| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৭
মোমের মানুষ বলেছেন: লজ্জা পেয়ে লস্ কইরেন না !
১১| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: "আহলান বলেছেন: আমি কালকে ৩৫০০ টাকার পাঞ্জাবী ২২০০ টাকায় কিনেছি!!"
-- ঐটা দ্যাখেন গিয়ে ১২০০ টাকার পান্জাবী। কাপড়-চোপড় কেনা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ইদানিং। সিন্ডিকেট করে সবাই মিলে বেশি দামে বিক্রি করছে কোন কারন ছাড়াই। কারন একটা আছে, সেটা হলো পাবলিকের কাছে প্রচুর টাকা। দোকানে সাজায় রাখলেই বিক্রি হয়ে যায় দাম যতই থাকুক। কেনার লোকের অভাব থাকলে তখন ঠিক দামেই বিক্রী হতো।
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৪
আখিলিস বলেছেন: একদম ঠিক কথা ! কিছু মানুষের টাকার অভাব নাই !
১২| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৩
জুয়েল বলেছেন: একবার নিঊমার্কেটে এই ধরণের ঘটনা হয়েছিল আমার। ১৫০০ টাকার প্যান্ট ৫০০ তে দিয়ে দিল। আমি তো পুরাই টাস্কি। আমার আবার এসব ব্যাপারে লজ্জা শরম কম
আসলে ওরা যা দাম তার চেয়ে অন্তত ৩ গুন দাম বাড়িয়ে বলে। ৩ ভাগের ১ ভাগ দামে বিক্রি করলেও ওদের লাভ থাকে।
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৪
আখিলিস বলেছেন: সহমত
১৩| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০১
২৪ বলেছেন: কস্কি মমিন Facebook এ Share দিলাম।
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৫
আখিলিস বলেছেন: ধন্যবাদ !
১৪| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
তাসিম বলেছেন: কস্কি মমিন
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪০
আখিলিস বলেছেন: তাই তো কই মমিন !
১৫| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৫
ডেভিল হ্যান্ড বলেছেন: share করার জন্য ধন্যবাদ
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
আখিলিস বলেছেন: পড়ার জন্য আপনাকেও
১৬| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০
আরমান আরাফাত বলেছেন: কস্কি মমিন
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৫
আখিলিস বলেছেন: তাই তো কই মমিন !
১৭| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৬
শিপু ভাই বলেছেন:
বসুন্ধরায় যাওয়াটাই আমার পছন্দ না।
পাদের মার্কেট!!!
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৯
আখিলিস বলেছেন:
১৮| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৮
নয়ামুখ বলেছেন: এতো দেখি ভাই মাছের বাজার
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
আখিলিস বলেছেন: হ ! 'ফিক্সড প্রাইস' মাছের বাজার !
১৯| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১
কাব্য সৈনিক বলেছেন: বসুন্ধরায় আগুন লাগার পর থেইকা যার যা মুনচায় দাম লাগায় রাখে কবে যে আরাকবার লাগামু.......
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
আখিলিস বলেছেন: মনে হয় আগুন লাগার লস কভার করতাসে !
২০| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৪
পাতিকাক বলেছেন: আমি নিজেও সারা জীবন নিউ মার্কেট থেকে জিনিস কিনি। কিন্তু এটা ঠিক আপনি একদম নিখুত পাবেন না নিউ মার্কেট এ।। কিছু না কিছু খুত থাকে... ওইটা ব্যাপার না।।
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
আখিলিস বলেছেন: সংবিধান বলেছেন: New Market-এ চাইল ৩৭০০, নিলাম ১৪০০ । কই যাব কন !
২১| ১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৮
সংবিধান বলেছেন: New Market-এ চাইল ৩৭০০, নিলাম ১৪০০
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
আখিলিস বলেছেন: খাইসে আমারে !!!
২২| ১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫২
নিমচাঁদ বলেছেন: ব্যাপারনা
আমি কালকে ওইখানেই শপিং করলাম । ৪৪০০ টাকার শাড়ী ২৫০০ টাকায় , ৬৫০০ টাকার শাড়ী ৩৮০০ টাকায় । ফিক্সড প্রাইসের দোকান । আমি দামাদামিতে ছিলাম না । আমার ম্যাডাম এই সব কাজ করেন । ৪৪০০ টাকার শাড়ী ৮০০ টাকা দিয়ে শুরু করছেন -- যা বলা আমার পক্ষে পসিবল না । আর অনেক কিছুই কিনা হলো , আমি জাষ্ট কখনো ডেবিট কার্ড , কখনো ক্যাশ দিয়ে দায়িত্ব পালন করেছি ।
আর চোখেতো আর ঠুলি পড়া ছিলো না , খালি আশে পাশে দেখতেই আছি , দেখতেই আছিলাম
কেনা কাটা শেষ হলে , মন খারাপ করে চলে আসলাম , আরো কিছুক্ষন থাকলে মন্দ হতো না :#>
১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:০০
আখিলিস বলেছেন: ৪৪০০ টাকার শাড়ী ৮০০ টাকা দিয়ে শুরু করছেন... ম্যাডামতো দেখি রণাংগনি !!! সাহস আছে মাশাললা !!!
২৩| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:০১
তুষার মানব বলেছেন: আমার ভাই, বঙ্গ বাজারই ভরসা । বসুন্ধরার ভেতরে কেনাকাটার জন্য এই পর্যন্ত এক টাকাও খরচ করি নাই ।
১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:০২
আখিলিস বলেছেন: সাবাস !
২৪| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:০২
লিন্কিন পার্ক বলেছেন:
গতবার এমন একটা ধরা খাইসিলাম বাহে
আমি যে প্যান্ট কিনছি আমার ফ্রেন্ড কিনছে অর্ধেক দামে !! আমার আবার দামাদামি করতে লজ্জা লাগে
১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৩
আখিলিস বলেছেন: লজ্জা পেয়ে লস্ কইরেন না !
২৫| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো শেয়ার।
থ্যাংকস।
২৬| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩০
আমি রাইন বলেছেন: বসুন্ধরাতে ১০০০০ টাকা দাম চাওয়ার পর সেই শাড়ি ২৬০০ টাকা দিয়ে কেনার রেকর্ড আছে ভাই। দাম সব সময় চার ভাগের একভাগ থেকে বলা শুরু করবেন। তিন ভাগের বেশি দিয়ে কিনবেননা। আর দোকানিদের যদি আকাশ-পাতাল দাম চাইতে লজ্জা না লাগে, আপনার ন্যায্য দাম বলতে লজ্জা লাগার কোন কারন নাই। টাকাটা আপনি কষ্ট করে উপার্জন করেন, ওরা কিন্তু আপনাকে দেয়না।
আলমাসের দাম তো রিজনেবল বলেই জানতাম, ঈদ দেখে ওরাও দাম বাড়ালো
২৭| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৭
বটতলার টারজান বলেছেন: আমি তো খালি এসি খাইতে যাই ওইখানে !!
ওইখান থেকে জাইংগা কিনতে গেলেও পরনেরটা খুইলা রেখে আসতে হবে এমন অবস্থা !!
২৮| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০
ferrari_ বলেছেন: আমি একবার গেবাটিন কিনেছিলাম ,ঈদের আগের দিন চান রাইতে ১৩০০ টাকা ফিক্সড প্রাইস।পরে অনেক মুলামুলি কইরা দুইটা পেন্ট নিলাম আমি আর আমার বন্ধু একটা। তিনটা প্যান্ট বাবদ দিলাম ২০০০ টাকা
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৫
rafiqrubel বলেছেন: সাবধান হলাম