নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় জনপ্রিয় হয় না, জনপ্রিয়ও সব সময় সত্য নয়।

পৃথিবীর বুকের ফুলফল লতাগুল্মে যার চোখ নেই, সেই শুধু আকাশের চন্দ্র এবং নক্ষত্রের গল্প করে।

স্প্লিকনট অয়ন

বলা হয় তুমি যদি এক জীবনের পেন্সিল হয়ে দু-এক পাতা লিখে দিতে না পার তবে ইরেজার হয়েই থেকে দুঃখ-কষ্ট গুলো মুছে দিয়ো। আমি বলি আমার ইরেজার হতে কেমন জানি ভয় হয়। ইরেজার হতে গিয়ে মায়ায় জড়ানোর ভয়। এক জীবনে কিছু মায়ার সম্পর্কে জরিয়ে দু-এক পাতা লিখে ফেলেছিলাম নিজের জীবনের খাতায়। আমি এখন সেইসব মোছায় ব্যাস্ত। আমি বরং আমার নিজের ইরেজার হয়েই থাকি।

স্প্লিকনট অয়ন › বিস্তারিত পোস্টঃ

কিছু নীতিকথা ও জন্মদিনের শুভেচ্ছা

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

তোর জন্মসাল জানি কবে?

১৯৯০ মনে হয়। :P ও থুক্কু থুক্কু তুই তো আমার ছোট। তাহলে মেবি ১৯৯৩।

যাই হোক, একটা হলেই হল। জন্মদিনের উইশ করতে জন্মসাল জানাটা জরুরি না। ছোটবেলায় অনেক কিউট ছিলি। অবশ্য এখনো কিউট। তবে ছোটবেলায় একটু বেশী কিউট ছিলি বোধহয়।

মানুষ বড় হতে হতে তার চেহারার কিউটনেস হারায়। এটা ইউনিভার্সাল ট্রুথ। রেয়ার কেসও আছে অবশ্য।

ধুর ছাই! জন্মদিনের উইশ করতে গিয়ে কি সব উলটা পাল্টা লিখছি।



যদিও আল্লাহ আমাকে মায়ের পেটের কোন ভাই দেয়নি। আমিই আমার বাবা-মার একমাত্র ছেলে। তবে অনেকগুলো কাজিন দিয়েছে। যাদের আমি আমার ভাই হিসেবেই জানি। যাদের কারনে আমি কখনোই ভাইয়ের অভাববোধ করিনি। আমার তিন ফুফুর সকলেই আমাদের সাথে একই এলাকায় থাকে। ছোটবেলা থেকেই সকল কাজিনরা একত্রে বড় হয়েছি। নানারকম খুনসুটি সবসময় লেগে থাকত। এতো এতো মজার কাহিনি রয়েছে আমাদের, যা লিখতে গেলে আমার হাত আর হাত থাকবে না। এছাড়া মাইরের ভয় আমি অবশ্য করিনা। গায়ে-গতরে একটু বড় কিনা। একসাথে খেলাধুলা করা, মারামারি করা(নিজেদের মধ্যেই। পাশাপাশি পাতিল থাকলে ঠোকাঠুকি লাগাটাই স্বাভাবিক) আরও যতধরনের দুষ্টামি আছে সবই একসাথেই করতাম। কিন্তু একটা ব্যাপার এলাকায় সবাই বলত, আমরা একসাথে দাঁড়ালে কেউ নাকি আমাদের সাথে ভয়েই লাগতে আসবে না। আসলেই সত্যি বলতো সবাই।



এতবছর একসাথে আছি, এখন হয়তো আর আগের মতো সবার সাথে নিয়মিত দেখা-সাক্ষাত হয়না। নানা ব্যাস্ততার কারনেই হয়তো আগের মতো সবার খোঁজখবরও নেয়া হয়না। কিন্তু এখনো যখন সবাই একত্র হই বাসার প্রোগ্রাম, পিকনিক, অথবা অন্য কোন অকেশানে, সত্যিই একটা আলাদা রকমের অনুভুতি হয়।



চোখের পলকেই অনেক বড় হয়ে গেছিস। সেদিনের সেই ছোট্ট মিশাল(খ্যাপানোর জন্য তোকে এই নামে ডাকতাম) আজ আমার মাথা ছাড়িয়ে অনেক বড় হয়ে গেছিস। তোর একটা ব্যাপার আমার ভালো লাগে সবসময়, সেটা হল নিজের মতামতের বা সিদ্ধান্তের উপর অটল থাকা। যদিও মাঝে মাঝে সেটা বিরক্তিকরও হয়ে দাড়ায়। তারপরেও বলবো চেষ্টা করবি জীবনটাকে নিজের ইচ্ছেমত চালনা করার। অনেক বাধা-বিপত্তি আসবে, অনেকে অনেক কিছুই বলবে। নিজের মনের কথা শোনার চেষ্টা করবি তবে অবশ্যই সঠিক পথে থেকে, যাতে অদূর ভবিষ্যতে কখনো আফসোস করতে না হয়।



আজ তোর জন্মদিন। বিগত অনেক বছর ধরেই তোর জন্মদিনটা তেমন একটা ঘটা করে পালন করা হয়না। তোর জন্মদিনের তারিখেই তোর দাদি মারা গেছেন। তাই হয়তো। আমি তোর প্রতিটি জন্মদিনেই চিন্তা করি আমার ক্ষেত্রেও যদি এমনটা হত তাহলে আমি হয়তো বুঝতে পারতাম তোর কষ্টটা। কিন্তু আমি যতই বলি আমি বুঝি, সেটা কখনোই পুরোপুরি সত্যি না।

"কি যাতনা বিষে,

বুঝিবে সে কিসে,

কভু আশীবিষে,

দংশেনি যারে"



তারপরেও বলি মন খারাপ করিস না। মানুষের জীবনটা এমনই। বাস্তবতা অনেক কঠিন, অনেক রুঢ়। সকল বাঁধার অবসান ঘটিয়ে, জীবনটাকে সাজিয়ে তোল নিজের মতো করে। আর যেসকল বাজে অভ্যাস আছে সেগুলো ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যা। আর ট্রিটটা মনে করে দিয়ে দিস। বেশী কিছু লাগবে না। আমার চাহিদা বেশী কিছুনা, এটা তুই ভালো করে জানিস। এক প্যাকেট B&H হলেই আমি খুশী।;)



ভালো থাকিস সবসময়। জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল।



বিঃদ্রঃ আজ আমার ছোট ভাই মিনহালের জন্মদিন। তাই ওকে উৎসর্গ করেই এই লেখাটা লেখা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩২

ইউক্লিড রনি বলেছেন: মিনহালের একটা ছবি পোস্টে দিয়া দিতে পারেন।
আর ভাইরে কইয়েন স্বয়ং ইউক্লিড তাহারে শুভ জন্মদিন জানাইসে।

আর ছোটভাইরে কি গিফট করতাসেন, মিয়া? :-&

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

স্প্লিকনট অয়ন বলেছেন: ধন্যবাদ। আপনার উইশ পৌঁছে দিব। ভাই পকেটের অবস্থা গড়ের মাঠ। ক্যামনে কি করি? তারপরেও দেখি কি দিবার পারি। :#>

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: জন্মদিনের ব্যাপার, কিছু বলা ঠিক হবে না; লেখায় অপ্রয়োজনীয় ইংরেজী যোগ করা মানে 'আকাশের চন্দ্র ও নক্ষত্র' নিয়ে লেখার মতো!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭

স্প্লিকনট অয়ন বলেছেন: আমি লেখার সময় চেষ্টা করি একটানা লিখে যেতে। যখন যেই শব্দ মনে আসে তাই লিখে ফেলি। তারপরেও আরো সচেতন হওয়া উচিত। ভবিষ্যতে ইনশায়াল্লাহ ভুল শুধরে লিখব। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.