![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয় তুমি যদি এক জীবনের পেন্সিল হয়ে দু-এক পাতা লিখে দিতে না পার তবে ইরেজার হয়েই থেকে দুঃখ-কষ্ট গুলো মুছে দিয়ো। আমি বলি আমার ইরেজার হতে কেমন জানি ভয় হয়। ইরেজার হতে গিয়ে মায়ায় জড়ানোর ভয়। এক জীবনে কিছু মায়ার সম্পর্কে জরিয়ে দু-এক পাতা লিখে ফেলেছিলাম নিজের জীবনের খাতায়। আমি এখন সেইসব মোছায় ব্যাস্ত। আমি বরং আমার নিজের ইরেজার হয়েই থাকি।
কত বছরে পা দিলি? ২৯ নাকি ৩০? হবে একটা। যাই হোক, শরীরের বয়সটা কোন ব্যাপার না। মনের বয়স হল আসল বয়স। সেটার বয়স কত হবে রে? যে হারে রেসপন্সিবিলিটী নেয়া শুরু করসোস, তাতে মনের বয়স আমি আন্দাজ করতে চাই না।
কত বছরের বন্ধুত্ব আমাদের। ১৮-২০ বছর তো হবেই। দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। কত আনন্দ, কত অভিমান, কত খুনসুটি, কত আড্ডা, কত মারামারি। এতো কিছুর পরেও আমরা ভাই, আমরা বন্ধু। জানি চরম পেইনের মধ্যে রাখি সবসময়। অনেক খামখেয়ালীপনা মুখ বুজে সহ্য করিস। যদিও মাঝে মাঝে যে হারে চোখ রাঙাস, তাতেই আমার রক্ত হীম হয়ে যায়(এইখানে এট্টু মিছা কথার ইমো হইবে)।
তারপরেও তোরে পেইন দিতে আমার ভালা লাগে। কি করতাম, অভ্রাস(বানান কিন্তুক ইচ্ছা কইরা লিখসি) হইয়া গেসে। এখন আর আগের মত সময় পাই না। তুইও ব্যাস্ত আর আমিও ব্যাস্ত। তুই ব্যাস্ত পড়ালেখা, কোচিং লইয়া। আর আমি ব্যাস্ত ঘুম আর পিসি লইয়া। মাগার কালকের দিনটা, থুক্কু! কালকের রাইতটা কিন্তু ফ্রি থাকন লাগবো। কি করমু এখন কমু না। কইলে সবাই বুইঝালবো। মনে থাকে যেন।
অনেক অনেক আনন্দে কাটুক তোর বাকি জীবন। সফলতার গোডাউন ভাইঙ্গা পড়ুক তোর উপ্রে। এই কামনায়। ভাই, বন্ধু, দ্যা ওয়ান এন্ড অনলি সিস্টেম এডিফাস ওরফে স্প্লিকনট অয়ন ওরফে মোটু।
তবুও-------
বাতাস রাখবে মনে।
আমাদের বন্ধুত্বের
গল্প কথা,
খুব গোপনে।
ভিডিওটা অবশ্যই দেখবি।
https://www.youtube.com/watch?v=9KBcYZqsGGY
বিঃদ্রঃ আজ আমার বড় ভাই কাম দোস্ত মিনহাজের জন্মদিন।
©somewhere in net ltd.