নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sporshodentalcare

sporshodentalcare › বিস্তারিত পোস্টঃ

আক্কেল দাঁত তুলতে কেমন সময় লাগে? আক্কেল দাঁত তোলার পর করনীয় কি ?

১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

আক্কেল দাঁত তুলতে আধাঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। নির্ভর করে দাঁতের অবস্থার উপর। আগে দেখা উচিৎ রুট ক্যানেল করে দাঁত টা কে বাঁচানো যায় কিনা, যদি একান্তই সম্ভব না হয় তাহলে দাঁত টা ফেলার সিন্ধান্ত নেয়া উচিৎ। আমরা আমাদের ক্লিনিক স্পর্শ ডেন্টাল কেয়ারে নিয়মিত আক্কেল দাতেঁর সেবা দিয়ে থাকি। আক্কেল দাঁত তোলার পরে আমরা আমাদের রোগীদের নিম্নক্ত পরামর্শ গুলো দিয়ে থাকিঃ
• দাঁত তোলার পর ৪৫ মিনিট পর্যন্ত তুলা কামড় দিয়ে থাকতে হবে। তুলা শক্ত করে কামড় দিয়ে থাকতে হবে, বারবার তুলা বদলানো যাবে না।
• ২৪ ঘন্টা পর্যন্ত বিশ্রামে থাকা ভাল।
• দাঁত তোলার দিন নরম ও ঠান্ডা খাবার খেতে হবে। শক্ত কিংবা গরম খাবার খাওয়া যাবে না । যেসব খাবার খাওয়া যাবে - জাউ ভাত, দই, ডিম, আইস্ক্রিম, আলু ভর্তা ইত্যাদি।
• দাঁত তোলার দিন জোরে জোরে কুলি করা যাবে না।
• ২৪ ঘন্টা পর্যন্ত থুতু ফেলা যাবে না। স্ট্র (straw) দিয়ে কিছু খাওয়া যাবে না।
• দাঁত স্বাভাবিক প্রক্রিয়াতেই মাজা যাবে , তবে দাঁত তোলার স্থানটায় সাবধানে মাজতে হবে।
• দাঁত তোলার পরের দিন থেকে হাল্কা কুসুম গরম পানিতে লবন মিশিয়ে সকাল ও রাতে দুই বেলা কুলি করতে হবে ৩ দিন পর্যন্ত।
• ২৪ ঘন্টা পর্যন্ত বিন্দু বিন্দু রক্ত আসতে পারে।
• দাঁত তোলার সময় অবশ করে নেয়া হয়। অবশ ভাবটা কেটে না যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে।
• ডাক্তারের ব্যবস্থাপত্র অনযায়ী ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.