![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের
দিকে খেয়াল করলে দেখতে পাবেন F1
থেকে F12 পর্যন্ত
১২টি কী দেওয়া আছে । আপনারা অনেকেই হয়ত জানেন যে এগুলোকে কি বলে । এই Key
গুলো কে Function key বলে , এই
কী গুলোর এক একটির কাজ এক এক রকম ।
তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক
ফাংশান Key গুলোর কাজঃ
F1 : এই বাটন টি যেকোন প্রোগ্রাম
বা সফটওয়্যার এর জন্য
সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়
অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য
হেল্প পেইজ দেখতে হলে এই বাটন
টি প্রেস করলেই চলবে । যেমনঃ আপনি ফটোশপের কিছু হেল্প নিবেন
তাহলে ফটোশপ সফটওয়্যার চালু করুন আর
আর ফাংশান কি F1 চাপুন তাহলে ফটোশপ
সম্পর্কে সাহায্য পাবেন ।
F2 : Rename করার জন্য শর্টকাট
কি হিসেবে এটি ব্যবহার করা হয় ।
আপনার সিলেক্টকৃত কোনো ফাইল
বা ফোল্ডার রিনেম করতে ফাংশান
কি F2 বাটন চাপুন । তাছাড়া Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের
একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন ।
আরেকটা ব্যবহার করতে পারেন আর
তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা ।
তার জন্য জাস্ট Ctrl+F2 চাপুন ।
F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন
প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন । Shift+F3
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো
শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের
বা ছোট হাতের থেকে বড় হাতের
করা যায় । এবং সিলেক্টকৃত ঐ শব্দটির
প্রথম অক্ষর যদি বড় হাতের করতে চান
তাহলেও Shift+F3 চাপুন ।
F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট
ওয়ার্ডের last action performed
Repeat করা যায় । Alt+F4 চেপে সক্রিয়
সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ
করা যায় ।
F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find,
Replace, Go To উইন্ডো খোলা হয় এই
বাটন চেপে । যেকোনো পেজ রিফ্রেশ
করতে এই কী ব্যবহার করা হয় ।
পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু
করা এবং বন্ধ করার জন্য এই বাটন
টি ব্যবহার করা হয় ।
F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট
ব্রাউজারের
অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই
হবে । Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের
সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার
করা যায় ।
F7 : চেপে মাইক্রোসফট
ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক
করা হয় এবং মজিলা ফায়ারফক্সের
Creat browsing চালু করা হয় । Shift+F7 চেপে মাইক্রোসফট
ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের
প্রতিশব্দ , বিপরীত শব্দ , শব্দের ধরন
ইত্যাদি জানার ডিকশনারি চালু
করা হয় ।
F8 : বিশেষ করে কম্পিউটার চালু করার
সময় এই কী কাজে লাগে । সাধারণত
উইন্ডোজ safe mood এ চালু করার জন্য
ব্যবহার করা হয় ।
F9 : Windows Setup দেওয়ার সময় এই
কি চাপ দিয়ে Fast Boot ডিভাইস CD
Room দেখানো যায় আবার Quark
Express 5.0 এর মেজারমেন্ট টুলবার
ওপেন করার জন্য এটি কাজে লাগে ।
F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার
বা কোনো খোলা উইন্ডোর মেনুবার
নির্বাচন করা হয় । Shift+F10
চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক
বা ছবির ওপর মাউস রেখে ডান
বাটনে ক্লিক করার কাজ করা হয় ।
F11 : আপনার সামনের স্ক্রিনে একটিভ
উইন্ডোটিকে ফুলস্ক্রিন
করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন
টি চাপলেই হবে ।
F12 : এই কী চেপে মাইক্রোসফট ওয়ার্ডের
Save as উইন্ডো ওপেন করা হয় । Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড
ডকুমেন্ট সেভ করা হয় এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড
ডকুমেন্ট প্রিন্ট করা হয় ।
এই ফাংশান কী গুলোর কাজ কম বেশি আমরা সবাই ই জানি । তারপরও যারা জানেন না বা জানতেন না অথবা যারা নতুন নতুন কম্পিউটার ব্যাবহার করছেন তাদের সহায়তা হবে বলে আশা করি ।
©somewhere in net ltd.