নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদের বিষয়বস্তু কি এটি হতে পারে না ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

বাংলাদেশকে ছোট রাষ্ট্র পেয়ে ভারতীয় বিএসএফ রা ফেলানীকে গুলি করে লাশ ঝুলিয়ে রাখে কাঁটাতারের বেড়ায় । ফেলানী হত্যার বিচার করেনি ভারত । ফেলানি হত্যা মামলায় সহায়তা করতে পারেনি কোনো মানবাধিকার সংস্থা ও । অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ভারতের কূটনীতিক দেবযানীকে হাতকড়া পড়িয়ে উলঙ্গ করে গোটা পৃথিবীর কাছে বেইজ্জতি করলো নিউইয়র্ক পুলিশ । এটা থেকে কি বোঝা যায় ? এই নয় কি যে , ছোট রাষ্ট্রগুলোর প্রতি বড় রাষ্ট্রের এক প্রকার অঘোষিত অধিকার থাকবেই ? হোক সেটা অনধিকার চর্চা ।



পাকিস্তান দূতাবাস

ঘেরাও করল গণজারণমঞ্চ । ভাল

কথা । পাকিস্তান কেন বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাতে যাবে । প্রতিবাদ করা অবশ্যয় যুক্তিসঙ্গত । কিন্তু প্রতিদিন

সীমান্তে মানুষগুলোকে গুলি করে মারছে ভারতীয়

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ , এতদিনে তো দেখলাম না কোনো প্রতিবাদ ? কোনো দিন কোন উত্তপ্ত রক্তের তরুন প্রতিবাদী দল

বললো না ভারতীয় দূতাবাস ঘেরাও

করা হবে ?



আমরা যারা দ্বিতীয় প্রজম্মের মুক্তিযোদ্ধা ! তারাও তো

প্রতিবাদ করলাম না ।

গণজারণমঞ্চের কর্মসূচি দেখলাম না । সীমান্তের

মানুষগুলো কি আমাদের মত বাংলাদেশী না ? তারা কি 'এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশ সত্তর' বর্গকিলোমিটারের বাইরে ?

ইমরান ভাই - লাকি আপারা তো প্রতিবাদ

করলো না । তারা তো চিল্লায়ে স্লোগান দিল না 'ফেলানি হত্যার বিচার চাই , বিচার চাই ।'



খুঁজে দেখলে হয়ত দেখা যাবে যে বিজয় দিবসেও ভারতীয়

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের

হাতে অপহরণ হয়েছে কোনো না কোনো বাংলাদেশী । আমরা কি ভারতকে ভয় পাই ? নাকি যুদ্ধে আমাদের সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তাদের কাছে বেঁচে দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা কে ! আমরা কি সত্যিই স্বাধীন ? নাকি পরাধীনতার অদৃশ্য শিকলে এখনও বন্দী আমরা ?



'স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ।' কথাটার মানে বুঝতাম না ছোটবেলায় , এখন বুঝি । রাজাকার বলতে আমরা শুধু পাকিস্তানের দালালদেরকেই চিনি । তাহলে ভারতের দালালদের কি নামে ডাকব আমরা ? শুভেচ্ছা দূত , নাকি বিশিষ্ট কূটনৈতিক সদস্য ? অন্যান্য দেশ আমাদের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলানোর সাহস পায় কোথা থেকে ? আমরা ছোট বলে কি সিদ্ধান্ত নেওয়ার মত যোগ্যতা আমাদের নেই ? আমি তো বলব , দেশ সেদিন ই পূর্নাঙ্গ স্বাধীন হবে যেদিন পাকিস্তানি রাজাকার এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে এ দেশ , যেদিন বাংলাদেশী সীমান্তরক্ষীরা বিএসএফদের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে যে 'আর একটা লাশ পড়লে প্রত্যেক বিন্দু রক্ত কণার হিসেব দিতে হবে ।' :)



ফেলানীদের মত আরো বহু সীমান্তবাসী বিএসএফের নির্মমতার , বর্বরতার শিকার হয় । কারোর কারোর লাশ ফেলানীর মত কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে প্রিয়জনদের অপেক্ষায় আর কারোর কারোর লাশ অবহেলায় পড়ে থাকে সীমান্ত মধ্যবর্তী অঞ্চলে অথবা বিএসএফের বেঁড়াজালের আড়ালে । আকাশে শকুন ওড়ে , পঁচে গলে গন্ধ বের হয় বিকৃত লাশের । কিন্তু সেই গন্ধ আমাদের মত 'রাজাকারের ফাঁসি চাই , ফাঁসি চাই' স্লোগানধারীদের নাক পর্যন্ত পৌছায় না , কানে এসে পৌছায় না শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে বেঁচে থাকার আকুতি । :)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

রেন বলেছেন: মানুষের বিবেক এখনো মরেনি তাহলে?
স্যালুট আপনাকে স্পাউট রক।

সত্যিকারের দেশপ্রেম এমনই হওয়া উচিত।
আপনার লেখার হাত ভাল।
মন্তব্য, প্রসংশা বা সমালোচনার পরোয়া না করে এরকম লেখা চালিয়ে যান।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আদরসারািদন বলেছেন: বাস্তাববাদী লেখা..........চালিয়ৈ যান ভাই

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

চারশবিশ বলেছেন: "সেই গন্ধ আমাদের মত 'রাজাকারের ফাঁসি চাই , ফাঁসি চাই' স্লোগানধারীদের নাক পর্যন্ত পৌছায় ন

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

হেডস্যার বলেছেন:
শুনেন...ফেলানি হত্যার বিচারের দাবিতে ভারতীয় দুতাবাস ঘেরাও করে নাই বইলা যে কাদের মোল্লা ইস্যুতে ফাকিস্তানী দুতাবাস ঘেরাও করা যাবে না এরকম কথা নাই।
একটার কারনে আরেকটারে যায়েজ করা যাবে না...দুইটাই নাযায়েজ।

আর গনজাগরন মঞ্চ কি পরিস্থিতি আর উদ্দ্যেশে সৃষ্টি হইছে সেইটা বোধ হয় আপনে ভুইলা গেছেন অথবা জানেন ই না।

জেনে নিবেন।


আর বুঝাই যায় যে আপনি গনজাগরন মঞ্চ বিরোধী এবং চিকনে রাজাকারের পক্ষ নিয়া সাফাইমূলক পোষ্ট দিছেন।

ছিঃ ছিঃ ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

স্পাউট রক বলেছেন: ভারতীয়া দূতাবাস ঘেরাও করা হয়নি বলে যে পাকিস্তান দূতাবাস ঘেরাও করা যাবে না এটা তো বলি নি ভাই । বলেছি যেরকম আন্দোলন পাকিস্তান ইস্যুতে হইতেছে ভারতীয় ইস্যুতেও করা যায় , কিন্তু হচ্ছে না কেন ? @হেডস্যার ভাই

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

নতুন বলেছেন: হবে দেশে যখন রাজনৈতিক কমী` কম দেশের জনগন বেশি হবে তখন সব ইসুতেই প্রতিবাদ হবে....

সরকার ভয় পাবে জনগন কে..... এখন আমরা ভয়পাই সরকার কে..

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

স্পাউট রক বলেছেন: বাংলাদেশের ম্যাংগো পিপলদের অবস্থা 'peoples under a mango tree' এর মতই থেকে যাবে । সারাজীবন উপরওয়ালাদের ফেলা আমের আঁটি ই গুনে যাব , আমের বর্তমান ভবিষ্যত্‍ নিয়ে আলোচনা করতে পারবো না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.