নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

বিদায় গুল্লু

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

এক বলে ছয় রান দরকার । ব্যাটসম্যান

জাভেদ ওমর । বোলার বল করলেন ।

ফুলটস .... দেখে শুনে ছেড়ে দিলেন

জাভেদ । কোন রান হল নাআআআ !



: জাভেদ ওমরেরর চাকরি হওয়া উচিৎ

ডিফেন্সে । কারণ উনি ভালো ডিফেন্স

করতে পারেন ।



: জাভেদ ক্রিকেটার না হয়ে ফুটবলার

হলে কোন পজিশনে খেলতেন ?

: নিশ্চয়ই ডিফেন্সে !



এমন অনেক রসিকতাই আমি জাভেদ

ওমরকে নিয়ে করেছি , করি । কিন্ত এটাও

সত্য যখন বাংলাদেশের মূল লক্ষ্য

থাকতো ৫০ ওভার খেলা তখন জাভেদও

ছিলো আমার পছন্দের ব্যাটসম্যান ।

তখন ক্রিকেট খেলে টাকা আয় করার

কথা ভাবে নাই কেউ ।

ভালোবাসা থেকেই ক্রিকেট

খেলতো বুলবুল , আকরাম , আতহার , সুমন , সুজনরা । জাভেদও তাদের মতই ।

কালের

বিবর্তনে বাংলাদেশের

ক্রিকেটারদের কাছ থেকে আমাদের

চাহিদা বাড়লো । জাভেদও পরিণত

হলেন আমার অপছন্দের ব্যাটসম্যানে ।

শট খেলতে পারে না , হিট করে না ,

রানও করে না মোট কথা তাকে আর

ভালোই লাগে না । বাদ পড়লেন ।

অবহেলায় অবসরও নিলেন । এত দিন পর

আজকে প্রীতি ম্যাচ আয়োজনের মধ্য

দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেট

থেকেও অবসর নিলেন জাভেদ ওমর ।

সেটাও এমনই আনুষ্ঠানিকতা যে , কেউ

জানলোই না !

জাভেদ ওমর 'সেই রকম' স্টার নন । তার

অবসরে ফেসবুকে স্ট্যাটাসের ঝড়

দূরে থাক , দু এক ফোঁটা বৃষ্টিও পড়ে না ।

হাজার হাজার মাইল দূরে জ্যাক

ক্যালিসরা অবসর নেয় , আমাদের

প্রোফাইল পিকচারে আসে তাদের ছবি ।

জাভেদ ওমরের অবসরে কারও প্রোফাইল

পিক বদলায় না । অথচ এই জাভেদ

আমাদের দেশেরই মানুষ । চায়ের

দোকানে , কোন পত্রিকা অফিসের

লিফটে , কাঁচা বাজারে , ঈদের

শপিংয়ে হঠাৎই আমাদের

সঙ্গে জাভেদদের দেখা হয় ।

ধাক্কা লাগে । কিন্তু তাদের বিদায়

আমাদের স্পর্শ করে না । বহুদূরের

ক্যালিস , পন্টিংয়ের বিদায়ে আমাদের

চোখে পানি চলে আসে । তারাই যেন

আমাদের আপনা লোক । জাভেদ ওমর

আমাদের কেউ না ।

পুরান বলে যখন আর উইকেট পড়বে না ,

তখন অধিনায়ক নতুন বল নেবেন এইটাই

স্বাভাবিক । জাভেদও হয়তো এখন

কোচিং করাবেন নতুনদের । তার

অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই অনেক

নতুন ব্যাটসম্যান হয়তো জাতীয়

দলে আসবে । আমি নিশ্চিত , এক বলে ছয়

রান দরকার

হলে তারা দেখে শুনে ছেড়ে দেবে না ,

জান দিয়ে ছয় মারার চেষ্টা করবে ।

তাদের পেছনে তো জাভেদরা ছিলো ।

কিন্তু জাভেদদের পেছনে কেউ ছিলো না ।



'রস+আলো অবলম্বনে ।'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

রাজীব বলেছেন: আমার একজন প্রিয় ব্যাটসম্যান। একসময় যখন আতাহার আলি ও গোল্লা নামতেন অপেনিং করতে। তখন আমাদের প্লান থাকতো ২০ ওভারে ৬০ রান করতে হবে কন উইকেট না হারিয়ে। গোল্লা কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতো।

আর গোল্লা ডিফেন্সিভ খেললেও উনি কিন্তু কখনো কোন বোলারকে ভয় করতেন না। ওনার বডি ল্যাংগুয়েজ ভালো ছিল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

স্পাউট রক বলেছেন: জ্বী ঠিক বলেছেন রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.