নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

ছোট প্রাণ , ছোট ব্যাথা । ছোট ছোট দুঃখ কথা ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

ইট-পাথরের শহরে কংক্রিটের দেয়ালে আবদ্ধ ঘরের বারান্দা গুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে । বারান্দায় দাঁড়ালে দেখা যায় না বিস্তৃত নীল আকাশ । এখন আর এক টুকরো রোদ্দুর এসে ঘরের বারান্দা আলোকিত করতে পারে না , ঘরের মহিলাদের আর দেখা যায় না সেই রোদে কুমড়োর বড়ি শুকোতে দিতে বা আম-তেঁতুলের আঁচারের বয়ামগুলো ঢাকনা আলগা করে রোদে দিতে , ক্লাস টুতে পড়া সেই মেয়েটিকে আর দেখা যায় না বারান্দায় বসে দাদির বানিয়ে দেয়া প্রিয় পুতুলের চুলে চিরুনি করে দিতে কিংবা সেই ছেলেটিকে যে কিনা বারান্দাতেই বানিয়ে নিয়েছিল তার ক্রিকেট ফুটবল খেলার মাঠ । এখন আর সন্ধ্যালগ্নে বারান্দায় রাখা ইজিচেয়ারে বসে চা খেতে খেতে দেখা যায় না ঘরে ফেরার ব্যাস্ততায় ঘরমুখো উড়ে যাওয়া পাখির ঝাঁক কিংবা কয়েকটি বৃহদাকার বাঁদুড় । রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় না তারাময় আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মত মেঘ কিংবা মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া চাঁদমামার আধখানা চেহারা । এখন আর সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে বারান্দাতে বসে না ভূত পেত্নী রাক্ষস খোক্ষস আর রাজপুত্রের সেই তেপান্তরের মাঠ জয় করার রূপকথার গল্পের আসর ।



অপার্থিব জীবনের পার্থিব মায়াতে আবদ্ধ মানুষের গন্ডি ধীরে ধীরে সংকীর্ন হয়ে আসছে । বর্তমান ফেসবুক , টুইটার আর ব্লগিং এর যুগে মানুষ ভার্চুয়ালি অনেক অনেক দূরে সম্পর্ক স্থাপন করলেও বাস্তবিক জীবনে থাকতে চায় সংক্ষিপ্ত বেষ্টনীর মাঝে । যেখানে তার জীবনচক্র আবর্তিত হয় ধীর গতিতে , সহজ নিয়মে ।



এখনকার পরিবেশ আর পারিপার্শ্বিক অবস্থা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি ভুলিয়ে দিয়ে শিখিয়ে দিচ্ছে মডার্ন হওয়ার নিয়ম । আগে ছোট বাচ্চারা ঠাকুরমার ঝুলি কিংবা সিনবাদ , আলিফ লায়লা দেখে বড় হত আর এখন দেখে ডোরেমন , দ্যা সিম্পসন্স আর পিঙ্ক প্যান্থার । আগে ছোট ছেলেমেয়েরা ঘুমাতে যাওয়ার আগে রূপকথার গল্প বা ঈশপের গল্পসমগ্র পড়ত আর এখনকার বাচ্চারা পড়ে সিনড্রেলা , বিউটি এন্ড দ্যা বিস্ট , ফ্রগ এন্ড দ্যা প্রিন্সেস । এখনকার যুগের মডার্ন ছেলেপেলেরা হয়ত গোপাল ভাঁড় কিংবা নাসিরউদ্দিন হোজ্জার নাম ই শোনেনি । ছোট ছোট মেয়েরা আগে ব্যাস্ত থাকতে পুতুলের বিয়ে দিতে অথবা মিনা কার্টুন দেখতে আর এখনকার মেয়েরা বুঝতে শেখার পরপর ই জেনে যায় কিভাবে ঐ হিন্দি সিরিয়ালের আদলে নিজেকে গড়ে নিতে হবে ।



আমি বলছি না মডার্ন হয়ো না , মডার্ন হওয়ার পথে বাঁধার ও সৃষ্টি করছি না । তবে হালের আধুনিক পিতা মাতাদের কি উচিত না তাদের সন্তানদের কে পুরোনো দিনের গল্প শোনানো ? তাদের পুরনো সংস্কৃতির কথা শেখানো ? :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

নীল ভোমরা বলেছেন: নস্টালজিয়া.........

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি বলছি না মডার্ন হয়ো না , মডার্ন হওয়ার পথে বাঁধার ও সৃষ্টি করছি না । তবে হালের আধুনিক পিতা মাতাদের কি উচিত না তাদের সন্তানদের কে পুরোনো দিনের গল্প শোনানো ? তাদের পুরনো সংস্কৃতির কথা শেখানো ? :)
সহমত।

তবে বাস্তবতা হচ্ছে ধরাছোঁয়ার বাইরের গতিতে পরিবর্তন ঘটে যাচ্ছে। তাতে মানিয়ে চলবার চেষ্টায় সবাই ব্যতিব্যস্ত। পিছনে ফিরে দেখবার সময় কই?

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

স্পাউট রক বলেছেন: বর্তমানে ব্যাপারটা আসলে তাই ই দাড়িয়েছে । @তনিমা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

স্পাউট রক বলেছেন: নস্টালজিক হওয়া ছাড়া আর কোনো কিছু হওয়ার উপায় নেই । কারন এখন বারান্দায় দাড়ালে সামনের বারান্দা দেখা যায় , আকাশ ছোয়া যায় না @নীল ভোমরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.